LPG Gas Booking – রান্নার গ্যাস বুকিং এর নতুন নম্বর, গ্যাস পেতে হলে এই নম্বর এখুনি সেভ করুন।

LPG Gas Booking – গ্যাস সিলিন্ডার বুকিং এ নয়া নিয়ম, সহজেই সেরে ফেলুন এই কাজ।

নিত্যদিন বেড়েই চলেছে প্রয়োজনীয় জিনিসের দাম। তার মধ্যে রান্নার গ্যাস (LPG Gas Booking) অন্যতম। তবে অনেক ক্ষেত্রেই বাড়ছে না বহু চাকরীরত কর্মীর বেতন। বিশেষত, রান্নার গ্যাস সিলিন্ডারেই মাসে হাজার টাকার উপরে খরচ হয়ে যায়। কিন্তু অগত্যা কিনতেই হবে। তাই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে একাদিকে যেমন বেড়েছে lpg সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা, তেমনই বাড়ছে গ্যাস সিলিন্ডারের দামও। সাধারণ মানুষের একটাই চিন্তা আবারও কী বাড়বে রান্নার গ্যাসের দাম? তবে একটা কথা ঠিকই বর্তমানে lpg গ্যাস সিলিন্ডার বুকিং এ যথেষ্ট সুবিধা প্রদান করা হচ্ছে। ফলে সহজেই বুক করা যাবে গ্যাস সিলিন্ডার। এমনকি whatsapp এর মাধ্যমেও বুকিং করা যাবে? কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

2016 সালের 1 মে থেকে চলতি বছরে সাল প্রায় 17 কোটিরও বেশি LPG কানেকশন নিয়েছেন সাধারণ মানুষ। আর এটি সম্ভব হয়েছে বিশেষত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বারা। এই যোজনার মাধ্যমে মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Gas Booking) প্রদানের সুবিধা দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় ভর্তুকির সুবিধাও। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত মহিলাদের বছরে মোট 12 টি সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকির সুবিধা প্রদান করা হচ্ছে। এবার আসা যাক গ্যাস বুকিং এর নিয়ম সম্পর্কে। বর্তমানে এই নিয়মে বড়োসড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার অন্যতম কারণ হল উন্নত তথ্যপ্রযুক্তি।

Advertisement

PNB ব্যাংকে একাউন্ট থাকলেই কেল্লাফতে! আবেদন করলেই পাবেন নগদ 50000 টাকা।

LPG Gas booking through WhatsApp

whatsapp এর মাধ্যমে কীভাবে বুকিং করা যাবে?
বর্তমানে হোয়াটস্অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা কম নয়। 8 থেকে 80 সকলেই এটি ব্যবহার করতে জানেন। তবে অনেকেই জানেন না, কিভাবে এটি মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করা যায়।
যদিও জানিয়ে রাখি, এই প্রক্রিয়ায় শুধুমাত্র Indane Gas বুক করা সম্ভব।
১) নিজের ফোনে 7588888824 নম্বরটি সেভ করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর (LPG Gas Booking) থেকে চ্যাট উইন্ডো ওপেন করে সেখানে REFILL লিখে সেন্ড করতে হবে। আর কিছু লিখতে হবে না। এইটুকু করলেই বুকিং হয়ে যাবে।

অনেকেরই মনে সন্দেহ থাকে। আদৌ ঠিকঠাক বুক হল কিনা। সেটিও চেক করতে পারবেন। তার জন্য ছোট্ট একটি পদ্ধতি ফলো করতে হবে।
বুকিং স্টেটাস জানার জন্য কী করতে হবে?
এরজন্য প্রথমে ওই একই চ্যাট উইন্ডো, সেটি থেকে বুকিং এর জন্য মেসেজ পাঠানো হয়েছিল, তা পুনরায় ওপেন করতে হবে।এরপর Status# লিখে সেন্ড করতে হবে। ব্যস। তাহলেই জানা যাবে সিলিন্ডার বুকিং হয়েছে কিনা। পাশাপাশি জানা যাবে বুকিং নম্বরটিও।

PNB (পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক)

বর্তমানে কলকাতায় 14.2 কেজি রান্নার রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Booking) দাম 1129 টাকা। তবে গ্যাস সিলিন্ডারের কানেকশন যাতে সকলে নিতে পারেন তার জন্য আরো একটি সুবিধা প্রদান করা হয়েছে। তা হল ব্যক্তি চাইলে 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার বা 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কেনার পরিবর্তে 5 কিলোর সিলিন্ডারও কিনতে পারবেন। এই বিষয়ে বিশদে জানতে হলে গ্যাস অফিসে গিয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

কমে গেল তেলের দাম। সর্ষের তেল, রাইস তেল ও রিফাইন্ড তেলের দাম জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button