Jio দিওয়ালী ধামাকা অফার, জলের দরে 5G স্মার্ট ফোন, ভাইফোঁটা অব্দি থাকছে এই অফার।
Jio Smart Phone Offer.
ডিজিটাল যুগে সবাই স্মার্ট ফোন ব্যাবহার করতেই অভ্যস্ত। সেখানে Jio এখনও আগেকার কি প্যাড যুক্ত ফোনে নিত্য নতুন ফিচার আনছেন। এর আগেও জিও ভারত ফোন এনেছিলেন মাত্র ৯৯৯ টাকায়। আর এবারেও এমন একটি ফোন আনতে চলেছেন যেটির মধ্যে স্মার্ট ফোনের মতন সব রকম সুবিধা পাওয়া যাবে। দেখা যাবে টিভি আর টিভি থাকা মানেই দেখা যাবে IPL.
ইকোনমিক টাইমস থেকে জানা যায়, Jio-র ডিভাইস ডিভিশনের প্রধান সুনীল দত্ত বলেছেন আগের ৯৯৯ টাকার Jio ভারত ফোনের নতুন সংস্করণ নিয়ে কাজ করছেন তারা। এর জন্য লাভা, নোকিয়া, আইটেল-এর মতো ব্র্যান্ডেকেও নিজেদের সাথে যুক্ত করছে জিও।
চলতি মাসে টানা 6 দিন বন্ধ থাকবে ব্যাংক, আজই সারুন সব কাজ, নইলে পস্তাবেন।
এখনো দেশের প্রচুর মানুষ প্রায় ২৫ কোটি মানুষ বর্তমানে ২জি নেটওয়ার্ক ব্যবহার করেন। তার কারণ কিছুটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে বলে স্মার্ট ফোন কেনায় অক্ষম। আবার কেউ স্মার্ট ফোন চালানোর ভয়ে কেনেনা। সেই ২জি ব্যবহারকারীদের ৪জি নেটওয়ার্কে নিয়ে আসার জন্যেই এই নতুন ফোন আনার বিষয়ে পরিকল্পনা করছে জিও।
যাতে সব মানুষ কি প্যাড ফোনেও স্মার্ট ফোনের সকল সুবিধা গুলো পেতে পারে। অনেক ব্যক্তির স্মার্ট ফোনের মতই ফোনে টিভি, ক্যামেরা, পেমেন্ট সেকশন এগুলো পেতে ইচ্ছে করে। আর এই নয়া কি প্যাড ফোন সেই সকল সুবিধা একসঙ্গে পাওয়া যাবে। আর এই ফোনের দাম হবে সহজলভ্য। যাতে সব ধরনের মানুষ কিনতে পারে।
কি নাম এই ফোনের সাথে মূল্যই বা কতঃ
এই নয়া ফোনের নাম হবে Jio প্রাইমা। এর দাম পড়বে ২৫৯৯ টাকা।
কি কি সুবিধা থাকছে এই Jio ফোনেঃ
এই ফোন থাকবে ইউ পি আই পেমেন্টের সুবিধা। এখন প্রতিটি দোকান হোক সে ছোট্ট থেকে বড়ো তাতে অনলাইন পেমেন্টের সুবিধা থাকে। আর অনলাইন পেমেন্ট করা সুবিধাজনক। তাই এই নয়া ফোনেও থাকবে সেই সুযোগ।
এই ফোনের স্ক্রিনেই ফুটে উঠবে ৪৫০টি টিভি চ্যানেল। তাতেই ফ্রিতে দেখা যাবে আইপিএল। এছাড়া যেসব ক্ষেত্রে টাকা দিয়ে কন্টেন্ট দেখতে হয়, তার খরচ এই জিও-র ফোনে ৩০ শতাংশ কম হবে।
ক্যামেরা দিয়ে তোলা যাবে ছবি। এখন কোনো মানুষ যেখানেই যাক সেখানকার স্মৃতি ছোট্ট ক্যামেরায় ধরে রাখতে চান। কিন্ত কি প্যাড ফোনে সেই সুবিধা না থাকায় অনেকেই ইচ্ছে থাকা সত্বেও পিকচার তুলতে পারেন না। এবার সেই ইচ্ছে পূরণ হবে। এই নয়া ফোন থাকবে ক্যামেরাও।
এছাড়া করা যাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ।
জিও-র তরফে জানানো হয়েছে এই ফোনে ৮৬৬ টাকার প্ল্যান ভরালে ৮৪ দিনের জন্য তা ভ্যালিড থাকবে। সেই প্ল্যানে মিলবে ৫জি স্পিড ইন্টারনেট। রোজ ২ জিবি করে নেট পাওয়া যাবে। ৩ মাসের সুইগি ওয়াল লাইট সাবস্ক্রিপশন ফ্রি থাকবে সঙ্গে। তাছাড়া বিনামূল্যে সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে।
এই নিয়ে জিও ভারত ৪ টি মডেল আনলো। এর আগে গত মাসেই জিও-র তরফে জিও ভারত বি১ ফোন বাজারে আনা হয়েছিল। সেই ফোনের স্ক্রিন ছিল২.৪ ইঞ্চির। ফোনের দাম রাখা হয়েছিল ১২৯৯ টাকা। সেই ফোনের ব্যাটারি ছিল ২০০০ mAh। জিও পে আছে তাতে। এছাড়া আরও কিছু অ্যাপ ইনস্টল করা ছিল আগে থেকেই। তা দিয়ে ইউপিআই পেমেন্ট করা যায়।
এর আগে জিও ফোন ২, জিও ফোন নেক্সট, জিও ভারত ভি২ বাজারে আনা হয়েছিল। এবার এর থেকেও আধুনিক বোতাম টেপা ফোন জিও প্রাইমা বাজারে আনবে জিও। আগামীতে আরও নতনরূপে জিও ভারত ফোন আসবে জিও কর্তা সুনীল দত্ত বলেছেন।
Written by Shampa Debnath.
ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত বাড়ছে বেতন?