Lakshmir Bhandar – অক্টোবর মাসে দুই বার ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, সবাই পাবেন পুজো বোনাস, এইমাত্র ঘোষণা হল।
Lakshmir Bhandar – পূজোর আগেই পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের বোনাস, সরকার থেকেই এমনই সু সংবাদ দিলো বাংলার মহিলাদের জন্য।
সরকার থেকে বাংলার যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা সবার জন্য প্রকল্প (Lakshmir Bhandar) ব্যাবস্থার বন্দোবস্ত করছে। মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার, তেমনি বৃদ্ধ ও বৃদ্ধার জন্য বার্ধক্য ভাতা ও বিধবাদের জন্য বিধবা ভাতার ব্যাবস্থা করেছে। যারা এই প্রকল্প গুলোতে নাম নথিভুক্ত পূজোর আগেই পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের বোনাস। সরকার থেকেই এমনই সুসংবাদ দিলো বাংলার মহিলাদের জন্য।
সরকার থেকে বাংলার যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা সবার জন্য প্রকল্প ব্যাবস্থার বন্দোবস্ত করছে। মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), তেমনি বৃদ্ধ ও বৃদ্ধার জন্য বার্ধক্য ভাতা ও বিধবাদের জন্য বিধবা ভাতার ব্যাবস্থা করেছে। যারা এই প্রকল্প গুলোতে নাম নথিভুক্ত করেছেন তারা সরকার থেকে প্রতি মাসে তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাচ্ছেন ব্যাংকের মাধ্যমে।
পুজোর ছুটি বাতিল, মাথায় হাত সরকারি কর্মীদের, এই মাত্র জারি হল বিজ্ঞপ্তি।
সরকার থেকে এমন প্রকল্পের ব্যাবস্থা করার একটাই কারণ দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে। তাদের অর্থনৈতিক সংস্থানের একটু সুবিধা করার জন্য প্রতি মাসে তাদের জন্য কিছু টাকা বরাদ্দ করেছে সরকার। এছাড়া সাধারণ মানুষেরাও এই সুবিধা পেয়ে সরকারের কাছে খুবই কৃতজ্ঞ।
অনেক মহিলারা গৃহবধূ। যারা সংসারের কাজ ছাড়া আর কোনো জবের সাথে যুক্ত না। তাই তাদের হাত খরচের জন্য ও অন্যান্য দরকারি খরচের জন্য সরকার থেকে পাওয়া এই অর্থ অনেকটাই স্বাবলম্বী করে তুলেছে তাদের।
এছাড়া সব ব্যক্তি সরকারি জব করেননা যার ফলে বৃদ্ধ বয়সে তাদের অর্থ ইনকাম করার রাস্তা থাকে না। সেই সব ব্যক্তিদের কথা মাথায় রেখে বার্ধক্য ভাতা শুরু করেছেন সরকার। এর ফলে অনেক বৃদ্ধ বৃদ্ধা শেষ বয়সে এসেও কিছুটা আর্থিক ভরসার জায়গা পাচ্ছেন। সরকার থেকে প্রতিনিয়ত চেষ্টা করা হয় কি করে আরও সুবিধা দেওয়া যায় জনসাধারণকে। তাই সেপ্টেম্বরে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা একটু দেরিতে ব্যাংকে ঢুকলেও সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে।
ইতিমধ্যে সরকার থেকে ঘোষনা করা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) দুই বার দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। অর্থাৎ অক্টোবর মাসে সবাই পাবেন অতিরিক্ত টাকা। মাসে দুবার টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার আওতায় যুক্ত মহিলারা। এটাকেই পূজার বোনাস বলা হচ্ছে। কিন্ত যে যতটুকু টাকা পেত সেই পরিমাণ টাকায় পাবে। যেমন জেনারেলরা ৫০০ টাকা করে ও এস সি ও এসটিরা ১০০০ টাকা করে ভাতা পেত। অক্টোবরে জেনারেলরা মাসে দুবার পাওয়াতে ১০০০ আর অন্যরা ১০০০ করে মাসে ২০০০ টাকা পাবেন।
বোনাস দেওয়ার কারণ একটাই সামনে দুর্গাপূজা। সব মানুষ চায় নিজের মতন করে পূজার কটা দিন সাজতে, খেতে, ঘুরতে । সেই কথা মাথায় রেখে অক্টোবর মাসে দুবার টাকা দেওয়ার কথা চিন্তা করেছে সরকার। এই টাকায় তারা পুজোর সময় নিজের মতন করে আনন্দ উদযাপন যাতে করতে পারে।
শুধু লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পেই নয় আরও অন্যান্য প্রকল্পে ও একই সুবিধা দেওয়া হবে। অক্টোবর মাসে দুবার টাকা দেওয়া হবে। সরকার থেকে টাকা ব্যাংকে ঢোকানোর সাথে সাথেই সাধারণ মানুষ টাকা তুলতে পারেনা। দুদিন পর পারে সেই টাকা তুলতে।
B.Ed থাকলেও প্রাথমিক শিক্ষক বৈধ। আদালতের নতুন রাজ্যে স্বস্তিতে শিক্ষক ও টেট প্রার্থীরা।
সেই কথা মাথায় রেখে সরকার অক্টোবর মাসের প্রথমে টাকা ব্যাংকে ঢোকাবে। আর তারপর থেকে থেকে জনসাধারণ সেই টাকা তুলতে পারবে। অর্থাৎ সরকার থেকে মানুষের সুবিধার কথা ভেবেই আসন্ন দূর্গা পূজার কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের এই মাসে অক্টোবরে দুবার টাকা পাচ্ছেন। আপনারা অক্টোবর মাসে শেষে গিয়ে ব্যাংকে খোজ নিয়ে টাকা তুলতে পারবেন।
Written by Shampa Debnath