Holiday – পশ্চিমবঙ্গে আবার নতুন ছুটি ঘোষণা। সেপ্টেম্বরেই টানা 3 দিন ছুটি পাচ্ছেন সকলে।

Holiday – সেপ্টেম্বরের শেষেই টানা 3 দিন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

প্রতিটি সম্প্রদায়ের আরাধ্য দেবতাকে উপলক্ষ্য করে রাজ্য সরকার ছুটির (Holiday) ঘোষণা করেন। এতদিন অবধি করম পূজা ও সবেবরাত উপলক্ষ্যে সেকশনাল হলিডে পালন করা হতো। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নবান্নে ঘোষণা করেন করম পূজা ও সবেবরাত উপলক্ষ্য হিসাবে এই দুটি দিন সম্পূর্ন ছুটি থাকবে।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় এর মতে সকল সম্প্রদায়ের মানুষ যাতে তাদের আরাধ্য দেবতার পুজোয় আনন্দ করতে পারে সেই দিকটি নজর দিয়েছেন। এবার সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ করম পূজা পড়েছে। করম পূজার বার পড়েছে সোমবার। এদিকে শনি ও রোববার রাজ্য সরকারি কর্মচরীদের এমনিতেই ছুটি (Holiday) থাকে। এদিকে সোমবার করম পূজায় ছুটি ঘোষনা করায় পরপর টানা ৩ দিন ছুটি পাচ্ছেন।

Advertisement

জীবন কেটে যাবে ব্যবসা বন্ধ হবে না, 2023 এর সেরা ব্যবসা।

সামনেই দুর্গাপূজা। এমনিতেই ছুটি থাকবে তখন। তবুও দুর্গাপুজোয় ছুটিতে মানুষজন বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন। কলকাতার ঠাকুর দেখতেই বেশি আনন্দ পান কারণ বছরে একবারই মা আসেন আমাদের মাঝে। তাই দূর্গা পুজোর আগে এমন আচমকা ৩ দিন ছুটি পাওয়ায় অনেকেই প্ল্যান করতে পারেন কাছেপিঠে ঘুরে আসার। তাতে মনটাও ভালো হয় আর কাজের প্রেসার থেকে একটু একঘেয়েমি কাটিয়ে আসা যায়। এই ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমে একটু দীঘা, মন্দারমনি, পুরুলিয়া, শান্তিনিকেতন থেকে ঘুরে আসাই যায়।

এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মেদেনিপুর প্রভৃতি জায়গায় আদিবাসীরা করম পুজো করে। তারা করম গাছের ডাল পুতে করম দেবতার উদ্দেশ্যে পুজো করে। এটা তাদের মূলত প্রকৃতির উদ্দেশ্যে পুজো। এইবার নাচ গানের মধ্য দিয়ে উৎসব পালন করবে বলে জানা যায়। আপনি চাইলেও তাদের করম উৎসব দেখতে ও সেখানে সময় কাটাতেও ছুটির ৩ দিন (Holiday) যেতেই পারেন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের ২৩ ও ২৪ শে সেপ্টেম্বর এমনই ছুটি থাকে তার ওপর উপরি পাওনা ২৫ সেপ্টেম্বরের ছুটি তাই পরপর ৩ দিনের ছুটি পেয়ে তাদের মজাই মজা। কেউ কেউ দূর্গা পুজোর শপিং টাও চাইলে করে রাখতে পারেন এই সময়।

পুজোর আগেই 10টি প্রকল্পের সমস্ত টাকা পেয়ে যাবেন রাজ্যবাসী। আপনি পাবেন কিনা দেখুন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলায় সব উৎসব কে সমান গুরুত্ব দেওয়া হয়। এখানে দুর্গাপুজো ও ইদে ছুটি পায় সব সম্প্রদায়ের লোক। তেমনি এইবছর আরও অনেক নতুন ছুটি ঘোষনা করেছেন। রঘুনাথ মুর্মু জন্মদিন থেকে পঞ্চায়েত বর্মার জন্মদিনেও এছাড়া বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি ছিলো। কারণ বাংলায় প্রত্যেক মানুষের মিলনস্থল তাই মমতা বন্দ্যোপাধ্যায় এর মতে সকল ধর্মকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই সেই দিক খেয়াল রেখেই করম পূজা ও সবেবরাত উপলক্ষ্য সরকারি ছুটি ঘোষনা করলো রাজ্য।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button