Train Cancelled – বাতিল করা হল শিয়ালদহ লাইনের একাধিক লোকাল ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
Train Cancelled – জানুন কবে কবে ট্রেন বাতিল থাকবে?
গন্তব্যে পৌঁছতে গেলে ট্রেনই ভরসা। এমন যাত্রীর সংখ্যা কম নয়। গন্তব্যে পৌঁছনোর (Train Cancelled) জন্য বিকল্প পথ থাকলেও, এতে তুলনামূলকভাবে খরচ কম হয়। শুধুমাত্র মাসে মাসে যাতায়াতের জন্য একটা মান্থলি টিকিট কেটে নিলেই হয়। তাছাড়া সময়ে পৌঁছনোটাও বড় ব্যাপার। সেক্ষেত্রেও সুবিধা হয়। কিন্তু এবার ভোগান্তিতে পড়তে চলেছেন ট্রেন যাত্রীরা। বাতিল থাকছে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন। তাতে কী কাজের তাড়নায় যেতেই হবে বাড়ির বাইরে। তবে কোন কোন শাখার লোকাল ট্রেন বাতিল থাকছে, তা আগে থেকে জানলে অন্তত কিছুটা সুবিধে হবে। কবে থেকে বাতিল থাকবে ট্রেন?
গন্তব্যে পৌঁছতে সময় কম লাগলেও, অনেক সময় যাত্রীদের ভোগান্তিতে (Train Cancelled) পড়তে হয়। এর কারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে, আবার সিগন্যালিং এর কাজ কিংবা অন্যান্য কারণ থাকতে পারে। চলতি মাসে এমনই সমস্যার কারণে বাতিল থাকছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। এ নিয়ে বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনে মেন আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি।
কবে থেকে বাতিল থাকছে ট্রেন?
শনিবার ও রবিবার (১৫ জুলাই ও ১৬ জুলাই) বাতিল (Train Cancelled) থাকছে কিছু ট্রেন। শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অর্থাৎ এই ২ দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকছে।
কোন কোন শাখার ট্রেন বাতিল থাকছে?
শনিবার (১৫ জুলাই)-
শিয়ালদহ থেকে- ৩ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
বনগাঁ থেকে- ২ টি ট্রেন।
ডানকুনি থেকে- ১ টি ট্রেন বাতিল থাকছে।
রবিবার (১৬ জুলাই)-
শিয়ালদহ থেকে- ১২ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
বনগাঁ থেকে- ৩ টি ট্রেন।
ডানকুনি থেকে- ৩ টি ট্রেন।
হাবড়া থেকে- ২ টি ট্রেন।
দত্তপুকুর থেকে- ২ টি ট্রেন।
হাসনাবাদ থেকে- ২ টি ট্রেন।
বারাসত থেকে- ১ টি লোকাল ট্রেন।
আগামী ১৬ জুলাই বারাসত-দত্তপুকুর লোকাল সকাল ৭টা ২ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ার বদলে সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে।
চলতি মাসে আরও 2 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI, ব্যাংকে টাকা রেখেও শান্তি নেই।
উল্লেখ্য, শনিবার বেশিরভাগ অফিস কাছারি বন্ধ থাকে। আর রবিবার অধিকাংশ সপ্তাহন্তে ছুটির দিন। তাছাড়া শনিবার রাত সাড়ে ৯ টা থেকে বাতিল থাকবে ট্রেন। তাই আশা করা হচ্ছে, এই দুইদিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকলেও অন্যান্য দিনের তুলনায় কম যাত্রী এই ভোগান্তির সম্মুখীন হবেন। এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।