Money Making Tips – মহিলাদের বিকল্প আয়ের সুযোগ, জেনে নিন পদ্ধতি। প্রতিমাসে অনেক অর্থ উপার্জন

Money Making Tips: বর্তমানে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও নিজেরাও স্বনির্ভর হওয়ার চেষ্টা করে। তবে অনেক মহিলা কিভাবে স্বনির্ভর হবেন সেই পথ খুঁজে পান না। যেমন কোচবিহার সদর শহর সংলগ্ন এলাকাগুলো গ্রাম্য ধরনের। সেখানকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর। তাই মহিলাদেরও যদি কোন রকম উপার্জন করতে হয় তাহলে সেই কৃষিকাজের উপর ভিত্তি করে উপার্জন করতে হবে।

Advertisement

Money Making Tips – অর্থ উপার্জনের টিপস

তাই চেষ্টা করা হচ্ছে মহিলারা যাতে কৃষি কাজের উপর উদ্বুদ্ধ হয়। শুধু তাই নয় ভেষজ চাষের মাধ্যমে অনেক টাকা উপার্জন করার সম্ভাবনা রয়েছে। কোচবিহারের নাটাবাড়ি এলাকার বেশকিছু মহিলারা জৈব সারের মাধ্যমে হলুদ চাষ করে উপার্জন করছেন। এই হলুদ তাঁরা বিক্রি করছেন বিভিন্ন জায়গায়। আর এর মাধ্যমে প্রচুর লাভ হচ্ছে।

Advertisement

অর্থ উপার্জনের ধারণা

বাড়িতে হলুদ গাছ চাষ করে সেই হলুদ শুকিয়ে গুড়ো করে প্যাকেটজাত করে বিভিন্ন ছোট দোকানে বিক্রি করেও ভালোই ব্যবসা চালাচ্ছেন অনেক মহিলা। এমন একটি উদাহরণ হিসাবে বলা যায়, নাটাবাড়ি এলাকার এক গৃহবধূ শান্তি দাস জানান, ঘরোয়া কাজের পাশাপাশি এভাবে সময় বার করে হলুদ চাষ করে সেই হলুদ শুকিয়ে হলুদের গুঁড়ো বানিয়ে প্যাকেটজাত করে বিক্রি করছেন (Money Making).

এই হলুদ গুঁড়ো করার জন্য তারা বাড়িতেই হলুদ ভাঙ্গার অর্থাৎ গুঁড়ো করার মেশিনও বসিয়েছেন। হলুদ গুঁড়ো প্যাকেট যেভাবে মিড ডে মিলে ব্যবহার করা হচ্ছে তেমন কোচবিহার জেলার সহ শিলিগুড়ি ও অসমের ধুবরীর একটি দোকানে বিক্রি হচ্ছে। হলুদ যেমন পুজো পার্বণ কাজে লাগে তেমনি শুভ অনুষ্ঠানে হলুদ দিয়ে স্নান করার একটা রীতি রয়েছে তেমনি হলুদ রান্না থেকে শুরু করে চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করার রীতি চলে আসছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ছে। পুজোর আগে রাজ্যবাসীর জন্য খুশির খবর

এছাড়া হলুদের মধ্যে থাকা কারকুমিন নামক এক উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। হলুদ যেহেতু প্রচন্ড উপযোগী একটি খাদ্য উপাদান। তবে এখন অনেক ভেজাল হলুদের গুঁড়া বাজারে চলে এসেছে যেগুলোর ভেষজ মূল্য নেই। তাই ভেজাল হলুদ গুঁড়োর ব্যবহার রুখতে আয়ুষ বিভাগের চিকিৎসক বাসব কান্তি দিন্দার ভেষজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জৈব সারে হলুদ চাষ করার পদ্ধতি তিনি শেখান (Money Making Ideas).

এছাড়াও হলুদ গুঁড়োর মেশিন বসিয়ে বিশুদ্ধ হলুদ গুঁড়ো বাজারীকরণের উদ্যোগ নেন তিনি ২০১৮ সাল থেকে। গ্রামের অন্য মহিলারাও এই কাজের প্রতি উদ্যোগ নিয়েছেন এবং এই হলুদ চাষ করে বাড়িতে মেশিন বসিয়ে সেই মেশিনের সাহায্যে হলুদ গুঁড়ো করে প্যাকেট করে বাজারিকরণ করার মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে পারছেন সেই সাথে অনেকটাই উপার্জনের সম্ভব হয়েছে। আপনি যদি এই ভেষজ পদ্ধতিতে বাড়িতে হলুদ চাষ করে তা বিক্রি করতে পারেন তাহলে আপনিও অনেকটাই লাভবান হতে পারবেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button