Oasis Scholarship – ওয়েসিস স্কলারশিপে টাকা একাউন্টে কবে ঢুকবে? দেখে নিন নতুন করে আবেদন করার পদ্ধতি

Oasis Scholarship: রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন। এই সমস্ত স্কলারশিপ গুলোর মাধ্যমে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে। এমন অনেক দুঃস্থ পরিবার রয়েছে যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত না হওয়ার জন্য অনেক ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা করতে ব্যর্থ হয়। সেসব ছাত্রদের জন্য সরকার থেকে স্কলারশিপ ব্যবস্থা করা হয়।

Advertisement

Oasis Scholarship – ওয়েসিস স্কলারশিপ

এই স্কলারশিপের টাকা দিয়ে সেই সমস্ত পড়ুয়ারা তবে ভবিষ্যৎ জীবন উন্নত করে। তেমনি একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ বা Oasis Scholarship. এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের মিলিত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের এই টাকা পেয়ে থাকেন উচ্চশিক্ষা অর্জনের জন্য।

Advertisement

ওয়েসিস স্কলারশিপে বা Oasis Scholarship ২০২৪-২৫ এর নতুন আবেদন শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রী আবেদন করেছেন তারা এখনো পর্যন্ত সেই আবেদনের টাকা পাননি। অনেকে চিন্তা করছেন কবে ওয়েসিস স্কলারশিপের টাকা পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে সে সম্বন্ধে আলোচনা করা হবে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

জানা যাচ্ছে, ওয়েসিস স্কলারশিপে বা Oasis Scholarship আগের বছরে আবেদনকারীরাই এখনো পর্যন্ত টাকা পাননি। তাই এই বছরের আবেদনকারীরা কবে টাকা পাবে সে ব্যাপারে ছাত্র ছাত্রীদের মনে ভাবনা শুরু হয়েছে। ওয়েসিস স্কলারশিপের নিয়ম অনুযায়ী, এই স্কলারশিপের ৬০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। বাকি ৪০ শতাংশ টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।

oasis scholarship amount

ওয়েসিস স্কলারশিপের বা Oasis Scholarship আওতায় দশম শ্রেণীর একজন ওবিসি পরুয়া ৪০০০/- টাকা স্কলারশিপ পেয়ে থাকেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে দেবে ১৬০০/- টাকা এবং বাকি ২৪০০/- টাকা দেবে রাজ্য সরকার। তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর। যদি আগের বছরে যে সমস্ত পড়ুয়ারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছিলেন অর্থাৎ ২০২৩-২৪ বছরে তারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়েসিস স্কলারশিপের বরাদ্দ টাকা পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন, সরকারের এই স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা পাবে 1 লক্ষ টাকা

oasis scholarship status check

তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়ার কথা সেটাই আটকে রয়েছে বলে জানা যাচ্ছে।
এইরকম ক্ষেত্রে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে ছাত্র-ছাত্রীরা জানতে পারবেন তা কত দিন টাকাটা পাবেন। তবে আগস্ট মাসের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে আগের বছরের আবেদনকারীদের টাকা ছাড়া হবে তবে কোন কোন জেলার আবেদনকারীরা আগে টাকা পাবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খবর জানা যায়নি।

আগের বছরের আবেদনকারীদের টাকা পেয়ে যাওয়ার পরেই এই বছরের আবেদনকারীদের টাকা দেওয়া হবে জানা যাচ্ছে। যেহেতু এটা একটি সরকারি স্কলারশিপ তাই আপনার নিশ্চিন্তে থাকুন। সরকারি দপ্তরে অনুদান পৌঁছে গেলেই ছাত্রছাত্রীদের মধ্যে সেই অনুদান তাদের ব্যাংক একাউন্টে নির্দিষ্ট সময় পৌঁছে যাবে। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button