LPG Cylinder Price – দাম কমাল LPG সিলিন্ডারের! দেখুন কলকাতায় কত রেট হল? আপনি 729 টাকায় পাবেন রান্নার গ্যাস?
আগস্ট (August) মাস শেষের পথে। সেপ্টেম্বর মাসের প্রথমেই যে এত বড় খবর অপেক্ষা (LPG Cylinder Price) করছে জনগণের জন্য, তা হয়তো কেউ কল্পনাতেও ভাবে নি। কলকাতা (Kolkata) সহ একাধিক জায়গার রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গেছে। এখন রান্নার গ্যাসের ক্ষেত্রে বেশ কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন আপনারা । এই দাম বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখেই কমানো হয়েছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ ঘরেই এলপিজি সিলিন্ডার (LPG Cylinder Price) পৌঁছে গেছে। এখন এলপিজি সিলিন্ডার প্রতিটি মানুষের প্রয়োজনীয় বস্তু। এই গ্যাস থাকলে রান্নার কাজে অনেকটাই সুবিধা হয়। কিন্তু এমন এক প্রয়োজনীয় বস্তুর দাম যে হারে বেড়ে চলেছে! এখন তো দেশের মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস ওঠার যোগাড় হয়েছে এই কারণে। তবে এই নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গুগল পে এবং ফোন পে-র নিয়মে বড়সড় পরিবর্তন আনলো RBI, না জানলে বিপদে পড়বেন।
বর্তমান সময়ে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder Price) প্রতিটি মানুষের প্রয়োজনীয় বস্তু। কিন্তু তা সত্ত্বেও এই সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। আর এই কারনে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত পরিবারকে। ফলে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের জেরে বদলে যাবে মানুষের দৈনন্দিন জীবনে! অনেকের মুখেই হাসি ফুটবে। জানা যাচ্ছে গ্যাসের দাম কমতে চলেছে। এই সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ও অন্যান্য সাধারণ উপভোক্তারা।
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম এখন থেকে ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা। আর ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ১২৯ টাকা থেকে কমে ৯২৯ টাকা দাঁড়িয়েছে। আর উজ্জ্বলা যোজনার আওতায় সেই সিলিন্ডারের দাম পড়বে মাত্র ৭২৯ টাকা। সেইসঙ্গে জানিয়ে রাখি দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে ছিল ১ হাজার ১০৩ টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ৯৩ টাকা। অপরদিকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৬৮০ টাকা।
মায়া নগরী মুম্বাইতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) আগে ছিল ১ হাজার ১০২ টাকা ৫০ পয়সা। এখন তা কমে হয়েছে ৯০২ টাকা ৫০ পয়সা। আর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম পড়ছে ১ হাজার। ৬৪০ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ১ হাজার ১১৮ টাকা ৫০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৯১৮ টাকা ৫০ পয়সা।
আর ১৯ কেজি বাণিজ্যিক ক্যাশের দাম হয়েছে ১,৮৫২.৫০ টাকা। হায়দ্রাবাদে বাণিজ্য গ্যাসের (LPG Cylinder Price) দাম ৯০৫ টাকা ৫০ পয়সা। সেই গ্যাসের দাম আবার জয়পুরে ৯০৬ টাকা ৫০ পয়সা। পাটনায় আবার গ্যাসের দাম ১০০১ টাকা। ভোপালে সেই দাম কমে দাঁড়িয়েছে ৯০৮ টাকা ৫০ পয়সা। আমেদাবাদে আবার গ্যাসের দাম ৯১০ টাকা। লখনৌ তে গ্যাসের দাম পড়ছে মাত্র ৯৪০ টাকা ৫০ পয়সা।
রাখীর দিনে স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য দারুন সুখবর। উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক।