DA Hike – সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
DA Hike: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন রাজ্য সরকারের সাথে প্রায় এক বছরের বেশি সময় ধরে চলে আসছে। আর এই ডিএ সংক্রান্ত ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিমকোর্টে শুনানি চলছে। যদিও একের পর এক শুনানির ডেট চলে গেলেও কোন রকম ডিএ সংক্রান্ত মামলা নিয়ে সুরাহা এখনও পর্যন্ত হয়নি। এদিকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ একের পর এক বৃদ্ধি করে চলেছে।
DA Hike – মহার্ঘ ভাতা বৃদ্ধি
তাই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরো বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্যটা বেশ অনেকটাই। তবে সম্প্রতি সরকার একটি অভিনব ঘোষনা করলেন। সেটি কি জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
২০২০ সালের যখন মহামারী হিসেবে করোনা ছড়িয়ে পড়েছিল। সেই কোভিড মহামারী চলাকালীন সময়ে বিশেষ পরিস্থিতির কারণে স্কুল, অফিস সমস্ত কিছুই বন্ধ ছিল। আর সেজন্যই কেন্দ্রীয় সরকার ১৮ মাসের মহার্ঘ ভাতা বা DA Hike এবং পেনশন ভোগীদের পেনশন বন্ধ রেখেছিলেন। তবে বেশ এক বছরের বেশি সময় হতে চলল করোনা পরিস্থিতি থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে সারা দেশ। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি তাদের সেই বকেয়া ১৮ মাসের ডিএ সরকার যাতে মিটিয়ে দেয়।
লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে লোকসভার সাংসদরা এই বিষয়ে প্রশ্ন করেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে কিনা? সেই প্রশ্নের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী জানিয়েছেন, এই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কেন্দ্রের তরফে। তবে খুব তাড়াতাড়ি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA Hike) মিটিয়ে দেওয়া হবে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা চলছে।
আরও পড়ুন, ভোগান্তি গ্রাহকদের, গ্যাস সিলিন্ডারের ঘাটতি। আজ বুকিং করলে কবে সিলিন্ডার পাবেন?
এবং সেই সাথে আগামী সেপ্টেম্বর মাসেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে মোট ৫৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA Hike) দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের শীলমোহর পড়ে গেলেই তার পরবর্তী এক দুই মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের খুশির হওয়ার সাথে সাথে অন্য দিকে রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটা আশাহত হয়েছেন।
কারণ এক বছরের বেশি সময় ধরে ডিএ বৃদ্ধির আশা রাখতে রাখতে তাদের মধ্যে হতাশা গ্রাস করছে। একের পরে এক শুনানির ডেট চলে গেলেও কোনো রকম আশা তারা দেখতে পাচ্ছেন না। রাজ্য সরকারি কর্মচারী সেই নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন। তবু কথায় আছে ” আশায় মরে চাষা ” সেই অনুযায়ী পরবর্তী শুনানির দিকেই চেয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.