কেন্দ্রীয় সরকারের সব থেকে অভিনব প্রকল্পের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী প্রকল্প একটু অন্যতম উদ্যোগ। দেশের নিম্নদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রত্যেক দিনের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রেশন প্রকল্প চালু করা হয়েছে। পারিবারিক আয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড হয় এবং সেই Ration Card অনুযায়ী খাদ্যদ্রব্য দেওয়া হয় রেশন গ্রাহকদের। এই খাদ্যদ্রব্যের পরিমাণ বিশেষ কোন উৎসব বা পার্বণে অনেকটাই বেশি পরিমাণে করা হয় অথবা অতিরিক্ত কিছু দ্রব্য রেশনে দেওয়া হয়ে থাকে। এমনই বিশেষ দ্রব্য দেওয়া হবে রেশন গ্রাহকদের।
রমজান মাসে বিনামূল্যে রেশন সামগ্রীর তালিকা
জানা যাচ্ছে, রমজান মাস উপলক্ষে রেশন গ্রাহকদের অতিরিক্ত খাদ্যদ্রব্য দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ময়দা, চিনি ও ছোলা। ইতিমধ্যে এই নিয়ে রাজ্য সরকারের সাথে একটি বৈঠক হয়ে গিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের। এই বৈঠকে ঠিক করা হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত ৬ কোটি রেশন গ্রাহককে রাজ্য সরকার Free ration তথা ভর্তুকি দিয়ে এই খাদ্যসামগ্রী দেবে।
খাদ্য সুরক্ষা দপ্তরের খাদ্য সামগ্রী তালিকা অনুযায়ী (Free Ration Items List) প্রত্যেক রেশন গ্রাহক পরিবারকে এক দফায় এক কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে, এজন্য মোট কত পরিমান খাদ্য সামগ্রী দরকার পড়বে, অতিরিক্ত দ্রব্যের জন্য সেই তালিকা ৩০ শে জানুয়ারির মধ্যেই রেশন ডিলারশিপদের e-POS যন্ত্রের মাধ্যমে অনলাইনে রাজ্য খাদ্যদপ্তরকে জানিয়ে দিতে হবে।
রমজান উপলক্ষ্যে বাড়তি রেশন সামগ্রী দেবে
রমজান মাস উপলক্ষে স্পেশাল যে প্যাকেজ সিস্টেম করা হয়েছে অতিরিক্ত রেশন সামগ্রীর, সেই খাদ্য সামগ্রী কত দামে দেওয়া হবে সেই ব্যাপারে এখনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে।
প্রসঙ্গত, বিক্রয় মূল্য কত করে হবে সেই সম্পর্কে স্পষ্ট বার্তা না দেওয়া হলে ডিলারদের পক্ষে এই ব্যাপারে বোঝাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, এজন্যই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে চিঠি দিয়ে এই ব্যাপারে আলোকপাত করার জন্য উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন, আধার কার্ড থাকলেই পাবেন 10000 টাকা। সরকারের নতুন প্রকল্প। আবেদন পদ্ধতি দেখে নিন
অন্যদিকে, কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া ইতিমধ্যে কলকাতার একটি হোটেলে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য খাদ্যদপ্তর, এফসিআই এবং সিডব্লুসি আধিকারিকরা। রেশনের খাদ্য সামগ্রী ঠিকঠাক মতন ভাবে গ্রাহকদের কাছে সরবরাহ হচ্ছে কিনা এবং যাতে সুষ্ঠুভাবে পরিচালনা ব্যবস্থা হয় এ সমস্ত ব্যাপারে আলোচনা উঠে এসেছে বৈঠকে। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য অর্থ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
কেন্দ্রীয় সচিব এই বৈঠকে এটাও স্পষ্ট জানিয়ে দেন, রেশন ডিলারশিপদের কমিশন বৃদ্ধির দায় রাজ্য সরকারের উপরে বর্তাবে। এছাড়া চটের বস্তায় ভরে খাদ্য সামগ্রী সরবরাহ করার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় সচিব। রেশন গ্রাহকরা যাতে Ration Card এর মাধ্যমে সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পেতে পারে এবং খাদ্য সামগ্রী নিয়ে যাতে কোনো রকম কারচুপি না হয় সেদিকে বিশেষ নজর ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছে বৈঠকে।
আরও পড়ুন, PAN Card গ্রাহকদের ৫০০০০ টাকা দিচ্ছে। কিভাবে আবেদন করবেন জেনে নিন
রমজান মাসে রেশনে কি কি দেবে?
যদিও কাধ্য সুরক্ষা দপ্তর এই বিষয়ে সরকারি তালিকা তথা Ration items List এখনও প্রকাশ করেনি, তবে রেশনে নিন্মলখিত সামগ্রী পাওয়া যেতে পারে।
- চাল
- ডাল
- গম/আটা
- চিনি
- তেল
বলা যেতেই পারে, রমজান মাসে রেশন গ্রাহকদের অনেকটাই সুরাহা হতে চলেছে বাজারের থেকে অনেক কম দামে অতিরিক্ত দ্রব্য পাওয়ার জন্য। এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে পরবর্তী প্রতিবেদন গুলো লক্ষ্য রাখুন।