LIC এর সেরার সেরা স্কিম, প্রতিদিন 200 টাকা করে জমিয়ে এককালীন পেয়ে যান 28 লাখ টাকা

LIC: বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি ভবিষ্যতের জন্য নির্দিষ্ট উপার্জনের থেকে কিছুটা অংশ সঞ্চয় করেন কোন আর্থিক প্রতিষ্ঠানে। ভবিষ্যতের জন্য নিজের সুরক্ষা এবং অন্যান্য খরচের জন্য যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় এবং তার সাথে একটা মোটা অংকের টাকা পাওয়া যায় সবাই সেটাই চেষ্টা করেন। বর্তমানে ফিক্সড ডিপোজিটের ওপর নির্ভরতা দেখা যায় প্রত্যেকটি ব্যক্তির।

LIC New Policy – এলআইসি নতুন পলিসি

কারণ বেশিরভাগ মানুষই পছন্দ করেন অল্প অল্প টাকা জমিয়ে একটা মোটা অংকের লাভ করতে। আর এমনটাই সুযোগ করে দিচ্ছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এল আই সির কথা জানেনা এমন কোন ব্যক্তি নেই। বহু বছর ধরে এখনো স্বমহিমায় নিজেকে একই রকম ভাবে ধরে রেখেছে এই এলআইসি। এখনো প্রচুর ব্যক্তি এই এলআইসি তে অর্থ সঞ্চয় করেন। সম্প্রতি এলআইসি একটি দারুন স্কিম এনেছেন যেটাতে বিনিয়োগ করলে আপনার অনেকটাই লাভ হবে।

এমন অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা একসঙ্গে অনেক টাকা ফিক্সড করতে পারেন না যেমন বিভিন্ন ব্যাংকগুলোতে যে ফিক্সড ডিপোজিট স্কিম গুলো রয়েছে তাতে একসাথে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের পক্ষে সেই রকম কোন স্কিমে টাকা বিনিয়োগ করা সম্ভব হয় না আর এই জন্য এলআইসি হলো এই সমস্ত ব্যক্তিদের জন্য আদর্শ আর্থিক প্রতিষ্ঠান।

কারণ একটাই, আপনি শুধুমাত্র দৈনিক ২০০ টাকা করে জমিয়েও পেয়ে যেতে পারেন বিরাট অংকের মোটা টাকা। আসুন জেনে নেওয়া যাক LIC এই নতুন স্কিম সম্পর্কে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) দেশের বৃহত্তম বিমা সংস্থা, যা শিশু থেকে বয়স্ক সকলের জন্য নতুন প্ল্যান অফার করে।

আর এই যে স্কিমের কথা আজকে বলবো, সেটি ছোট সঞ্চয়ের মাধ্যমে আপনাকে একটা বড় এমাউন্ট পাওয়াতে সাহায্য করবে। আপনি যদি এমন একটি স্কিম খুঁজে থাকেন যেখানে অল্প সঞ্চয় করে মোটা অংকে রিটার্ন পাবেন তাহলে এই স্কিমের থেকে অন্য আর কোন কিছুই ভালো হতে পারে না। এই স্কিমে, প্রতিদিন ২০০ টাকা সঞ্চয় করে ২৮,০০,০০০ টাকা পাওয়া যেতে পারে। আরও কোন কোন সুবিধা রয়েছে এই স্কিমে নিচে আলোচনা করা হলো।

১) LIC এই স্কিমটির নাম এলআইসি জীবন প্রগতি প্ল্যান। এই স্কিমে যে সুবিধা গুলি পাবেন সেগুলি হল মাত্র ২০০ টাকা করে জমিয়ে আপনি পেয়ে যাবেন ২৮,০০,০০০ টাকা। এবং অন্যদিকে এই প্ল্যানে বিনিয়োগকারীরাও এর রিস্ক কভার পেয়ে যান।
২) এই স্কিমে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারির বয়স হতে হবে সর্বনিম্ন ১২ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।

৩) LIC জীবন প্রগতি নীতির মেয়াদ সর্বনিম্ন ১২ বছর এবং সর্বোচ্চ ২০ বছর।
৪) এই পলিসিতে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে আপনি প্রিমিয়াম দিতে পারবেন।
৫) এই এলআইসি পলিসির ন্যূনতম বিনিয়োগের পরিমান ১.৫ লক্ষ টাকা তবে আপনি আপনার ইচ্ছা মতন এর থেকেও বেশি ও বিনিয়োগ করতে পারেন।

৬) LIC র জীবন প্রগতি পরিকল্পনার বিশেষত্ব হল- এলআইসি বিনিয়োগকারীদের রিস্ক কভার প্রতি পাঁচ বছরে বৃদ্ধি পায়। এর অর্থ হল যে, প্রাপ্ত পরিমাণ পাঁচ বছরে বৃদ্ধি পায়।
৭) এছাড়া এই স্কিমে বিনিয়োগকারীর মৃত্যুর পরে নমিনি যার নামে রয়েছে তাকে বিমা, সাধারণ প্রত্যাবর্তনমূলক বোনাস এবং চূড়ান্ত বোনাস একসঙ্গে দেওয়া হয়।

যদি একজন পলিসিধারক প্রতিদিন এই পলিসিতে ২০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মাসে ৬০০০ টাকা বিনিয়োগ করছেন। এভাবে তিনি ১ বছর যদি ২০০ টাকা করে প্রত্যেকদিন জমা করেন তাহলে বছরে জমা হচ্ছে ৭২ হাজার টাকা। যদি তিনি এইভাবে এই স্কিমে ২০ বছর ধরে প্রত্যেক দিন ২০০ টাকা করে সঞ্চয় করেন তাহলে ২০ বছর পর মোট জমানো টাকার পরিমাণ দাঁড়াবে ১৪,৪০,০০০ টাকা।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ছে। পুজোর আগে রাজ্যবাসীর জন্য খুশির খবর

তবে এই টাকার সাথে এলআইসির যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো যোগ করে মেয়াদ শেষে আপনার হাতে আসবে ২৮,০০,০০০ টাকা। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি চায় ভবিষ্যতের জন্য একটা হিউজ পরিমাণ আর্থিক সুরক্ষা কভারেজ পেতে আর এলআইসির মতন এত কম বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পাওয়ার মতন সুবিধা আপনি পেয়ে যাবেন এল আই সির জীবন প্রগতি পলিসিতে।

তাহলে আর দেরি কেন! আপনি যদি এমনি কম বিনিয়োগে ভালো রিটার্ন স্কিমের খোঁজ করছিলেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই আপনার কাছাকাছি কোন এলআইসি অফিসে গিয়ে এলআইসি আধিকারিকদের সাথে কথা বলে আরও বিস্তারিত ভাবে এই পলিসির সম্বন্ধে জানুন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment