Indian Oil Corporation এ প্রচুর সংখ্যক স্থায়ী কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন।

IOCL – Indian Oil Corporation Limited এর পক্ষ থেকে বিগত ১৪ ই ডিসেম্বর ২০২২ তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়ে তথ্য দেওয়া হয়েছে। ভারতের যে কোন নাগরিক এই আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন এই নিয়ে সকল তথ্য নিচে দেওয়া হল। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পরবেন। IOC কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এক সংস্থা। ৩০ শে জুন ১৯৫৯ সালে ভারতের রাজধানী দিল্লীতে এই প্রধান কার্যালয়ের স্থাপনা করা হয়েছিল। এই কোম্পানি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে আসে।

Advertisement

Indian Oil Corporation এ আবেদনের খুঁটি নাটি জানতে পড়ুন বিস্তারিত।

বিশ্বের ৫০০ বড় কোম্পানির মধ্যে IOC ১৪২ নম্বর স্থানে আসে। ২০২১ এর এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে ৩১,৬৪৮ জন কর্মচারী কাজ করছে। এবারে দেশের সকল চাকরি প্রার্থীদের জন্য চাকরির সুযোগ নিয়ে আশা হল এই কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। এই নিয়োগের জন্য মুলত Apprentice অর্থাৎ শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারবেন সকলে। এই বারের নিয়োগের জন্য মোট ১৭৪৪ টি খালি পদ রয়েছে।

Advertisement

বাড়ি বসে মোটা টাকা রোজগার করার সুযোগ দিচ্ছে TATA, নিজের পায়ে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ।

Indian Oil Corporation এ কোন কোন পদে কর্মী নেওয়া হবে নিচে বিবরণ দেওয়া হল।
১. Technician Apprentice.
২. Trade Apprentice.
৩. Graduate Apprentice.
৪. Deo Fresher.
৫. Deo Skill Certificate Holder.
৬. Rsa Fresher.
৭. Rsa Skill Certificate Holder.
৮. Ttade Apprentice Fitter.
এই সকল পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক যোগ্যতা ও বয়স সম্পর্কে।

আবেদনের যোগ্যতাঃ-
প্রত্যেক পদের জন্য আবেদনে ভিন্ন যোগ্যতার কথা বলা আছে IOC র প্রকাশিত বিজ্ঞপ্তিতে। আবেদনকারীকে অবশ্যই কম করে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও কোন ধরনের কারিগরি বিদ্যালয় থেকে ডিপ্লোমা করা হলে অগ্রাধিকার দেওয়া হবে। নিচে পদ অনুসারে যোগ্যতা বলা হয়েছে।

• Technician Apprentice – ডিপ্লোমা।
• Trade Apprentice – মাধ্যমিক বা ITI – Industrial Training Institude এর থেকে পাস করতে হবে।
• Graduate Apprentice – B.Com বা B.sc বা B.com উত্তীর্ণ হতে হবে।
• Trade Apprentice Deo Fresher – উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে।
• Deo Skill Certificate Holder – উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
• Rsa Fresher – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
• Rsa Skill Certificate Holder – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
• Trade Apprentice Fitter – মাধ্যমিক বা ITI থেকে উত্তীর্ণ হতে হবে।

 টাটা কোম্পানীতে বিভিন্ন পদে 50 হাজার স্থায়ী কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।

এই সকল পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ – ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও SC, ST, OBC দের প্রমাণপত্র থাকলে নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১৪ ই ডিসেম্বর ২০২২ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩ রা জানুয়ারি পর্যন্ত হতে চলেছে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন।

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button