অবিবাহিত কাপলরা হুঁশিয়ার! OYO Rooms এ মস্তির দিন শেষ, চালু হল নতুন নিয়ম।

OYO Room Booking New Rules.

বাড়ি থেকে বাইরে কোথাও ঘুরতে গেলেই হোটেলই হয়ে ওঠে কিছুদিনের জন্য বাড়ির মতন। তেমনি OYO Rooms হলো অনেকেরই পছন্দের হোটেল। কারণ অনেক স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যায় এই হোটেল। এছাড়াও পাহাড়, সমুদ্র সব জায়গাতেই খুব সহজেই এই হোটেল বুক করা যায়। কিন্ত আগে এই হোটেল অনেকেরই পছন্দের লিস্টে থাকলেও বর্তমানে এই হোটেল কে অতটা কেউ পছন্দ করেননা। আগের সেই রমরমা ব্যবসা আর নেই।

Advertisement

এখন OYO নাম শুনলেই সবার চোখে মুখে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। কেউ এই হোটেল বুক করলেই তার মধ্যে রহস্যের সন্ধান করে অনেকেই। কারণ OYO হোটেল মানেই দেহ ব্যাবসা, প্রেমিক প্রেমিকার অবৈধ শারীরিক সম্পর্ককেই তুলে ধরে। এই হোটেল নিয়ে অনেকের মুখে বিতর্কিত মতামত শোনা যাচ্ছে। কোনো বৈধ স্বামী স্ত্রী এই হোটেল বুক করতে গিয়েও পিছিয়ে আসছে। মূলত এই OYO এখন কপোত কপোতীদের শারীরিক বিনোদনের জায়গায় পরিণত হয়েছে।

Advertisement

চলতি মাসে টানা 6 দিন বন্ধ থাকবে ব্যাংক, আজই সারুন সব কাজ, নইলে পস্তাবেন।

যে সকল হোটেল গুলো OYO সাথে যুক্ত তারাও কোনো নজরদারি না করে পর্যটকের সম্পূর্ণ বিবরণ না নিয়ে এছাড়া কোনো আইডেন্টিটি প্রুভ না নিয়েই তাদের বাস করতে দিচ্ছে হোটেলে। এরফলে যারা পরিবার নিয়ে হোটেলে উঠতে যায় কিংবা কোনো স্বামী স্ত্রী এই হোটেলকে বয়কট করেই চলে।

কিন্ত প্রশাসন এবার নড়েচড়ে বসলো। তাদের কানেও অনেকদিন ধরেই এই OYO নিয়ে অনেক অভিযোগ আসছিল। এছাড়া অনেক অবৈধ সম্পর্ককে এখান দিয়ে পুলিশ ধরেছেও। অনেক মধুচক্রের হদিশ ও মিলেছে তাদের কাছে। কিন্ত এসবে কোনো পরিবর্তন হয়নি হোটেলের মালিকদের। তারা একইরকম ভাবে হোটেল চালিয়ে আসছিল।

কিন্ত এবার আর নয়। সেসবের দিন শেষ। এবার কপোত কপোতীদের কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে। লুকিয়ে চুরিয়ে OYO হোটেল বুক করে শারীরিক সম্পর্ক করার দিন শেষ। কিছু নিয়ম নীতি প্রয়োগ করেছে পুলিশ এই হোটেল গুলোতে। দেখে নেওয়া যাক কি কি নিয়ম লাঘু হলো।

এবার থেকে প্রতিটি OYO হোটেলকে আগের থেকে অনেক সচেতনতা মূলক ভাবে হোটেল চালাতে হবে। প্রত্যেক রুমের সামনে ও প্রবেশ পথে সিসি টিভি ক্যামেরা লাগাতে হবে। যাতে কে কে আসছে তার একটা নথি থাকে। এবং একমাসের সিসি টিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। যে কোনো সময় পুলিশ দেখতে চাইবে।

এছাড়া প্রত্যেক হোটেলে যারা থাকতে আসবে তাদের আইডি প্রুভ রাখতে হবে সাথে সম্পূর্ণ ডিটেইলস।কোনো অল্পবয়স্ক মেয়ের সাথে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে হোটেলে থাকতে আসলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফ্রম করতে হবে হোটেল কর্তৃপক্ষকে।হোটেলে স্থানীয় পুলিশ স্টেশনের নাম্বার , হেল্প লাইন নাম্বার এর একটি তালিকা রাখতে হবে।

আসলে প্রশাসন দেহ ব্যাবসা, অনৈতিক কাজকর্ম এসব রুখতে এই কঠোর নিয়ম চালু করার কথা ভেবেছেন। তাই এবার যদি পুলিশি ভয়ে OYO তে যাওয়ার আগে সবাই একবার প্রশাসনের ভয় নিশ্চই পাবে আশা করা যায়। সেইসাথে অনৈতিক কার্যকলাপ একটু কমবে।
Written by Shampa Debnath.

ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত বাড়ছে বেতন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button