Civic Police: মাত্র কয়েকদিন আগে আরজিকর হাসপাতালের নৃশংস কাণ্ডের পরেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের সিভিক ভলান্টিয়াররা। নিয়ম অনুযায়ী, পুলিশের সহকর্মী বা সহযোগী হিসেবে কাজে নিযুক্ত করা হয় সিভিক পুলিশদের। তারা শুধুমাত্র কোন ভিড় বা বিশৃঙ্খলা দেখলে সেখানে সহায়তা করা বা কোন পূজা অনুষ্ঠানে ভিড় সামলানো, মানুষদের অসুবিধা যাতে না হয় সে সমস্ত দেখাই একমাত্র কাজ।
Civic Police – সিভিক পুলিশ
কিন্তু বর্তমানে পুলিশ পোস্ট অনেক জায়গায় খালি থাকায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে যেগুলো তার এক্তিয়ার এর মধ্যে পড়ে না। যেমন সিভিক ভলেন্টিয়াররা কোনও তল্লাশিতে যেতে পারবেন না। থানায় জিডি করা বা তদন্ত সংক্রান্ত কোনও ফাইল তারা দেখতে পারবেন না। কিন্তু পুলিশ পোস্ট কম হওয়ার জন্য এই সমস্ত কাজগুলো সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হচ্ছে এমনই অভিযোগ উঠে এসেছে এই আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে।
আর এরপরেই নবান্ন নড়েচড়ে বসেছেন নতুন করে নির্দেশিকা তৈরি করতে। এই সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কি কি হবে সেই বিষয়ে একটা সম্পূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছেন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, কিছু কিছু থানায় পুলিশ কম থাকার জন্য সিভিক ভলেন্টিয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছেন। আর তারা তদন্তের কাজও যুক্ত হচ্ছে এমনকি ডেটা আপলোড সহ আরো অনেক কাজ তারা করছেন যার মাধ্যমে তারা নিজেদেরকে অনেক উচ্চ পোস্টে আসনদারি বলে মনে করছেন নিজেদেরকে।
যদিও এতদিন এই বিষয়ে ধামাচাপা পড়েছিল কিন্তু আরজিকর চিকিৎসক ধর্ষণ ও হত্যা কান্ডকে ঘিরে সিভিক ভলেন্টিয়ারদের ঠিক কি রকম কাজ করানো হতো, সেই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং সেই বিষয়ে তথ্য সংগ্রহ করা চলছে প্রত্যেকটি পুলিশ স্টেশন থেকে। এখন থানাগুলিতে পুলিশ কর্মীর সংকট রয়েছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, সরকারি কর্মীদের অপেক্ষার অবসান, কলকাতা হাইকোর্টের বড় রায়
তাই রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে সেই সংকট মেটানোর জন্য। কিন্তু পুলিশকর্মীরা নিজেদের কাজকে সহজ করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের উপরে এই সমস্ত দায়িত্ব চাপিয়ে নিশ্চিন্তে থাকবেন এটা ভাবতেই পারেননি কেউ। কলকাতা হাইকোর্ট থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র পুলিশ কর্মীর সহযোগী হিসেবে নিযুক্ত হবেন সিভিক ভলেন্টিয়াররা।
যদিও সেই নির্দেশ ভাঙ্গা হয়েছে এবং যার জন্যই সর্বদিকে বেহাল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তাই এমন পরিস্থিতিতে নবান্ন থেকে নতুন করে সিভিক ভলেন্টিয়ারদের কাজ সম্পর্কে নির্দেশিকা তৈরি করছেন যেখানে সিভিক ভলেন্টিয়াররা কোন কোন দায়িত্ব নেবেন এবং কোন কোন দায়িত্ব তারা নিতে পারবেন না সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকবে। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.