Petrol Diesel Price – পেট্রল-ডিজেলের দামে বিরাট পতন! লিটার পিছু কত টাকা করে কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম, জেনেনিন নতুন রেট।

Petrol Diesel Price – কত টাকা কমলো দাম, জানুন।

সেপ্টেম্বর শুরু হতেই খুশির খবর (Petrol Diesel Price) দেশের মানুষদের জন্য। বর্তমানে খুশির হাওয়ায় ডগমগ মানুষের মন। এক ধাক্কায় অনেকটাই স্বস্তি পেল ভারতবাসী। বেশ কিছুদিন হল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ঘরোয়া রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকির ঘোষণা করেছেন। আরও একটি নতুন খবর অপেক্ষা করে রয়েছে সাধারণ মানুষের জন্য। কী সেই খবর? জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।

ইতিমধ্যে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবন অনেকটা সহজ করেছে কেন্দ্র সরকার। এখন শোনা যাচ্ছে দিপাবলীর আগেই পেট্রোল আর ডিজেলের দাম কমতে পারে। সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আর এরপরেই একটার পর একটা উৎসব লেগেই থাকবে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি, ধনতেরস্, ভাইফোঁটা একাধিক উৎসব অপেক্ষা করে রয়েছে ভারতবাসীর জন্য। এমন উৎসবমুখর পরিবেশে সুখবর দিতে পারে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, উৎসবের মরশুমে পেট্রোল আর ডিজেলের দাম কিছুটা কম থাকবে।

সরকারি কর্মচারীদের জন্য বিরাট খুশির খবর, পুজোর আগে সবার বেতন 9000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

কেন্দ্র সরকার দীপাবলীর সময় পেট্রোল আর ডিজেলের দাম (Petrol Diesel Price) প্রতি লিটারে ৩ টাকা থেকে ৫ টাকা কমাতে পারে বলেই আপাতত শোনা যাচ্ছে। নভেম্বর ডিসেম্বরে কয়েকটি রাজ্যে নির্বাচন আছে। নির্বাচনের আগেই কেন্দ্র সরকার এই পদক্ষেপ নেবে বলেই মনে করা হচ্ছে। জে এম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল এর একটি প্রতিবেদন থেকে এই তথ্য সামনে উঠে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর শুরু হতেই কেন্দ্র সরকার ভারতের ৩৩ কোটি উপভোক্তার জন্য ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Petrol Diesel Price) উর্ধ্বমুখী। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৮৬ ডলারের কাছাকাছি। যদি এই দাম ৮৬ ডলার পেরিয়ে যায় তাহলে তেল বিপণন সংস্থাগুলির আয় ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারি তেলের সংস্থাগুলিতে আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বমুখী দামের কারণে পেট্রোল ও ডিজেলের দামে প্রভাব পড়ে। এই কারণে আগামী কয়েক মাসের মধ্যে ওএমসি গুলো পেট্রোল আর ডিজেলের দাম বেশ কিছুটা কমাতে বাধ্য হচ্ছে। তবে যদি সরকারি ক্ষতিপূরণের সাধারণ ব্যবধান বিবেচনা করা হয় তাহলে এটি ওএমসি গুলির কার্যকরী মূলধন বৃদ্ধি করতে পারে। আরও একবার জানিয়ে দিই দীপাবলীর আগে পেট্রোল আর ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা থেকে ৫ টাকা কমতে পারে।

অপেক্ষার অবসান, অবশেষে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। সমস্ত নিয়ম কানুন জেনে নিন।

Leave a Comment