Jio Coin: জিও গ্রাহকদের বিরাট সুখবর। রিলায়েন্স জিও কয়েনের ব্যবহার, সুবিধা ও জিও কয়েন কিভাবে উপার্জন করবেন?

বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এর মতো এবার বাজারে এলো জিও কয়েন তথা Jio Coin. এই কয়েন BitCoin, Cryptocurrency এর সাথে অনলাইনে প্রতিযোগিতা করতে সক্ষম। কিভাবে জিও কয়েন পাবেন, কিভাবে ব্যাবহার করবেন, বিস্তারিত জেনে নিন।

How to earn Jio Coin

রিলায়েন্স জিও টেলিকম কোম্পানি দেশের একটি নামকরা টেলিকম কোম্পানি, যেটি জিও সিম এনে সাধারণ মানুষকে অনেক সুবিধা এনে দিয়েছে। সম্প্রতি রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়েছেন, বাজারে আসতে চলেছে জিও কয়েন। এই জিও কয়েনের কথা শোনার পরই আপামর জনসাধারণের মনে একটা কৌতূহল দেখা দিয়েছে। জিও কয়েন ঠিক কি কাজে ব্যবহৃত হবে? এতে কি সুবিধা পাওয়া যাবে? এই সমস্ত তথ্যই থাকছে আজকের এই প্রতিবেদনে।

রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি যখন সর্বপ্রথম বাজারে জিও সিম এনেছিল এবং এত সস্তায় এই সিমের জন্য যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হয়েছিল, তাতে জনসাধারণ জিও টেলিকম কোম্পানিতেই কানেকশন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ এই রিলায়েন্স জিওর সাথেই কানেক্টেড রয়েছেন তাদের মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমানে লাখ লাখ গ্রাহক এই জিও সিম ব্যবহার করেন।

শুধুমাত্র জিও সিম এনেই মুকেশ আম্বানি থেমে থাকেননি, খুব অল্প দামের মধ্যে জিও মোবাইল এনেলছিলেন। এর ফলে যাঁরা এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না, তাদের কাছে এই জিও মোবাইল অনেকটাই সুবিধাজনক হয়ে উঠেছিল। অল্প দামের মধ্যে বিভিন্ন ফিচার সম্পন্ন জিও ফোন অনেকটাই প্রশংসনীয় হয়ে উঠেছিল জনসাধারণের কাছে। সম্প্রতি মুকেশ আম্বানি জানিয়েছেন, এবার জিও সিম বা ফোন নয়, বাজারে আসতে চলেছে Jio Coin.

আরও পড়ুন, PAN Card গ্রাহকদের ৫০০০০ টাকা পাওয়ার সুযোগ দিচ্ছে। কিভাবে আবেদন করবেন জেনে নিন

প্রসঙ্গত, এর আগে বাজারে আসতে দেখা গিয়েছে বিটকয়েন। যেটি খুব জনপ্রিয়তা লাভ করেছিল, তবে এইবার বিটকয়েন কে টেক্কা দিতে আসতে চলেছে রিলায়েন্স জিও কয়েন।

জিও কয়েন ব্যবহার করলে কি সুবিধা পাবেন?

মুকেশ আম্বানি কর্তৃক চালু হওয়া এই জিও কয়েন একটি রিওয়ার্ড-ভিত্তিক টোকেন। যে সমস্ত জিওগ্রাহক জিওর মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করেন, তাঁরা এর বিনিময়ে জিও টোকেন উপার্জন করতে পারবেন। আপনি টোকেন ব্যবহার করার সুযোগ পাবেন রিলায়েন্সের মোবাইল রিচার্জ, রিলায়েন্সের স্টোর, রিলায়েন্স পেট্রোল পাম্প কিংবা জিওমার্টে কেনাকাটার জন্য।

শুধু তাই নয়, এছাড়াও, একজন ব্যক্তি JioSphere ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করেও এই টোকেনগুলি উপার্জন করতে পারবেন। এই সিস্টেমটি ব্যবহার করে ব্লকচেইন প্রযুক্তি। ব্যবহারকারীরা JioCoin-এর মাধ্যমে একাধিক সুবিধা যেমন, যেমন রিওয়ার্ড রিডিম করতে পারবেন। Jio Coin থাকলে এছাড়াও জিওর তরফ থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকমের অফার।

জিও কয়েনের ব্যাবহার

আপনি যদি জিও কয়েন ব্যবহার করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম রিলায়েন্সের অ্যাপ পরিষেবাগুলির সাথে সংযুক্ত হতে হবে। এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন মোবাইলের গুগল প্লে স্টোরে। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাকে। আপনি খুব সহজেই এখানে আপনার ওয়ালেট তৈরি করে নিতে পারবেন। ওয়ালেট তৈরি হয়ে গেলে আপনাকে একটি নিজের প্রোফাইল খুলতে হবে। এরপরে প্রোফাইলে যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে, তা পরপর মেনে চললেই আপনি এই জিও টোকেন ব্যবহার করে রিলায়েন্স পরিষেবাগুলি পেতে পারবেন খুব সহজেই।

আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই পদ্ধতিতে জিও কয়েন ব্যবহার করে বিভিন্ন জায়গায় সুবিধা পেতে পারবেন, এর ফলে আপনার অনেকটাই পকেটের চাপ কমবে।