LIC Policy গ্রাহকদের জন্য বিরাট সুখবর। 30% লাভ পাবেন, ঘোষণা করলো কোম্পানি।

LIC Policy – কোন পলিসিতে পাবেন এই রকম লাভ জানুন বিস্তারিত।

প্রত্যেক মানুষ ইনকাম করা অর্থের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চিত করে (LIC Policy) রাখেন কোনো আর্থিক প্রতিষ্ঠানে। তার মধ্যে একটি পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠান LIC (লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া)। অনেক বছর ধরে একইভাবে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে নতুন নতুন স্কিম নিয়ে আসে এই প্রতিষ্ঠান। আর এই LIC ( লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) বছরের পর বছর একই ভাবে চলে আসছে। আর নিত্য নতুন পলিসি নিয়ে আমজনতার কাছে সুযোগ আনছেন। আর এইবার LIC সংস্থা অভিযান চালিয়ে কিছু আপডেট দিতে চাইছে জনসাধারণকে। সেটা কি জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

আপনার যদি LIC তে কোনো পলিসি করে থাকেন আর টাকার ওভাবে হোক কিংবা অন্য কোনো কারণে পলিসিতে (LIC Policy) বিনিয়োগ বন্ধ করে দেন। ফলে অনেক বছর ধরে এমনই অচল অবস্থায় পড়ে থেকে পলিসি ল্যাপস হয়ে গেছে। তাহলেও কোনো চিন্তা নেই। LIC সংস্থা নিয়ে এসছে নতুন স্কিম যার মাধ্যমে কোনো কারণে বন্ধ হয়ে থাকা অনেক মাস বা অনেক বছর ধরে কোনো পলিসি নতুন করে জীবন পেতে পারে। কি ভাবছেন কি করে? কোনো চিন্তা নেই! এল আই সি সংস্থা স্পেশাল রিভাইভাল ক্যাম্পেন এনে সেই বন্ধ হয়ে যাওয়া LIC পুনরায় চালু করার ব্যাবস্থা করেছেন। সাথে তার জন্য যে লেট ফি দিতে হবে তার ৩০ শতাংশ LIC সংস্থা দিয়ে দেবে।

Advertisement

Labour card থাকলেই পুজোর আগে পেয়ে যাবেন বিশেষ কিছু সুবিধা, জেনে নিন বিস্তারিত।

তবে এখানে একটা LIC এর শর্ত আছে। আপনার যদি LIC সংস্থায় বীমা করা থাকে এবং মাসে মাসে প্রিমিয়াম শোধ না করায় যদি ৫ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকে। তাহলে কিছু করার নেই। সেক্ষেত্রে আপনার বীমা (LIC Policy) পুনরায় চালু করা যাবেনা। ৫ বছরের কম সময় ধরে পড়ে থাকা পলিসিগুলোকে কে পুনরায় চালু করবে LIC সংস্থা।

এই পলিসি (LIC Policy) পুনরায় চালু করতে হলে আপনাকে লেট ফি দিতে হবে তবে সেটা যে কোন পলিসির ক্ষেত্রে প্রযোজ্য। তবে LIC আপনাকে আপনার প্রিমিয়ামের ওপর ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। অর্থাৎ আপনার যদি ১ লাখ টাকা বাকি থাকে তাহলে ৩০০০ টাকা দেওয়া হবে। আপনার যদি ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে প্রিমিয়াম বাকি থাকে তবে ৩৫০০ টাকা ছাড় হবে। আপনার যদি ৩ লাখের ওপরে বাকি থাকে তবে ৪০০০ টাকা অবধি ছাড় আছে।

এই স্কিম ১লা সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত বাতিল পলিসিগুলি চালু করতে পারবেন গ্রাহকরা। তাই দেরি না করে খুব স্বত্বর কাছাকাছি LIC অফিস কিংবা LIC এজেন্টের সাথে কথা বলুন। আর বিশদে জেনে নিন আপনার বন্ধ হয়ে যাওয়া পলিসি সমন্ধে কিভাবে উপকৃত হবেন। দরকারে Licindia.in website টা ভিজিট করতে পারেন আরও বিস্তৃত তথ্যের জন্য।
Written by Shampa Debnath

পুজোর মাসে পাবেন ডবল রেশন। কোন রেশন কার্ডে কত পরিমান রেশন পাবেন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button