Aadhar Card Biometric – সর্বশান্ত হওয়ার আগে আজই লক করে নিন আধার কার্ড, নইলে যে কোন মুহূর্তে হয়ে যাবেন দেউলিয়া।

Aadhar Card Biometric – আধার কার্ড কীভাবে লক করবেন জানুন সহজ উপায়।

আধার কার্ড (Aadhar Card Biometric) খুবই গুরুত্বপূর্ণ নথি। কিন্ত আপনি জানেন কি আপনার এই আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাংকের টাকা উধাও হয়ে যাচ্ছে। আর আপনি জানতেও পারছেন না। আপনার ফোনে যখন টাকা উধাও এর ম্যাসেজ আসছে ব্যাংক থেকে তখন আপনি জানতে পারছেন বড়ো বিপদ ঘটে গেছে। সঙ্গে সঙ্গে ব্যাংকে দৌড়াচ্ছেন। ব্যাংক থেকে যখন বলছে আঁধার কার্ডের মাধ্যমে টাকা ওঠানো হয়েছে তখন আপনি ভাবছেন কি করে সম্ভব কারণ আপনি তো কোনো টাকা ওঠাননি।

Advertisement

ইতিমধ্যে সাইবার ক্রাইম ঘটনাটির কথা খুব শোনা যাচ্ছে। সাইবার ক্রাইমের মাধ্যমে সরকারি ওযেবসাইট থেকে আধারের বায়োমেট্রিক তথ্য চুরি হচ্ছে। যেহেতু আধার কার্ড (Aadhar Card Biometric) করার সময় আমাদের আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান নেওয়া হয় তাই সরকারি ওয়েবসাইটে এইসমস্ত তথ্য থাকে। ব্যাংক থেকে আমাদের বারবার সতর্ক করা হয় যাতে ব্যাংক ডিটেলস বা OTP নাম্বার কাউকে শেয়ার না করার জন্য। কারণ সাইবার অপরাধীরা এই সব তথ্য থেকেই হ্যাক করে সব টাকা তুলে নেয়।

Advertisement

স্কুল ইউনিফ্রম নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের, সবাইকে নতুন করে স্কুল ড্রেস বনাতে হবে।

কিন্ত এখন দেখা যাচ্ছে সাইবার অপরাধীরা আধার বায়োমেট্রিকেই (Aadhar Card Biometric) টার্গেট করেছেন টাকা উধাও এর জন্য। তারা এর জন্য সিলিকন থাম্ব ব্যাবহার করে সরকারি ওয়েবসাইট কাজে লাগিয়ে বায়োমেট্রিক চুরি করে সব টাকা তুলে নিচ্ছে। এসব থেকেই এসবের জন্য সরকার থেকে আঁধার কার্ড বায়োমেট্রিক লক ব্যাবস্থার কথা জানানো হয়েছে। এতে আপনার আঁধার কার্ড সুরক্ষিত থাকবে। কেউ চাইলেও হ্যাক করে আঁধারের ডেটা ও সংগ্রহ করতে পারবেনা। কারণ লক করলে আঙ্গুলের ছাপ চোখের স্ক্যান কিছুই আর দেখতে পাওয়া যাবে না।

লক অবস্থায় আপনি নিজেও টাকা তুলতে পারবেন না সেক্ষেত্রে আগে আনলক করে নিয়ে তারপর তুলতে হবে। তাই লক অবস্থায় আপনি বা কেউ ব্যাংক বা স্টক মার্কেট কোথাও ব্যাবহার করতে পারবেন না। জানা গেছে পশ্চিমবঙ্গ সহ আরও ৬ টি রাজ্য ও ১ টি কেন্দ্র শাসিত অঞ্চলে ইতিমধ্যে সাইবার ক্রাইম হয়েছে । রাজ্যের পুলিশ তদন্তে নেমেছে সাইবার অপরাধীদের ধরতে। তাই সরকারের তরফে আর্জি জানানো হয়েছে আগেভাগে আপনি নিজের আধার বায়োমেট্রিক (Aadhar Card Biometric) লক করে রাখুন নিজ স্বার্থে।

চলুন দেখে নেওয়া যাক কিভাবে লক করবেনঃ
লক পদ্ধতি ডিজিটাল অ্যাপের মাধ্যমে -১)  UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://udai. gov.in) এবং আপনার আধার এবং OTP দিয়ে লগইন করুন।
২) লগইন করার পর, My Aadhaar-এ লক/আনলক বায়োমেট্রিক্স অপশনে ক্লিক করুন
৩) তারপর অন-স্ক্রীন নির্দেশাবলী অনুসরণ করুন এবং Next এ ক্লিক করুন।
৪)  তারপরে বায়োমেট্রিক্স লক কনফার্ম করুন এবং সেভ করার জন্য Next এ ক্লিক করুন। এর পরে আপনার আধার বায়োমেট্রিক লক হয়ে যাবে।

রাজ্যের শিক্ষকদের গ্রামে বদলির নির্দেশ। অজুহাতে চাকরি বাতিল। শিক্ষকেরা প্রস্তুত আছেন?

লক পদ্ধতি মোবাইল অ্যাপের মাধ্যমেঃ
১) প্রথমে প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন My adhar app
২) অ্যাপ ওপেন করে ভাষা সিলেক্ট করে OTP ক্লিক করে লগ ইন করুন
৩)এবার ড্যাশবোর্ড থেকে নিচে ‘My Aadhaar’ মেনু সিলেক্ট করুন
৪)12 ডিজিটের আধার নম্বর দিন, তারপর একটি OTP পাবেন
৫)একটি নতুন স্ক্রিন খুলে যাবে সেখানে ‘Lock Biometric’ অপশনে ক্লিক করলেই আধার ব্লক হয়ে যাবে

আনলক করবেন কিভাবেঃ
আনলক করার জন্য উপরের পদ্ধতি গুলো স্টেপ বাই স্টেপ করে বায়োমেট্রিক (Aadhar Card Biometric) লক অপশনে ক্লিক না করে বায়োমেট্রিক আনলক অপশনে ক্লিক করতে হবে।
তাহলে আর দেরি না করে আপনার আঁধার কার্ড বায়োমেট্রিক লক আজই করে নিন। আর অজানা সমস্যার হাত থেকে নিজের অ্যাকাউন্ট বাঁচান।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button