Nikon Scholarship 2023 এ আবেদন করলেই পেয়ে যান ১ লক্ষ টাকার সুবিধা।

Nikon India Private Limited এর তরফে দেশের পড়ুয়াদের জন্য নিয়ে আসা হল ১ লক্ষ টাকার Nikon Scholarship সুবিধা। এই স্কলারশিপের মাধ্যমে যেই সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা করতে চাইছে, তারাই শুধুমাত্র এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। এই আলোচনাতে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও সময়সীমা সম্পর্কে জেনে নেব।

Advertisement

Nikon Scholarship এ আবেদন করবেন কীভাবে।

Nikon India র পক্ষ থেকে এই স্কলারশিপ প্রদান করার মূল উদ্দেশ্য হল, অনেক সময় দেখা যায় চিরাচরিত পড়াশুনার দিনে না গিয়ে অনেকেই ভিন্ন কিছু করার জন্য চেষ্টা করে থাকে। তার মধ্যে অন্যতম হল ফটোগ্রাফি। কিন্তু অর্থের অভাবে প্রতিভা থাকা সত্ত্বেও এই কোর্সের খরচ বা দামি ক্যামেরা কেনার মতো সামর্থ্য অনেকের থাকে না। নিকন ইন্ডিয়ার তরফে ১ লক্ষ টাকা বৃত্তি পেলে সুবিধা পেতে চলেছে অনেকে।

Advertisement

Kotak Kanya Scholarship 2023 আবেদনের মাধ্যমে পেয়ে যান ১.৫ লক্ষ টাকা।

Nikon Scholarship এ আবেদনের যোগ্যতাঃ-
১. আবেদনকারী শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
২. ৩ মাসের বেশি যে কোন ফটোগ্রাফি কোর্সে ভর্তি হতে হবে।
৩. স্থায়ী ভাবে ভারতের নাগরিক হতে হবে।
৪. শিক্ষার্থীর পারিবারিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
৫. Nikon India ও Buddy4study এই দুই কোম্পানিতে কর্মরত কর্মীদের পরিবারের কেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

Nikon Scholarship আবেদনের নথিপত্র ও সুবিধাঃ-
১. সচিত্র পরিচয় পত্র হিসাবে আধার কার্ড লাগবে।
২. বাসস্থানের ঠিকানার পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড।
৩. দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার মার্কসিট।
৪. ফটোগ্রাফি কোর্সে ভর্তি হওয়ার প্রমানপত্র।
৫. নিজের নামে ব্যাংক এর অ্যাকাউণ্ট থাকা বাধ্যতামূলক।
৬. নিকন ইন্ডিয়া স্কলারশিপের মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।

Nikon India স্কলারশিপে আবেদনের পদ্ধতিঃ-
১. এই আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
২. www.buddy4study.com/nikon-scholarship-program এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. এই ওয়েবসাইটে আপনাকে নিজের মোবাইল নম্বর, ই – মেল আই ডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৪. রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাকে লগ – ইন করে নিতে হবে।
৫. Nikon Scholarship Program এই পেজে চলে যেতে হবে।
৬. স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন সিলেক্ট করে নিতে হবে।
৭. একটি অনলাইন ফর্ম খুলে যাবে। এর মধ্যে আপনাকে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা লিখে দিতে হবে।
৮. ঠিক করে সকল নিয়ম ও শর্তাবলি পরে নিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

হাতে মাত্র 22 দিন, এই স্কলারশিপ এ এক আবেদনেই মিলবে 50 হাজার টাকা, চটপট দেখে নিন।

Nikon India স্কলারশিপে আবেদনের আরও কিছু তথ্যঃ-
১. এই আবেদন করার জন্য নির্দিষ্ট কোন বয়সসীমা ধার্য করা হয়নি। যে কোন বয়সের শিক্ষার্থীরা এর জন্য আবেদন করতে পারবেন।
২. বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
৩. আরও বিস্তারিত তথ্য জানতে হলে nikonscholarship@buddy4study.com এইখানেই মেল করতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button