Blue Aadhaar Card – বদলে গেলো আধার কার্ড! সবুজের পরিবর্তে নীল। এখন থেকে এই কার্ডই হবে বাধ্যতামূলক।
সম্প্রতি রাজ্যে একটি নতুন ঘোষণা করা হয়েছে। এখন নাকি সবুজ আধার কার্ডের পরিবর্তে নীল আধার কার্ড বা Blue Aadhaar Card চালু হতে চলেছে। আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি হিসাবে পরিগণিত হয়। প্রতিটি স্কুল, কলেজ ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, সরকারি পরিষেবায়, বা বিভিন্ন অফিসিয়ালি কাজে আধার কার্ড বাধ্যতামূলক। তবে এখন থেকে এই সবুজ আধার কার্ড চলবে না তার পরিবর্তে নীল আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি UIDAI এর তরফে নতুন নির্দেশিকা দিয়ে চলেছে একেরপর এক।
How to Apply Blue Aadhaar Card for Child in Online?
আধার আপডেটের পর নতুন কর্মসূচি জারি করা হলো এই নীল আধার কার্ডের প্রচলন করা। অনেকেই বুঝতে পারছেন না বিষয়টা কি, Blue Aadhaar Card বা নীল আধার কার্ড কি কাজে লাগবে? কি ভাবে আবেদন করতে হবে? আমাদের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করছি।
জানিয়ে রাখা ভালো, চিন্তার কোনো কারণ নেই, বর্তমানে যে আধার কার্ড চলছে সেটাই রয়েছে। এই Blue Aadhaar Card বা নীল আধার কার্ড হলো মূলত শিশুদের জন্য। এই আধার কার্ডটি বিশেষভাবে ভারতে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জারি করা হয়। তাই এর নাম শিশু আধার কার্ড।
২০০৫ সালের আগে পর্যন্ত শিশুদের আধার কার্ড করানো যেত না। এরপর ২০১৮ সালে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই শিশুদের জন্যও আধার কার্ড চালু করেছে। শিশুদের জন্য বিশেষ ডিজাইন করে কার্ডটি আকর্ষণীয় করা হয়েছে।
এই কার্ডে শিশুদের চোখ, হাতের আঙ্গুলের স্ক্যান থাকে না। কারণ যেহেতু তারা ছোট। তাই কোন শিশুর আধার কার্ডের প্রমাণ হিসাবে পিতামাতার মধ্যে একজনকে নিজেদের আসল আধার কার্ড এবং শিশুদের প্রামাণিক জন্ম শংসাপত্র তৈরি করতে হবে।
শিশু আধার কার্ডে একটি ১২ সংখ্যার অনন্য শনাক্তকরণ নম্বর রয়েছে। সেই নম্বর দিয়েই যাচাইকরণ করা হয় কোনটি কোন শিশুর কার্ড। পাঁচ বছর পর তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে, অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে। পাঁচ বছর পর থেকে আধার আপডেটের সময় শিশুর ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে।
এই আপডেটের জন্য কোনো রকম মূল্য দিতে হয়না। সরকার থেকে বিনামূল্যে করিয়ে দেওয়া হয়। তবে কোনো অভিভাবক যদি পাঁচ বছর পরেও এই আধার কার্ড রাখতে চান তবে রাখতে পারেন। তখন এটি একটি বৈধ আধার কার্ড হিসাবে শিশুর আইডেন্টিটি প্রুভ হিসাবে কাজে লাগবে (Blue Aadhaar Card).
কিভাবে আবেদন করবেন
ব্লু আধার কার্ড বা Blue Aadhaar Card এর আবেদন করার জন্য অভিভাবকদের আধার নথিভুক্তকরণ কেন্দ্রে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। যেমন –
- দুটি ফটো।
- সন্তানের জন্ম শংসাপত্র।
- অভিভাবকের পরিচয় এবং ঠিকানার প্রমাণ অর্থাৎ তাঁর আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড।
- সন্তানের স্কুল আইডি
এটিএমে টাকা তুলতে গিয়ে নগদ টাকা আটকে যাচ্ছে? তাহলে শীঘ্রই এই কাজটি করুন।
আবেদন পদ্ধতি
- প্রথমে UIDAI ওয়েবসাইট অর্থাৎ www.uidai.gov.in এর মাধ্যমে তালিকা দেখে তার এলাকার কাছাকাছি একটি আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।
- প্রয়োজনীয় নথি উপরে দেওয়া রয়েছে সেগুলো সঙ্গে নিতে হবে।
- তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে, অভিভাবকেকে শিশুর জন্য একটি আধার তালিকাভুক্তি ফর্ম পূরণ করতে হবে। অথবা তিনি UIDAI ওয়েবসাইট থেকে আগেই এই ফর্মটি ডাউনলোড করে বাড়ি থেকেও পূরণ করে নিয়ে যেতে পারেন।
- আধার তালিকাভুক্তি অপারেটর এরপর আপনার সন্তানের একটি ছবি তুলবে।
- এরপর, পূরণ করা ফ্রম এবং সমস্ত প্রয়োজনীয় নথি গুলি তালিকাভুক্তি অপারেটরের কাছে জমা দিতে হবে।
- এবার সবশেষে অভিভাবককেকে তখর সন্তানের জন্য তালিকাভুক্তি আইডি অর্থাৎ EID সহ একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে। সেটা যত্ন করে রাখতে হবে। কারণ এই স্লিপের নাম্বার দিয়েই আপনি কতদিন আসবে Blue Aadhaar Card বা নীল আধার কার্ড সেটা বুঝতে পারবেন।
নতুন নীল আধার কার্ড বানাতে হবে পুরনো আধার কার্ডের বদলে। কিভাবে আবেদন করবেন?
তবে Blue Aadhaar Card বা নীল আধার কার্ড শুধু মাত্র ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য। ৫ বছরের অধিকদের জন্য আগের সবুজ আধার কার্ড একই আছে। আপনিও যদি ৫ বছরের নিচে শিশুর জন্য নীল আধার কার্ড করতে চান নিকটবর্তী আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে খোঁজ নিন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের সন্ধানে নিয়মিত এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.