UPI Payment – গুগল পে এবং ফোন পে-র নিয়মে বড়সড় পরিবর্তন আনলো RBI, না জানলে বিপদে পড়বেন।

UPI Payment – 500 টাকার কমের payment এ rules এর পরিবর্তন আনলো RBI.

ভারতে বর্তমানে একপ্রকার UPI এর স্বর্ণযুগ চলছে বলা চলে। রাস্তার ছোট বড়ো দোকান থেকে বিভিন্ন স্তরের ব্যাবসায়ী দের মধ্যে UPI Payment বর্তমানে বেশ জনপ্রিয় একটি টাকা লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। দেশে ক্রমশ ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ছে এই বিশেষ কিছু সুবিধাজনক থার্ড পার্টি UPI Payment অ্যাপ এর মাধ্যমে। এখন কাছে নগদ টাকা না থাকলেও, বিশেষ সমস্যাতে পড়তে হচ্ছে না সাধারণ মানুষকে। ইউপিআই মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট registered থাকলেই যখন তখন প্রয়োজনে লেনদেন করতে পারছে মানুষ। তবে RBI এবার ইউপিআই নিয়ে নতুন সুবিধাজনক উদ্যোগ নিয়ে আসতে চলেছে, জেনে নিন কি সেই সুখবর!

Advertisement

কি উদ্যোগ গ্রহণ করেছে RBI
সম্প্রতি UPI lite wallet এর মাধ্যমে অফলাইন এ টাকা লেনদেনের পরিমাণ এর সীমা বৃদ্ধি করেছে। RBI কতৃপক্ষ জানিয়েছেন যে, ইন্টারনেটের সমস্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত আরোপ করেছেন তারা। বেশ কিছু এলাকায় ইন্টারনেট সমস্যার জন্য অনলাইনে টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। তাই এবার থেকে অফলাইনে UPI lite wallet এর দ্বারা 200 টাকার বেশি 500 টাকা অবধি টাকা ট্রান্সফার এর সীমা বাড়ানো হয়েছে।

Advertisement

সেপ্টেম্বর মাসে 16 দিন ব্যাংক বন্ধ, দুর্ভওহ এড়াতে তাড়াতাড়ি সেরে নিন গুরুত্বপুর্ন সব কাজ।

2022 সাল থেকে এই অফলাইন UPI lite wallet এর ব্যবস্থা প্রচলিত হয়ে আসছে। ইন্টারনেট কানেকশন ব্যাহত হলেও যাতে সাধারণ মানুষের টাকা transfer না আটকে যায় সেই জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছিল। UPI lite wallet এর উদ্ভাবন এই পরিপ্রেক্ষিতেই করা হয়েছে। তবে এর মাধ্যমে এতদিন আগে পর্যন্ত 200 টাকা পর্যন্তই লেনদেন করা যেত।

বর্তমানে ভারতবর্ষের জনবহুল এবং প্রত্যন্ত সব জায়গাতেই UPI lite wallet বেশ সুবিধাজনক হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।বেসিক মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি বেশ সহজ পদ্ধতি হয়ে উঠেছে টাকা লেনদেনের। বর্তমানে এই পেমেন্ট এর মাধ্যমে দৈনিক 1 কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে।

UPI lite wallet কেনো এতো জনপ্রিয়?
ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হলেও এই মাধ্যমের দ্বারা লেনদেন করা যাবে 500 টাকা অবধি।
এই মাধ্যমে প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক কম বলে দেখা যাচ্ছে।
একটি নির্দিষ্ট সীমা অবধি লেনদেন করা যাচ্ছে।
কম খরচে UPI lite wallet এর মাধ্যমে UPI Payment লেনদেন করা সম্ভব হয়েছে।
সত্যিই কি পিন নম্বর লাগবে না UPI lite wallet এ?

UPI lite wallet এর ব্যবহারকারীরা এখন কোনো পিন নম্বর ব্যবহার না করেই টাকা transfer করতে পারবেন 500 টাকা অবধি। RBI এর গভর্নর শক্তিকান্ত বর্মন জানিয়েছেন যে, UPI Payment ব্যবহারকারীদের সুবিধার্থে টাকা লেনদেন ব্যবস্থায় আরও প্রযুক্তিগত পদ্ধতি চালু করা হয়েছে। তিনি আশাবাদী এই বিষয়ে যে, UPI lite wallet এর এই নতুন সংস্করণ সাড়া দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিকে আরও মজবুত করবে।

Retirement Age বা অবসরের বয়স বেড়ে গেল, উপকৃত হবেন সরকারি কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button