LIC New Policy – যুবক যুবতীদের জন্য LIC এর নতুন পলিসি। এই পলিসিতে কি কি সুবিধা পাবেন ও কিভাবে করবেন?
LIC New Policy: বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি নিজের উপার্জিত অর্থের কিছুটা অংশ সঞ্চয় করেন ভবিষ্যতের জন্য। আর এই ভবিষ্যতের সঞ্চয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি নির্ভর করেন একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের উপর। তেমনি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হল ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসি। আজকের এই প্রতিবেদনে এলআইসির দুটি বীমা পলিসি নিয়ে আলোচনা করব। সম্প্রতি এলআইসি যুবকদের জন্য নতুন দুটি বীমা পলিসি নিয়ে এসেছে যেগুলো অনেক সুযোগ-সুবিধা দেবে পলিসি হোল্ডারকে।
LIC New Policy – এলআইসি নতুন পলিসি
এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নাম সবাই শুনেছেন। বেশ অনেক বছর ধরেই এই কর্পোরেশনের সুনাম রয়েছে। এখনও অনেক ব্যক্তি এল আইসিতে জীবন বীমা পলিসি বা LIC Bima Policy করতে স্বাচ্ছন্দ বোধ করেন।এলআইসি শিশু থেকে যুবক ও বৃদ্ধদের জন্য নিত্য নতুন পলিসি নিয়ে আসেন তেমনি সম্প্রতি যুবকদের জন্য নতুন দুটি বীমা পরিকল্পনা চালু করেছেন। এই পলিসি দুটির নাম হলো যুব টার্ম/ ডিজি মেয়াদ এবং যুব ক্রেডিট লাইফ / ডিজি ক্রেডিট লাইফ।
নিচে দুটি সম্পর্কে আলোচনা করা হলো
যুব টার্ম/ ডিজি মেয়াদ পলিসি
তরুণ যুবকদের কথা মাথায় রেখেই এই নোতুন পলিসি বা New Policy তৈরি করা হয়েছে। এই পলিসিতে অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হবে। পলিসির ম্যাচিউরিটির সর্বনিম্ন মে আদরের ৩৩ বছর এবং সর্বোচ্চ বছর হলো ৭৫ বছর। পলিসির ন্যূনতম বিমাকৃত বিনিয়োগ হলো ৫০ লক্ষ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগ অর্থ হলো ৫ কোটি টাকা। পলিসিধারীর মৃত্যুতে, তাঁর পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে।
ডিজি ক্রেডিট লাইফ পলিসি
এই পলিসি সেই সমস্ত যুবকদের জন্য উপযুক্ত যারা ঋণ নিয়েছেন এবং পলিসি হোল্ডারের আকস্মিক মৃত্যু বলে সে পলিশের অধীনে ওই যুবকের পরিবারকে ঋণ পরিশোধের সহায়তা করা হবে। আপনি বাড়ি তৈরির জন্য কিংবা শিক্ষা গ্রহণের জন্য অথবা গাড়ি কেনার জন্য ঋণ নিতে পারেন সেই দিনের দায়ের কভার করার জন্য এই বীমা পরিকল্পনা করা হয়েছে।
এই পলিসিতে বিমার পরিমাণ সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত। এই পলিসি কেনার সর্বনিম্ন বয়স হল ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হল ৪৫ বছর। পলিসিটির ম্যাচুরিটির সর্বনিম্ন মেয়াদ হল ২৩ বছর এবং সর্বোচ্চ বয়স হল ৭৫ বছর৷ পলিসির ন্যূনতম বিমাকৃত বিনিয়োগ অর্থ হলো ৫০ লক্ষ টাকা এবং সর্বোচ্চ বিমাকৃত অর্থ হলো ৫ কোটি টাকা৷
আরও পড়ুন, পোস্ট অফিস নাকি ব্যাংক? বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে কোথায় সুদ ও লাভ বেশি?
আর সবচেয়ে বড় সুবিধা আপনি অনলাইনেও এই পলিসি কিনতে পারেন এছাড়া অফলাইনেও এলআইসি কর্মকর্তাদের কাছ থেকে এই পলিসি কিনতে পারেন। আর এই নতুন দুটি বীমা পলিসি যুবকদের শুধুমাত্র আর্থিক নিরাপত্তাই দেয় না একজন যুবককে ভবিষ্যতের জন্য দায়িত্বশীল এবং ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষার দিকটি নির্ধারণ করেন।
আপনিও যদি এই বীমা পলিসিতে (LIC Bima Policy) ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অনলাইন কিং অফলাইন যে কোন একটি মাধ্যমেই এই পলিসি কিনতে পারেন। আরো বিস্তারিত জানতে কোন LIC আধিকারিক এর সাথে কথা বলতে পারেন কিংবা এলআইসি অফিসে গিয়ে বিস্তারিত জানতে পারেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.