PM Kisan – কৃষক বন্ধুরা শীঘ্রই 3 হাজার টাকা পাবেন একাউন্টে। মোদী সরকারের বড় ঘোষণা।

প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পের মাধ্যমে দেশের অন্নদাতা কৃষকদের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষদের জন্য অনেক রকম প্রকল্প ব্যাবস্থা চালু করেছেন। রাজ্যের মানুষদের অর্থনৈতিক দিক যাতে একটু স্বচ্ছল করা যায় সেই প্রচেষ্টা করে চলছেন। তেমনি রাজ্যের কৃষকদের জন্য কৃষক নিধি যোজনা প্রকল্প চালু করেছেন।

Advertisement

PM Kisan Mandhan Yojana.

PM Kisan Mandhan Yojana তে ৩ বারে টাকা দেওয়া হয় তাদের চাষের সুবিধার জন্য। এই রাজ্যে এখনো কৃষকদের অবস্থা খুব একটা উন্নত মানের নয়। যদিও কৃষকরা হলেন খাদ্য শক্তির জোগানদার। তারা চাষ না করলে কোনো মানুষের খাবার সংস্থান হওয়ার কথা ভাবাই যায় না। তাই তাদের আর্থিক দিক কিভাবে আরও উন্নত করা হয় সেই দিক নিয়ে মোদী সরকার আরও একটি অভিনব কর্মসূচি শুরু করতে চলেছেন।

Advertisement

এই প্রকল্পের (PM Kisan Mandhan Yojana) অধীনে, ১৮ থেকে ৪০ বছর বয়সের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতিমাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা জমা করতে পারবেন। শুধু তাই নয়, সরকারও প্রতি মাসে সমান পরিমাণ অর্থ জমা করবে সেই কৃষকদের জন্য। সেই কৃষকের বয়স যখন ৬০ বছর হবে তখন একজন কৃষক প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।

যেভাবে প্রত্যেকটি সরকারি চাকরিতে একটা বয়সের পর চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে টাকা পান এখন বেশিরভাগ বেসরকারি অফিসেও স্যালারি থেকে কিছু টাকা কেটে সেটাই সেই ব্যক্তির নামে রেখে দেওয়া হয়। সেটাই তার চাকরির পর্যায় শেষে এককালীন একটা টাকা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী এমন ব্যাবস্থা যাতে রাজ্যের চাকরি না করা মানুষের জন্যও হতে পারে সেই দিকটা দেখে এই প্রকল্পের (PM Kisan Mandhan Yojana) ব্যাবস্থা করেছেন।

রাজ্যের কৃষকরা যতদিন শরীরে দেবে ততদিন নয়তো চাষ করে টাকা ইনকাম করলেও বয়স হলে তারা যখন চাষ করার মতোন দৈহিক শক্তি থাকবে না তাদের সংসার চলবে কি করে? সেই ভাবনা থেকে কিষাণ মানধন যোজনার (PM Kisan Mandhan Yojana) মাধ্যমে একজন কৃষক যদি তার আয়ের থেকে কিছুটা অর্থ এই প্রকল্পে জমা করেন আর সরকার থেকেও কিছু অর্থ তার নামে জমা করেন তবে এই টাকা বেড়ে গিয়ে বৃদ্ধ বয়সে একটা মোটা অঙ্কের টাকা তিনি পেতে পারবেন।

জেনে নেওয়া যদি এই PM Kisan Mandhan Yojana প্রকল্পের প্রধান সুবিধা গুলি – এটি কৃষকদের বৃদ্ধ বয়সে অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে, এটি কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করে, এটি কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করে, বার্ধক্য জনিত রোগে এই টাকা অনেকটাই কাজে লাগবে। কারা পাবেন এই প্রকল্পের টাকা? এই প্রকল্পের জন্য সমস্ত কৃষক এই টাকা পাবেন না।

একজন কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। একজন কৃষকের ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আর তার নামে জমির রেকর্ড থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana) অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করা যেতে পারে। আবেদন কিভাবে করবেন, অফলাইনে আবেদন করতে, একজন কৃষক তার নিকটস্থ CSC (Customer Service Center) সেন্টার বা গ্রামীণ ডাকঘরে যেতে পারেন।

Primary TET Exam (প্রাথমিক টেট পরীক্ষা)

সেখানে গেলেই আধিকারিকরা আপনাকে বলে দেবেন কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেই অনুযায়ী সে গুলো নিয়ে তাদের দিলেই আর প্রয়োজনীয় তথ্য বললেই তারাই আবেদন করে দেবেন। এর জন্য প্রথমে www.maandhan.in ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে পরপর যে অপশন থাকবে তাতে ক্লিক করে আবেদন করতে হবে। তবে PM Kisan Mandhan Yojana এ সম্পূর্ণ পদ্ধতি এখনো জানা যায়নি।

পোস্ট অফিসের এই স্কিমে পাবেন অবাক করা রিটার্ন, একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিন্ত।

এরপরে জানলে আমরাই আপনাকে পরবর্তী খবরে জানিয়ে দেবো। কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্প (PM Kisan Mandhan Yojana) রাজ্যের কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে ও বৃদ্ধ বয়সের আর্থিক নির্ভরতা পাওয়ার জন্য এই বিশেষ কৃষি মানধণ প্রকল্প চালু করেছেন। আর এই ধরনের আরও সুবিধা লোকসভা ভোটের আগে সরকারের তরফে ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Shampa Debnath.

জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার জন্য এক ক্লিকেই জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button