নতুন বছরের শুরুতেই সুখবর, LIC দেশেজুড়ে কর্মী নিয়োগ করতে চলেছে।

নতুন বছরে দেশের সকল বেকার কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হল LIC – Life Insurance Corporation Of India. নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানানো হয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে। আজ থেকে প্রায় ৬৬ বছর আগে ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ LIC র।

LIC তে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন দেখে নিন।

১৬ ই জুন ১৯৫৬ সালে দেশের সংসদে লাইফ ইনস্যুরেন্স অ্যাক্ট নিয়ে আসা হয়। এই নিয়মের মাধ্যমেই এল আই সি স্থাপন করা হয়। এর মূল উদ্দেশ্য হল দেশের সকল শ্রেণির নাগরিকদের বিশেষ করে গ্রামে বসবাস কারি জনসংখ্যাকে জীবন বিমার আওতায় নিয়ে আসা। LIC শুধুমাত্র বিমা কোম্পানি হয়ে থেকে যায়নি দেশের মানুষের কাছে এই সংস্থা নিজেদের পুঁজি বিনিয়োগের এক নিরাপদ প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

বর্তমানে LIC তে কর্মচারীর সংখ্যা ১ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি। কিন্তু এল আই সি র গ্রাহক এর পরিমাণ ২৯ কোটির বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহককে ভাল পরিষেবা দেওয়ার জন্য ২০২৩ সালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
Life Insurance Corporation Of India রিস্ক অফিসার পদের জন্য নিয়োগ করতে চলেছে। ৩ বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে। বিস্তারিত ভাবে জেনে নেব আবেদন পদ্ধতি, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে।

Indian Oil Corporation এ প্রচুর সংখ্যক স্থায়ী কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন।

আবেদনের যোগ্যতা কি থাকতে হবেঃ-
১. এই রিস্ক অফিসার পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে।
২. চাকরিপ্রার্থীর নিজের আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩. MBA – Master Of Business Administration এর কোর্স এর উত্তীর্ণ হতে হবে।।
৪. দেশের মধ্যে যে কোন সরকারী বা বেসরকারি স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে তার শিক্ষা সম্পূর্ণ করতে হবে।
৫. কোন প্রার্থীর যদি রিস্ক ম্যানেজমেণ্ট এর ওপরে কোর্স করা থাকে তাকে প্রাধান্য দেওয়া হবে।
৬. রিস্ক ম্যানেজমেণ্ট এর কাজের জন্য পূর্বে ৫ – ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করার পদ্ধতিঃ-
১. সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে এই আবেদন করতে হবে।
২. www.licindia.in/careers এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. “Engagement Of Cro” এই অপশনে ক্লিক করলে একটা অনলাইন ফর্ম আসবে।
৪. সেই ফর্মের মধ্যে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, যোগ্যতা, ই মেল সহ সকল তথ্য দিয়ে দিতে হবে।
৫. এই আবেদনের জন্য প্রত্যেককে ১ হাজার টাকা দিতে হবে।

বেসরকারি চাকরি করলেও পাবেন পেনশন! কিভাবে জেনে নিন।

চাকরিতে নিয়োগের প্রক্রিয়াঃ-
সকলের আবেদনের শেষে যোগ্যতা বিচার করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। যাদের নাম নির্বাচন করা হবে তাদেরকে মোবাইল বা ই মেল করে সাক্ষাৎকারের সময় ও স্থান বলে দেওয়া হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment