Jio Recharge Plan – জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন 4 টাকার রিচার্জে পাবেন আনলিমিটেড ডেটা।

Jio Recharge Plan – জানুন কীভাবে পাবেন?

ভারতীয় টেলিকম সেক্টরে মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio Recharge Plan) আসার পর থেকেই ভারতীয় টেলিকম সেক্টরে ওঠে প্রতিযোগিতার তুমুল ঝড়। তারপর থেকেই সমস্ত টেলিকম সংস্থা গ্রাহকদের নিজেদের দিকে টানার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সমস্ত টেলিকম সংস্থা গ্রাহকদের নিজেদের দুর্দান্ত প্ল্যান এবং এক্সট্রা পরিষেবা দিয়ে নিজেদের দিকে টানতে চায়। কিন্তু এক্সট্রা পরিষেবা দেওয়ার দিক থেকে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ভারতের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে। রিলায়েন্স জিওর গ্রাহকদের মধ্যে আলাদাই একটা পরিচিত রয়েছে। জিও তার সমস্ত গ্রাহকদের সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে।

Advertisement

ভারতের সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা তার গ্রাহকদের জন্য ৩৩৬ দিন মেয়াদের একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে। শুধুমাত্র প্রিপেইড ইউজারদের জন্যই জিওর এই রিচার্জ প্ল্যানটি। গ্রাহকেরা জিওর এই রিচার্জ প্ল্যানে নানান সুবিধা পাবেন, জিওর এ প্লেনে গ্রাহকেরা ভয়েস কলিং ডেটা এসএমএস সবকিছুর সুবিধা পাবেন। জিওর আরও নানান প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে কিন্তু জিওর এই রিচার্জ প্ল্যানটি ভিন্ন এবং গ্রাহকদের জন্য বেশি সাশ্রয়ী।

Advertisement

পুজোর আগেই সোনার দামের বিরাট পতন, বাজারের চেয়ে সস্তায় সোনা বেচবে সরকার, মাত্র 5 দিন থাকবে এই অফার।

আপনার যদি প্রতিদিনের ডেটা প্রতিদিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে রিলায়েন্স জিওর (Jio Recharge Plan) এই প্ল্যানটি আপনার জন্য খুবই উপকারী। জিও তার এই প্ল্যানটিতে গ্রাহকদের প্রতিদিন মাত্র চার টাকায় আনলিমিটেড 5g ডেটা ৩৩৬ দিনের জন্য দিচ্ছে। জিওর এই রিচার্জ প্ল্যানটির মূল্য মাত্রা ১৫৫৯ টাকা। জিওর এই প্রিপেইড প্ল্যানটি অনেকের কাছেই খুবই জনপ্রিয় একটি রিচার্জ প্ল্যান। আপনিও যদি একটি দীর্ঘ বৈধতা সম্পন্ন সস্তার একটি রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন তাহলে দিও এর এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

জিওর ১৫৫৯ টাকা মূল্যের প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য
এবার জিওর ১৫৫৯ টাকা মূল্যের প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। জিওর (Jio Recharge Plan) এই ১৫৫৯ টাকা মূল্যের প্ল্যানটির বৈধতা ৩৩৬ দিন যা প্রায় এক বছরের সমান। ৩৩৬ দিনের জন্য জিওর এই ১৫৫৯ টাকা মূল্যের প্ল্যানটি রিচার্জ করলে প্রতিদিন আপনার খরচ হবে মাত্র ৪ টাকা। জিওর এই প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কলিং এবং ৩৬০০ টি এসএমএসের সুবিধা পাবেন অর্থাৎ আপনি প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা পাবেন।

এছাড়াও আপনি জিওর এই প্ল্যানটিতে ২৪ জিবি বাল্ক ডেটাও পাবেন। জিওর এই প্ল্যানটিতে আপনার ডাটা শেষ হয়ে গেল ৬৪ কেবিপিএস(kbps) গতিতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিওর এই রিচার্জ প্ল্যানটিতে আপনি জিও টিভি (Jio TV), জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

ভারতের 6টি নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ। এই ব্যাংকে টাকা রাখলে জীবনেও মার যাবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button