Kotak Kanya Scholarship 2023 আবেদনের মাধ্যমে পেয়ে যান ১.৫ লক্ষ টাকা।

ভারতের এক নামকরা কোম্পানি Kotak Mahindra Group এর অন্তর্গত Kotak Education Foundation এর মাধ্যমে দেশের পড়ুয়াদের ১.৫ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে। এই স্কলারশিপ প্রদান করার মূল উদ্দেশ্য হল মেধাবী সকল পড়ুয়াদের পড়াশুনা যাতে আর্থিক অভাবের জন্য বন্ধ না হয়ে যায় সেই দিক নিশ্চিত করা। জেনে রাখা ভাল এই স্কলারশিপের সুবিধা শুধুমাত্র দেশের মেয়েরা পেতে চলেছে।

Kotak Kanya Scholarship পে আবেদন করবেন কীভাবে।

Kotak Kanya Scholarship ২০২৩ এর মাধ্যমে দেশের সকল মেয়েদের বার্ষিক ১ লক্ষ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের শেষ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই আর্থিক সাহায্যর কথা ঘোষণা হওয়ার পর থেকে খুশিতে সকল মেয়েরা। এবারে আমরা দেখে নেব আবেদনের পদ্ধতি, যোগ্যতা ও নথি সম্পর্কে জানানো হবে।

হাতে মাত্র 22 দিন, এই স্কলারশিপ এ এক আবেদনেই মিলবে 50 হাজার টাকা, চটপট দেখে নিন।

Kotak Kanya Scholarship আবেদনের যোগ্যতাঃ-
১. এই স্কলারশিপের জন্য মেয়েরাই আবেদন করতে পারবে।
২. ৮৫% নম্বর পেতে হবে দ্বাদশ শ্রেণীতে।
৩. পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজারের কম হতে হবে।
৪. যে কোন স্নাতক কোর্সে পাঠরত হতে হবে।
৫. আবেদনকারি প্রার্থীদের স্নাতকের প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।

Kotak Kanya Scholarship এ আবেদনের নথিপত্রঃ-
১. নিজের দ্বাদশ শ্রেণীর মার্কসিট।
২. পরিচয় পত্র হিসাবে নিজের আধার কার্ড।
৩. পরিবারের আয়ের প্রমানপত্র।
৪. নিজের নামে ব্যাংকের পাসবই।
৫. নিজের বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

Kotak Kanya Scholarship এর আবেদনের প্রক্রিয়াঃ-
১. এই আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
২. Buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. এর পরে নিজের মোবাইল নাম্বার বা জি মেল এর মাধ্যমে আপনাকে নিজেকে রেজিস্টার করতে হবে।

৪. রেজিস্টার করা হয়ে গেলে আপনাকে লগ – ইন করে নিতে হবে।
৫. Kotak Kanya Scholarship অপশন সিলেক্ট করতে হবে।
৬. Start Application অপশনে ক্লিক করতে হবে।
৭. নিজের সকল তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে কোন শিক্ষার্থী কত টাকা পাবেন দেখে নিন।

৮. নিজের নথিপত্র আপলোড করতে হবে।
৯. শর্ত ও নিয়মাবলি ঠিক করে সাবমিট করতে হবে।
১০. নির্ভুলভাবে নিজের সকল তথ্য দিতে হবে। কোন ভুল হলে আবেদন বাতিল করা হতে পারে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment