Bank Account – ব্যাংক একাউন্টের সাথে আপনার নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

বর্তমানে ব্যাংক একাউন্ট বা Bank Account নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর প্রত্যেকটি ব্যক্তিরই ব্যাংক একাউন্ট রয়েছে। বর্তমানে বিভিন্ন স্কলারশিপ কিংবা অন্যান্য প্রকল্পের অনুদান পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদেরও ব্যাংক একাউন্ট থাকে। এছাড়া দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত সকল ব্যক্তিদেরই সরকারি প্রকল্প পাওয়ার জন্য একটি ব্যাংক একাউন্টের প্রয়োজন হয়।

Advertisement

How to Change Your Bank Account Phone Number

ব্যাংক একাউন্টের বা Bank Account সাথে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি লিংক করাতে হয়। তার কারণ যাতে টাকা ট্রানজেকশনের পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যেতে পারে। যার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন কত টাকা আপনি তুললেন বা কত টাকা আপনার একাউন্টে অ্যাড হল। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ।

Advertisement

তবে যদি কোন কারনে আপনার মোবাইল ফোনটি হারিয়ে যায় কিংবা কোন কারণবশত আপনার নাম্বার পরিবর্তন করতে হয় তাহলে আপনার নতুন নাম্বারটি কিভাবে ব্যাংক একাউন্টের বা Bank Account সঙ্গে সংযুক্ত করবেন সেই পদ্ধতি জানাবো আজকের এই প্রতিবেদনে। প্রায় সব ব্যাঙ্ক এই পদ্ধতিগুলি এক। তবে এখানে শুধুমাত্র (SBI) ব্যাংক এর মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, ATM এর মাধ্যমে মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি জানানো হলো।

আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেও নাম্বার চেঞ্জ করতে পারেন এছাড়া ব্যাংকে গিয়ে ব্যাংক আধিকারিকের সামনেও নাম্বার পরিবর্তন করতে পারেন। আপনি যদি ঘরে বসে আপনার SBI অ্যাকাউন্টে বা Bank Account মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে আপনি নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারেন। এর জন্য নীচের স্টেপগুলি ফলো করতে হবে

১) SBI-এর অফিসিয়াল নেট ব্যাঙ্কিং ওয়েবসাইট এ প্রবেশ করুন।
২) পার্সোনাল ব্যাঙ্কিং অপশনে login করুন। login করার পরে, আপনাকে ‘Profile‘ সেকশনে যেতে হবে।
৩) তারপর আপনাকে ‘Personal Details‘ অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর মোবাইল নাম্বার চেঞ্জ এর অপশনে ক্লিক করতে হবে।
৫) পরের স্ক্রিনে আপনাকে নতুন মোবাইল নাম্বার দিতে বলা হবে। একবার হয়ে গেলে ‘OK’ তে ক্লিক করুন।

তারপর আপনার মোবাইল নাম্বার টি রেজিস্ট্রার হবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথা Bank Account সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি রেজিস্ট্রার মোবাইল নাম্বার চেঞ্জ করার বিষয়ে ব্যাঙ্ক থেকে একটি Confirmation মেসেজ পাবেন, এর মাধ্যমে আপনি নিচিত হতে পাড়বেন আপনার রেজিস্ট্রেশানটি কি ঠিক করে হয়েছে না হয়নি জানতে পাড়বেন।

ATM এর মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি

১) প্রথমে আপনার যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট বা Bank Account রয়েছে সেই ATM-এ যান। ধরুন আপনার SBI তে একাউন্ট আছে।
২) ATM-এ SBI ডেবিট কার্ড লিখুন এবং সামনে আসা অপশনগুলির মধ্যে Registration সিলেক্ট করুন।
৩) তারপর আপনার ATM পিন লিখুন।
৪) তারপর আপনি অনেক অপশন দেখতে পাবেন, সেগুলো থেকে ‘Mobile Number Registration‘ অপশনে সিলেক্ট করুন।

৫) তারপর ‘Change Mobile number‘ অপশনটি সিলেক্ট করুন।
৬) আপনার আগের মোবাইল নাম্বারটি লিখুন এবং confirm করুন।
৭) তারপর আপনার দুটি নাম্বারেই OTP যাবে।

৮) তারপরে 4 ঘন্টার মধ্যে 567676 নাম্বারে মেসেজের মাধ্যমে নিম্নলিখিত ফর্ম্যাটে রেফারেন্স নাম্বার এবং OTP পাঠাতে হবে। মেসেজে ACTIVATE IOTP VALUE + REF NUMBER লিখে 567676 নাম্বারে SMS পাঠাতে হবে। ‘IOTP VALUE’ মানে হল OTP যা আপনি আপনার মোবাইলে পাবেন।
৯) একবার SMS পাঠানো হলে, আপনার মোবাইল নাম্বারটি শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট করা হবে।

ব্রাঞ্চ থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি

আপনি যদি আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ করতে চান, তাহলে আপনি নিকটতম SBI শাখায় গিয়ে সেটি করতে পারেন।
প্রথমে নিকটতম SBI শাখায় যান। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন আধার কার্ড, পাসবুক ইত্যাদি নিয়ে যাবেন।
দ্বিতীয়, SBI আধিকারিককে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা Bank Account রেজিস্ট্রার মোবাইল নাম্বার আপডেট করতে বলুন।

আরও পড়ুন, বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani Scheme প্রকল্পে আবেদন করলেই পাবেন

তৃতীয়ত, তারপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে এতে নতুন ফোন নাম্বার সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেইলস লিখতে হবে।
চতুর্থত, আপনার মোবাইল নাম্বার আপডেট করার রিকোয়েস্ট পাঠানোর জন্য এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিন।
পঞ্চমত, ফর্ম জমা দেওয়ার পরে ব্যাঙ্ক আপনাকে SMS বা ইমেলের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে ফোন নাম্বার পরিবর্তন সম্পর্কিত তথ্য পাঠাবে।

Pronam Smart Card (প্রণাম স্মার্ট কার্ড)

উপরে উল্লেখিত তিনটি পদ্ধতির মধ্যে আপনার সুবিধামতো যে কোন একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার নতুন মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে সংযোগ করতে পারবেন খুব সহজেই। ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত না করলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন তাই দ্রুত এই কাজটি সম্পন্ন করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button