New Govt Scheme – রাজ্য সরকারের নতুন প্রকল্প! ‘এক পরিবার এক পরিচিতি’ জানুন কি কি সুবিধা পাবেন।
New Govt Scheme – দেখে নিন কিভাবে আবেদন করবেন।
এখনকার সময় আধার কার্ড প্রতিটি ভারতীয়র কাছেই আছে। এটি ভারতবাসীদের কাছে একটি (New Govt Scheme) গুরুত্বপূর্ণ নথি। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আপডেট আর বারবার লিংক করতে বলার কারনে সাধারণ মানুষের বেশ অসুবিধা হচ্ছে। আর এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি -কে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মন্তব্য রাখতে দেখা গেছে। এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ইউনিক ফ্যামিলি আইডেন্টিফিকেশন নম্বর। এর মাধ্যমে প্রতিটি পরিবারের একটি মাত্র পরিচিতি নম্বর থাকবে। যার ফলে আর সাধারণ মানুষকে ঝক্কি পোহাতে হবে না।
আপনারা সকলেই আধার কার্ড সম্পর্কে জানেন। আধার কার্ডের নম্বর কে সরকারি পরিভাষায় বলা হয় ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এই নম্বরের মাধ্যমে দেশের একজন নাগরিককে চিহ্নিত (New Govt Scheme) করা যায়। উক্ত নম্বরের অধীনে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য সরকারের কাছে সংরক্ষিত থাকে। এবার পশ্চিমবঙ্গ সরকার নিজেদের সুবিধার্থে ‘এক পরিবার, এক পরিচিতি’ প্রকল্প নিয়ে আসছে। বর্তমানে পশ্চিমবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও যোজনা চালু আছে।
যে কারণে সাধারণ মানুষ -কে প্রকল্পগুলিতে আবেদন করতে হয়। এক্ষেত্রে একটি পরিবারের প্রতিটি সদস্যকে আলাদা আলাদা ভাবে ফরম পূরণ করে জমা করতে হয়। যা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার সাধারণ মানুষকে এই ঝক্কির হাত থেকে রেহাই দিতে আর সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে প্রতিটি পরিবার পেতে পারে, সেই কারণেই এই প্রকল্পের সূচনা করা হবে।
পশ্চিমবঙ্গে প্রতিটি প্রকল্পের নির্দিষ্ট কিছু শর্ত থাকে। সেই শর্ত মেনেই উপভোক্তাদের আবেদন করতে (New Govt Scheme) হয়। কিন্তু বহুবার এমন দেখা গেছে যে, সেই শর্ত না মেনেই বেশ কয়েকজন আবেদন করে ফেলেছেন। আবার অনেক সময় সব শর্ত মেনেও বেশ কিছু পরিবারের কেউই সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হয় অন্যান্য বাসিন্দাদের পাশাপাশি সরকারকেও। এবার এইসব রোধ করতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শক্ত হাতে ‘এক পরিবার, এক পরিচিতি’ প্রকল্পের সূচনা করতে চলেছে।
বর্তমানে সরকার আধার কার্ড আর খাদ্য সাথী কার্ডের উপর ভরসা করে এই নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রায় ৮ কোটি ৮৩ লক্ষ মানুষের কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। আর তার মধ্য থেকে প্রায় ৮ কোটি ৫৮ লক্ষ মানুষের ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ডের নম্বর সংযুক্ত করা আছে। আধার কার্ড আর খাদ্য সাথী প্রকল্পে প্রতিটি পরিবারের প্রাথমিকভাবে সকল তথ্য যাচাই করা আছে। ফলে এগুলি থেকে সহজেই প্রতিটি পরিবারের সদস্যদের তথ্য সরকার পেয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, আধার কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ড এর মত পরিষেবাগুলিতে নকল করার কোন সুযোগ থাকে না। তাই এখানে দেওয়া সমস্ত তথ্য সঠিক।
এমন প্রকল্প কর্নাটকেও চালু আছে। কর্নাটকে এই প্রকল্পের নাম ‘কুটুম্ব’। এবার কর্নাটকের আদলে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে ‘ইউনিক ফ্যামিলি আইডেন্টিফিকেশন নম্বর’। এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সরকারি প্রকল্পে (New Govt Scheme) আবেদন করার জন্য আর চিন্তা করতে হবে না। নির্দিষ্ট সময় হলেই সরকার নিজে থেকেই সমস্ত সামাজিক প্রকল্পে জনগণের নাম নথিভুক্ত করে দেবে।
প্রয়োজনীয় নথি :- এই প্রকল্পে আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ড আর খাদ্য সাথী কার্ড অথবা রেশন কার্ড লাগছে।
ছুটির বদলে টাকা। সরকারী কর্মচারীরা ছুটি না নিলে ডবল টাকা পাবেন। নতুন আইন সরকারের।