Pan Card – আধার কার্ড দিয়ে বাড়ি বসে বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট প্যান কার্ড। দেখে নিন সহজ পদ্ধতি।

প্যান কার্ড তথা Pan Card খুবই গুরুত্বপূর্ণ নথি। প‍্যান কার্ড হল আয়কর দফতর দ্বারা নির্বাচিতবিশেষ জাতীয় শংসাপত্র যার দ্বারা প্রত‍্যেক ভারতীয়কে একটি 10 অক্ষরের পৃথক পৃথক আইডেন্টিটি নম্বর প্রদান করা হয়। বিশেষ করে ব্যাংকের কাজে, অফিসিয়াল কাজে এছাড়া চাকরির ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজনীয় ডকুমেন্ট। ভারতীয় নাগরিক হিসাবে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বিশেষ ভূমিকা পালন করে তেমনি প্যান কার্ড বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Instant Pan Card Apply Online in 2024

আবশ‍্যিকভাবেই অধিকাংশ নাগরিকেরই আছে, পাশাপাশি Pan Card এর দরকারও বিশেষ উল্লেখযোগ্য। আপনার যদি এখনো প্যান কার্ড না করে থাকেন তাহলে দ্রুত প্যান কার্ডের জন্য আবেদন করে ফেলুন। সরকারি ও বেসরকারি যে কাজই হোক প্যান কার্ড ছাড়া আপনি সমস্যায় পড়বেন। এমনকি ব্যাংকের কোনো কাজই সম্পন্ন হবেনা। তাই যদি এখনো প্যান না করে থাকেন নিম্ন লিখিত পদ্ধতিতে প্যান কার্ড খুব সহজেই অনলাইনে বাড়িতে বসে বানিয়ে ফেলুন।

  • যোগ্যতা
  • আবেদন পদ্ধতি

যোগ্যতা

১) একজন ভারতীয় নাগরিককে প‍্যান কার্ড তথা Pan Card এ আবেদনের জন‍‍্য সর্বপ্রথম তাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে,
২) আবেদনকারীর বয়স 18 এর বেশী হতে হবে। অর্থাৎ ভোটার কার্ডের সাথে সাথেই প্যান কার্ডের আবেদন করতে পারবেন। কারণ ভোটার কার্ড ও 18 বছর হলেই করতে হয়।
(৩) আবেদনকারীর আধার কার্ড অবশ্যই থাকতে হবে এবং আধারের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকতে হবে।

(৪) কোনো ব্যক্তি আগে যদি Pan Card থেকে থাকে তিনি পরে আর কোনো দ্বিতীয় প্যান কার্ড এর জন্য আবেদন করতে পারবেন না। তবে যদি কোনো ব্যক্তির প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তিনি আবার যদি প‍্যান কার্ডের জন‍্য আবেদন করেন সেক্ষেত্রে আয়কর আইন 1961 এর ধারা 272B(1) অনুযায়ী করদাতার উপর জরিমানা নেওয়া হবে।

রেশন কার্ড থাকলে নগদ টাকা পাবে গ্রাহকরা।

আবেদন পদ্ধতি

১. প্রথমে আপনাকে অনলাইনেই আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
তারপর ফাইলিং সাইটটি খুলতে হবে।
২) হোমপেজে নিচের দিকে থাকা “Instant Pan” অপশনে ক্লিক করুন।
৩) পৃষ্ঠা খুলে গেলে আপনি এখানে দুটি অপশন পাবেন – “Get new e – pan” ও “check/download pan”।

৪) পরপর থাকা অপশন গুলি পড়ুন ও 12 অক্ষরের আধার নম্বর লিখুন।
৫) এরপর assurre করলে আপনাকে অন্য একটি পেজ খুলবে সেখানে আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত ফোন নম্বরে আসা ওটিপি লিখতে হবে।
৬) OTP দিয়ে এরপর ‘Validate Aadhaar OTP and Continue’ অপশনে ক্লিক করুন।

Residential Certificate (স্থায়ী বাসিন্দা পরিচয়পত্র)

৭) পরবর্তী ধাপে আপনার ইমেইল আইডি সাবমিট করতে হবে ও রেজিস্টারড আইডিতে একটি OTP আসবে। এরপর OTP টি টাইপ করে Validate Email ID’ অপশনে ক্লিক করুন।
৮) আপনার আধার নম্বর দেখতে পেলে সেটায় সাবমিট করে প‍্যান কার্ডের বর্তমান স্ট‍্যাটাস চেক করতে পারেন।

খুব সহজেই আপনি আধার নম্বর দিয়ে অনলাইনে Pan Card আবেদন করতে পারবেন। আবেদন করার কিছুদিন পরেই আপনার বাড়িতে প্যান কার্ড এসে যাবে। যদিও আগে প্যান কার্ডের আবেদনের 10 থেকে 15 দিন সময় লাগতো প্যান কার্ড আসতে। তবে এখন আয়কর বিভাগের জন্য কয়েকদিনের মধ্যেই এসে যায়।

নতুন বছরে বাড়তি রেশন! কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে? জেনে নিন।

তাই আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবেনা সেই সাথে কোনো প্যান কার্ড অফিসে গিয়েও বসে থাকতে হবেনা। কোনো অফিসিয়াল দরকারে কিংবা আপনার প্যান কার্ড না থেকে থাকলে দ্রুত আবেদন করে ফেলুন। মূল্যবান একটি ডকুমেন্ট ছাড়া আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। এই ধরনের বিশেষ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment