ICDS Exam Date – প্রকাশিত হলো অঙ্গনওয়াড়ি পরীক্ষার তারিখ, কোন জেলায়, পরীক্ষা কবে, বিস্তারিত জেনেনিন

ICDS Exam Date: রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর কারণ রাজ্যের একাধিক জেলায় বিপুল শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। আর তার জন্য কিছু দিন আগে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা ভিত্তিক পদের সংখ্যা অনেক রয়েছে চাকরিপ্রার্থীরা তাদের এলাকা ভিত্তিক আবেদন করতে পারবেন।

Advertisement

ICDS Exam Date – অঙ্গনওয়াড়ি পরীক্ষার তারিখ

এবার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi ICDS) ও সহায়িকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বাইরে প্রার্থীদের গ্রামীণ সমাজ ব্যবস্থা, স্থানীয় প্রশাসন এবং বুনিয়াদি শিক্ষার মত বিষয়গুলিতে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

Advertisement

সেই মতন যোগ্যতা সম্পন্ন মহিলারা ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন তারা অপেক্ষা করছেন পরীক্ষার জন্য। অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা নিয়োগ প্রধানত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হয়। সেই মতন প্রথমে প্রার্থীদের ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ইন্টারভিউ অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

এরপর যেসব প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর যোগফল সবচেয়ে বেশি থাকবে সে অনুযায়ী মেরিট লিস্ট বেরোবে। সর্বশেষে মেরিট লিস্ট অনুযায়ী যোগ্য প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় যেসব বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে সেগুলি হল প্রবন্ধ রচনার পাশাপাশি পাটিগণিত, পুষ্টি এবং জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান, রাষ্ট্রীয় পুষ্টি নীতি, টিকাকরণ, নিরাপদ রন্ধন পদ্ধতি, সাধারণ জ্ঞান সহ ইংরেজি বিষয়। প্রত্যেকটি প্রশ্নই থাকবে মাল্টিপল চয়েস ধরনের।

এখনো পর্যন্ত কোন কোন জেলায় আবেদন প্রক্রিয়া চলছে

বাঁকুড়া জেলায় বিপুল পরিমাণ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে। ছুটির দিন ছাড়া যে কোনো সরকারি কাজের দিনে প্রার্থীরা নিজের সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন।

এই জেলায় আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট, ২০২৪। উত্তর ২৪ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য সাম্প্রতিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই জেলায় মোট শূন্যপদের সংখ্যা ৪০২ টি। আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই জেলার মোট ৭৫ টি শূন্যপদে কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই জেলার প্রার্থীরাও অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রেও নির্দিষ্ট পোর্টালে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলে আবেদনের পেজ খুলে যাবে। আগামী ২৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত প্রার্থীরা এই পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন (ICDS Exam Date).

আবেদন প্রক্রিয়া চলার সাথে সাথেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা (ICDS Exam Date 2024) করল জেলা প্রশাসন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে। যে সমস্ত ব্লকের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল এবার সেগুলির পরীক্ষার তারিখ সহ অ্যাডমিট কার্ড প্রকাশ করল জেলা প্রশাসন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত যে সমস্ত সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি (ICDS) কেন্দ্রগুলির জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল সেই পরীক্ষা হবে আগামী ২৫ আগস্ট, ২০২৪ তারিখে। এই পরীক্ষাগুলির জন্য প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ২৪ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন, আধার অফিসে কর্মী নিয়োগ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি দেখেনিন

এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন

সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আবেদনকারী প্রার্থীদের। ডাউনলোড করার সময় আবেদনকারী প্রার্থীকে আবেদন করার সময় প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ সাবমিট করতে হবে। এই দুটি তথ্যই সাবমিট করলেই আপনি স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরিষ্কার কাগজে প্রিন্ট করে নিন। পরীক্ষার দিন পরীক্ষার হলে মনে করে নিয়ে যাবেন।

পরীক্ষার সময়

উল্লেখ্য পরীক্ষাটি আয়োজিত হবে ২৫ আগস্ট তারিখে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। আরো অন্যান্য জেলার পরীক্ষা কবে হবে এবং এডমিট কার্ড কবে প্রকাশিত হবে সেই তথ্য জানতে আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকুন যাতে সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যাতে পারে, এর সাথে আরও অন্যান্য খবর ও পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button