Ration Card – রেশন কার্ড থাকলে নগদ টাকা পাবে গ্রাহকরা।

রেশন কার্ড বা Ration Card নেই এমন ব্যক্তি দেখা যায়না। প্রত্যেক ব্যক্তিকেই রেশন কার্ড বানাতে হয়। সে তারা এর মাধ্যমে খাদ্যসামগ্রী (Ration Items) নিক বা না নিক। আর এই রেশন কার্ড থাকলেই আপনি পেয়ে যাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সুবিধা। রাজ্য সরকার প্রতিটি পরিবার পিছু ৬০০০ টাকা দেবে। ১৬ ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে রাজ্য সরকার তরফে।

Good News For Ration Card Holders.

তবে এই অর্থ Ration Card এর মাধ্যমে সরকারের কাছ থেকে পেতে গেলে আপনাকে কিছু একটা কাজ আগে করতে হবে। আর সেটা খুব সহজ পদ্ধতিতে আপনি এই সরকারি সুবিধা পেয়ে যাবেন। কেন এই অর্থ প্রদান করা হচ্ছে – বর্ষাকালে বৃষ্টিপাত হলেও বছরের বেশিরভাগ সময় বিভিন্ন রাজ্যে অল্প বিস্তর বৃষ্টিপাত হয়। আর অনেকসময় নিম্নচাপ ও ঝড়ের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে হয় উপকূলবর্তী মানুষদের।

তেমনই শীত ঋতুতে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যেই মরশুমি বৃষ্টিপাত হয়। তবে এবার এবছর বৃষ্টির পাশাপাশি ঘুর্ণিঝড় মিগজাউম এর তান্ডবও ঘটে গিয়েছে। মিগজাউম সাইক্লোন গত মাসেই শীতের শুরুতে আছড়ে পড়েছিল তামিলনাড়ুতে। প্রাকৃতিক সামুদ্রিক ঘূর্ণিঝড় ও সেই সাথে প্রবল বৃষ্টি ও বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা (Ration Card).

মানুষের বসবাসের ঠিকানাটাই আর নেই। সেই সকল জেলাতেই ত্রাণ সামগ্রীর পাশাপাশি আর্থিক সহায়তা করার কথা ভেবেছেন তামিলনাড়ু সরকার (Government Of Tamilnadu). তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (CM M.K Stalin) জানিয়েছেন দুর্যোগের কারণে বিপর্যস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার পিছু ৬০০০ টাকা দেওয়া হবে। তবে এর জন্য পরিবার গুলোর Ration Card থাকতে হবে আর সেই রেশন কার্ড (Ration Card Holders) দেখিয়ে একটি করে টোকেন সংগ্রহ করতে হবে সেই পরিবারের ব্যক্তিদের।

প্রত্যেকটি ঝড়ের কারণে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তাতে যে রাজ্যে ঝড়ের ল্যান্ডফল হয় সেই রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ফলে অনেক বাড়ি ঘর দোকান উড়ে যাওয়ার মতন অবস্থা হয় সেই সাথে ভেঙে পড়ে একাধিক ঘর বাড়ি। তাই সেই সব বিধ্বস্ত এলাকা গুলোতে ত্রাণ সামগ্রী দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তেমনই তামিলনাড়ুর উপর ঘটে যাওয়া মিগজাউম ঝড়ের ফলে উপকূলবর্তী প্রত্যেকটি পরিবারকে ক্ষয়ক্ষতির জন্য ৬০০০ টাকা সাহায্য করবে তামিলনাড়ু সরকার (Ration Card).

Residential Certificate (স্থায়ী বাসিন্দা পরিচয়পত্র)

এছাড়া ত্রাণ হিসেবে তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই ১৭ কোটি ৮০ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিলি করেছে তামিলনাড়ু সরকার (Ration Card). এর মধ্যে রয়েছে শুকনো খাবার জাতীয় দ্রব্য যেমন ৪ লক্ষ কেজির ওপরে চাল, ১০ লাখের বেশি পানীয় জলের বটল, ১৩ লক্ষের বেশি বিস্কুটের প্যাকেট, ২৩ হাজার কেজির ওপরে ডাল ও প্রায় ৩ লাখের মতো পাউরুটির প্যাকেট। এগুলো দিয়ে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার অনেকটাই সুবিধা পেয়েছেন।

এছাড়া সরকার তরফে যে ৬০০০ টাকা দেওয়া হবে পরিবার পিছু তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই জন্য সরকারের তরফে টোকেন ব্যাবস্থা করা হয়েছে। সরকারের এই অর্থ সাহায্য পেতে হলে পরিবারের ব্যক্তিদের Ration Card দেখিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। ১৬ই ডিসেম্বর থেকে টোকেন বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে অর্থ বিতরণ কর্মসূচী শুরু হয়ে যাবে বলে রাজ্য সরকার তরফে জানা যাচ্ছে।
Written by Shampa Debnath.

ভোটের কথা মাথায় রেখে চালের দাম কমালো মোদী সরকার। কত টাকা কমবে?

Leave a Comment