Ladli Behna Scheme – এখন আর 500 দিতে হবেনা সিলিন্ডার পিছু আরো কমে পেয়ে যাবেন রান্নার গ্যাস, সরকারের বড়ো ঘোষণা
Ladli Behna Scheme: বর্তমানে এখন বেশিরভাগ বাড়িতেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেই দেখা যায় অথচ কয়েক বছর আগেই গ্রামের বাড়িগুলো এছাড়া দরিদ্র মধ্যবিত্ত পরিবার গুলোতে কাঠ কয়লা বা কেরোসিন তেলে রান্না করতে দেখা যেত। তবে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা স্কিম চালু করার পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
Ladli Behna Scheme – লাডলি বেহনা যোজনা
কিছুদিন আগেও গ্রামাঞ্চলে কিংবা শহরেও অনেক পরিবার রান্নার জন্য কাঠ কয়লার কিংবা কেরোসিনের উপর নির্ভর করত। এটা যেমন পরিবেশ দূষণ হত তেমন অনেকটা কষ্টসাধ্য ছিল রান্না করা। যাতে দেশের প্রত্যেকটি পরিবার গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন তার জন্য কেন্দ্রীয় সরকার কম দামে ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার প্রদান করেন দেশের মহিলাদের জন্য। যার ফলে এখন প্রত্যেকটি বাড়িতেই এখন গ্যাস সিলিন্ডারে রান্না করতে দেখা যায়।
২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর এই উজ্জ্বলা যোজনা স্কিম চালু করেন। বর্তমানে এই উজ্জ্বলা যোজনা স্কিমের মাধ্যমে অনেক দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার অনেকটা উপকৃত হয়েছেন।
যেখানে জেনারেল ক্যাটাগরির পরিবারের জন্য গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকা হলেও উজ্জলা যোজনার আওতায় থাকা মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয়।
এই ভর্তুকি সেই মহিলাদের ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে জমা হয়। যদিও গ্যাস বুকিং করার সময় সম্পূর্ণ টাকা দিয়ে বুকিং করতে হয় এবং বুকিং হয়ে যাওয়ার পরে ৩০০ টাকা ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়। তাই গ্যাস সিলিন্ডারের মূল্য অনেকটাই কম দিতে হচ্ছে উজ্জ্বলা যোজনার স্কিম বা Scheme এর আওতায় থাকা পরিবারদের। কিছু বছর আগে ও গ্যাস সিলিন্ডার বুকিং করতে গিয়ে মধ্যবিত্ত পরিবারের পকেটে অনেকটাই চাপ পড়তো। তবে সেখান থেকে অনেকটাই মুক্তি পেয়েছে মধ্যবিত্ত পরিবাররা।
তবে আরও দারুন খবর এবার গ্যাস সিলিন্ডারের দাম আরো কমলো। আমজনতার মুখে হাসি ফুটবে আবারো। মাত্র ৪৫০ টাকা মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার বা LPG Gas Cylinder. আর কিছুদিন পরেই উদযাপিত হবে রাখি বন্ধন উৎসব আর এই উৎসবেই আমজনতার মুখে হাসি ফোটাতে মধ্যপ্রদেশ সরকার বিরাট ঘোষণা করলেন। এই ঘোষণার ফলে প্রায় ১.২৯ কোটি মহিলা উপকৃত হবেন। সম্প্রতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ঘোষণা করেছেন, লাডলি বেহনা যোজনার অধীন মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার।
আরও পড়ুন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতিমাসে 3000 টাকা করে পেনশন পান। আবেদন মাত্র টাকা একাউন্টে
জানা যাচ্ছে, সরকারের পক্ষ থেকে যে লাডলি বেহানা যোজনা প্রকল্প বা Ladli Behna Scheme চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্পের আওতায় থাকা মহিলাদের গ্যাস সিলিন্ডের প্রতি ৩৯৮ টাকা ভর্তুকি দেওয়া হবে। যার ফলে সাধারণ জনগণরা যে সিলিন্ডার কিনতে ৮৮৪ টাকা খরচ করবে সেই জায়গায় লাডলি বেহানা যোজনায় আওতায় থাকা মহিলাদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। বাদবাকি ৩৯৮ টাকা মহিলাদের ব্যাংক একাউন্টে সংযুক্ত হয়ে যাবে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে মধ্যপ্রদেশের লাডলি বেহেন যোজনায় অন্তর্গত মহিলাদের মুখে হাসি ফুটেছে! এত কম দামে গ্যাস সিলিন্ডার পাওয়ায় রাজ্যের এই সমস্ত প্রকল্পের (Govt New Scheme) অন্তর্গত মহিলারা মুখ্যমন্ত্রীর প্রতি খুবই সাধুবাদ জানিয়েছেন। কারণ যে হারে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি হয়ে চলেছে তাতে গ্যাস সিলিন্ডার প্রতি দাম কমানোর ফলে মধ্যবিত্তদের পকেটের চাপ অনেকটাই কমবে আশা করা যায়। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.