২০২৪ এ অক্টোবরে মোট ২০ দিন থাকছে সরকারি ছুটি। পশ্চিমবঙ্গে সরকারী ছুটির তালিকা (West Bengal Holiday List 2024) প্রকাশ করল নবান্ন। দেখুন পুর্নাঙ্গ ছুটির তালিকা।
West Bengal Holiday List 2024 for Government Employees
রাজ্য সরকারি কর্মীদের জন্য পাওয়া গেল এক দারুণ সুখবর। এবছর অক্টোবর মাস তো শেষ। দুর্গোৎসবের কারণে গত মাসে লম্বা ছুটি কাটিয়েছেন সমস্ত সরকারি চাকরিজীবীরা। এখন পড়ে গেছে নভেম্বর। যদিও এই মাসেও রয়েছে কালীপূজা, ভাইফোঁটা, ছট পূজা, গুরু নানক জন্মতিথি সহ একগুচ্ছ উৎসব। যার জেরে এমাসেরও প্রায় অর্ধেক জুড়ে ছুটি থাকতে চলেছে বিভিন্ন সরকারি কার্যালয়গুলি।
কিন্তু এই উৎসবের আমেজ ফুরানোর আগেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের জন্য প্রকাশ করল পরের বছরের অক্টোবর মাসের ছুটির তালিকা তথা Holiday List 2024. আর এই তালিকা অনুসারে দেখা যাচ্ছে পরের বছর অক্টোবর মাসে একটানা ২০ দিন ছুটি থাকতে চলেছে রাজ্য সরকারি বিভিন্ন অফিস গুলি। অর্থাৎ লম্বা ছুটি। যার কারনে এ বছরের উৎসবের আমেজের মধ্যেই আরো বেশি আনন্দের সঞ্চার হল সরকারি কর্মচারীদের মনে।
Holiday List 2024
প্রতিবছরই নভেম্বর মাসে নবান্নের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কার্যালয়গুলির আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এ বছরও আজই পরের বছর অক্টোবর মাসের জন্য এই ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের সাধারণত দুটি বিভাগে ছুটি দেওয়া হয়। প্রথম ছুটি টি হল Negotiable Instrument Act অনুযায়ী। ভারতের সকল রাজ্যেই এর আওতায় সমস্ত অফিস কাছারি গুলিকে ছুটি দেওয়া হয়ে থাকে। শনি ও রবিবারের ছুটিগুলি এরই অন্তর্ভুক্ত।
দ্বিতীয় যে ছুটিটির কথা বলা হয়েছে সেটি হল রাজ্য সরকারের নিজস্ব অর্ডার অনুযায়ী বিশেষ কিছু ছুটি। যার মধ্যে রয়েছে বিভিন্ন উৎসব অনুযায়ী বিশেষ ছুটি (Holiday List 2024). তবে সব ক্ষেত্রে যে রাজ্যজুড়ে অফিস বন্ধ থাকবে এমনটা নয়, কিছু কিছু স্থানীয় উৎসবের কারণে কেবলমাত্র সেই স্থানেরই কার্যালয় বন্ধ থাকতে পারে।
সরকারী ছুটির লিস্ট
২০২৪ সালের অক্টোবর মাসের জন্য প্রস্তুত তালিকা অনুযায়ী দেখা গেছে মোট ২০ দিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের সমস্ত সরকারি কার্যালয় গুলি। এমাসে কেন্দ্রীয় সরকারের ছুটি রয়েছে মোট ৬ দিন এবং রাজ্য সরকারি ছুটি রয়েছে ৭ দিন। নিচে দেখে নিন এই সমস্ত ছুটির বিস্তারিত তালিকা।
২০২৪ সালের সরকারী ছুটির তালিকা
২০২৪ এ অক্টোবরে কোন ২০ দিন ছুটি থাকবে?
১. বুধবার, ২রা অক্টোবর- গান্ধিজয়ন্তী এবং মহালয়া পড়েছে একই দিনে।
২. শনিবার, ৫ অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
৩. রবিবার, ৬ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
৪. সোমবার, ৭ অক্টোবর- মহা চতুর্থী
৫. মঙ্গলবার, ৮ অক্টোবর- মহা পঞ্চমী
৬. বুধবার, ৯ অক্টোবর- মহাষষ্ঠী।
৭. বৃহস্পতিবার, ১০ অক্টোবর- মহা সপ্তমী।
৮. শুক্রবার, ১১ অক্টোবর- মহাষ্টমী ও মহা নবমী একই দিনে পড়েছে।
৯. শনিবার, ১২ অক্টোবর- বিজয়া দশমী।
১০. রবিবার, ১৩ অক্টোবর- সাপ্তাহিক ছুটি
১১. সোমবার, ১৪ অক্টোবর- দুর্গাপুজো থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত একটানা ছুটি।
১২. মঙ্গলবার, ১৫ অক্টোবর- দুর্গাপুজো থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত একটানা ছুটি।
১৩. বুধবার, ১৬ অক্টোবর- লক্ষ্মীপুজো।
আরও পড়ুন, ছাত্র ছাত্রীদের 5500 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের পড়ুয়ারা আবেদন করবেন কীভাবে?
১৪. বৃহস্পতিবার, ১৭ অক্টোবর এবং
১৫. শুক্রবার, ১৮ অক্টোবর- লক্ষ্মীপুজোর জন্য রাজ্য সরকারি কর্মীদের আরও অতিরিক্ত দুদিন ছুটি।
১৬. শনিবার, ১৯ অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
১৭. রবিবার, ২০ অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
Holiday List 2024
১৮. শনিবার, ২৬ অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
১৯. রবিবার, ২৭ অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
২০. বৃহস্পতিবার, ৩১ অক্টোবর- কালীপুজো।
সম্পূর্ণ তালিকা ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
আরও পড়ুন, দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও চাকরির শুভযোগ।
এরপর নভেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত ভ্রাতৃদ্বিতিয়া উপলক্ষে একটানা ছুটি (Holiday List 2024) থাকতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। ফলে আসন্ন বছরে আরো বেশি ছুটির আনন্দ ভোগ করতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। যার কারণে এখন থেকেই তাদের মন আনন্দে চঞ্চল হয়ে উঠছে।