পোস্ট অফিসে বাড়ল সুদের হার, দেখুন কত হল।

পোস্ট অফিসে বয়স্ক মানুষ থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই টাকা সঞ্চয় করে। সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংকের থেকে পোস্ট অফিসে সুদ বেশি দেওয়া হয়ে থাকে। এইজন্য বেশিরভাগ মানুষ ব্যাংকের থেকে পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট করতে পছন্দ করেন। পোস্ট অফিসের তরফে বিভিন্ন সময় নতুন নতুন আকর্ষণীয় স্কিম আনা হয় গ্রাহকদের জন্য।

Advertisement

পোস্ট অফিসে কত হল সুদ দেখে নিন।

এরকম নতুন স্কিম নিয়ে আবারও হাজির হয়েছে পোস্ট অফিস। তাদের তরফ থেকে জানানো হয়েছে ফিক্স ডিপোজিট একাউন্টে ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে। অল্প অর্থ সঞ্চয়ের প্রকল্পগুলিতে এই পরিবর্তন আনা হয়েছে তবে পাবলিক প্রাইভেটেড ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের কোন পরিবর্তন করা হয়নি। এবার জেনে নেওয়া যাক কোন স্ক্রিমে কত টাকা পর্যন্ত সুদ বাড়লো।

বছর পড়তেই বাড়ানো হল পোস্ট অফিসের সুদের হার।

এই সুদ বৃদ্ধির পরিমাণ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত করা হয়েছে।
এক বছরের জন্য কোন ব্যক্তির ফিক্সড ডিপোজিট করলে তাতে তিনি ৬.৮ শতাংশ সুদ পাবেন।
ঠিক একইভাবে দুবছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর উপর ৬.৮ শতাংশ সুদ দেওয়া হবে।
তিন বছরের ফিক্সড ডিপোজিট এর উপর ৬.৯ শতাংশ সুদ দেওয়া হবে।
পাঁচ বছরে পেপসি প্রজেক্ট থাকলে তার ওপর ৭ শতাংশ সুদ পাবেন।

যদি কোন ব্যক্তির জাতীয় সঞ্চয়পত্রের সুদ থাকে তা ৭ শতাংশ হারে পাবেন।
কিষান বিকাশ পত্র যোজনায় পোস্ট অফিসে ৭.২ শতাংশ হারে সুদ দিচ্ছে।
PPF অর্থাৎ পাবলিক প্রফিটেড ফান্ডে ৭.১ শতাংশ সুদ দিচ্ছে ।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৮% হারে সুদ দেবে।

এছাড়াও মাসিক আয় প্রকল্পে সুদের পরিমাণ ৭.১ শতাংশ।
শুধু পোস্ট অফিস নয়, সুদ বাড়িয়েছে ব্যাংকগুলিও। তার গ্রাহকদেরকে আরও আকর্ষণীয় অফার দিচ্ছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ব্যাংকগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালের পর থেকে রেপো রেট বাড়াবার ঘোষণা করেছেন।

এর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষনা মেনে ব্যাংক গুলিকে স্থায়ী আমানতের ওপরে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার বাড়াতে হয়েছে। কিছু এন এফ এস সি ব্যাংক ৯ শতাংশ হারেও সুদ দিচ্ছে। State Bank of India, ICICI, Bank of Boroda তাদের গ্রাহকদের স্থায়ী আমানতের ওপর সুদ বাড়িয়েছে। বর্তমানের মূল্য বৃদ্ধির বাজারে নাকানিচোবানি খাচ্ছে মধ্যবিত্তরা।

মমতার নতুন প্রকল্প চালু হচ্ছে রাজ্যে 2 কোটির বেশি পরিবারের জন্য। কত টাকা পাবেন, জেনে নিন।

সেখানে দাঁড়িয়ে ব্যাংকগুলি যদি গ্রাহকদের সুদের হার না বাড়াতো তাহলে বেশ সমস্যার সম্মুখীন হতে হতো মধ্যবিত্তদের। রেপোরেট বাড়ানোর বিষয়ে আপনার নিজের কি মত তা অবশ্যই আমাদেরকে জানান। আমাদের আর্টিকেলগুলি আপনাদের পছন্দ হলে এবং আপনাদের কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button