LIC এর সেরার সেরা স্কীম, এবার থেকে একসাথে পেয়ে যাবেন সঞ্চয় ও বীমার সুবিধা।
LIC এর সুবিধা পাবেন কীভাবে জানুন বিস্তারিত।
প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের কিছুটা অর্থ সঞ্চিত (LIC) করে রাখে ভবিষ্যতের জন্য। কারণ এর থেকে সুদ পাওয়া যায়। এবং তারা দেখে কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে। সেইখানেই ইনভেস্ট করেন টাকা। বেশি সুদ দেয় এমনই আর্থিক প্রতিষ্ঠান হলো LIC. LIC একসাথে দু দুটো সুবিধা প্রদান করছে। এক আপনি বেশি সুদ পাবেন আর অন্যদিকে বিমার সুবিধা।
এলআইসির (LIC) সেভিংস প্লাস প্ল্যান ট্যাক্স সাশ্রয়ের জন্য একটি অভিনব স্কিম। এই স্কিমের আওতায় আয়কর ধারা ৮০সি-এর আওতায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এককথায় এল আই সি খুবই জনপ্রিয় ও অনেক দিনের বিশ্বস্ত একটি আর্থিক প্রতিষ্ঠান । যেখানে কোনো ব্যক্তি নিরাপদে বিনিয়োগ করতে পারেন। আর এল আই সি মাঝে মধ্যেই বিনিয়োগের উপর সুদের পরিমাণ বাড়ায়।
পূজোর মধ্যে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান, জেনে নিন সঠিক খবর।
এছাড়া নতুন স্কিম এনে বিনিয়োগকারীদের জন্য লাভ করায়। অনেক ট্যাক্স সেভিং স্কিমও রয়েছে এই কোম্পানির আওতায়। এর মধ্যে একটি হল এলআইসি বাচাট প্লাস প্ল্যান (LIC Bachat Plus Plan)। এতে সঞ্চয়ের পাশাপাশি নিরাপত্তার সুবিধাও দেয় LIC।
স্কিমের সুবিধা :- সেভিংস প্লাস প্ল্যানের আওতায় জীবনবীমা করলে একসাথে অনেক সুবিধা যুক্ত কভার পাওয়া যায়।
১) কোনো কারণে পলিসিধারীর মৃত্যুর পর পরিবার আর্থিক সহায়তা পায়।
২) ম্যাচুরিটির সময় বিনিয়োগকারীদের এককালীন পরিমাণ অর্থ প্রদান করা হয়।
৩) ২ বছরের জন্য প্রিমিয়াম জমার পরে ঋণের আবেদন আপনি করতে পারবেন।
৪) আয়কর ধারা ৮০সি-এর আওতায়ও আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
৫) পলিসির ন্যূনতম বীমা পরিমাণ ১ লক্ষ টাকা। তবে আপনি যত খুশি টাকা বিনিয়োগ করতে পারবেন তার জন্য কোনো সীমা নেই।
৬) বিনিয়োগকারীরা তাদের পছন্দ অনুযায়ী মাসিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং বার্ষিক প্রিমিয়াম প্রদানের বিকল্প চয়ন করতে পারেন। একসাথে প্রিমিয়াম জমা দেওয়ার বিকল্পও রয়েছে। প্রিমিয়াম প্রদান ৫ বছরের সীমিত সময়ের জন্যও অনুমোদিত আছে।
পলিসিটি অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই কেনা যাবে। অনলাইন বিনিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট “www.licindia.in” ভিজিট করুন। আরও কিছু তথ্য জানতে এই ওয়েবসাইট লক্ষ্য করুন অথবা প্রয়োজনে কাছের এল আই সি অফিসের আধিকারিকদের সাথে কথা বলুন।
Written by Shampa Debnath
রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না জেনে।