ভারত কৃষি প্রধান দেশ সেই দেশের কৃষকদের জন্য নতুন এক প্রকল্প চালু করেছে সরকার যার নাম প্রধানমন্ত্রী কুসুম যোজনা বা PM Kusum Yojana। কৃষকরা নিজদের পরিশ্রমে কৃষিকাজ করে ফসল ফলায়। তবে দেশের কৃষকদের অর্থনৈতিক অবস্থা তেমনটা উন্নত নয়। তাই কেন্দ্রীয় সরকার কৃষকদের অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নয়নের জন্য কিষান যোজনা চালু করেছেন। এই যোজনার মাধ্যমে কৃষকরা তিনটি ধাপে ছয় হাজার টাকা পেয়ে যাবেন।
PM Kusum Yojana New Scheme Benefits for Farmers
এই টাকা দেওয়া হয় যাতে কৃষকরা সার কীটনাশক প্রভৃতি কিনে কৃষি কাজের লাগাতে পারে। তবে এই কিষান যোজনার পাশাপাশি আরেকটি প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছেন যাতে কৃষকরা আরেকটু সুবিধা পেতে পারে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কুসুম যোজনা তথা PM Kusum Yojana বা প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা ইভম উত্থান মহাবিয়ান যোজনা।
এই প্রকল্পের উদ্দেশ্য
১) কৃষকদের সেচের কার্যে সাহায্য করার জন্য ২০১৯ তে এই প্রকল্পের সূচনা করে মোদি সরকার।
২) এছাড়া গ্রামীণ এলাকায় সৌর বিদ্যুৎকেন্দ্র সরবরাহ করে পরিবেশ দূষণ কমানো আরেকটি প্রধান লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে অ-জীবাশ্ম-জ্বালানী উত্স থেকে বৈদ্যুতিক শক্তির ইনস্টল করা ক্ষমতার অংশকে ৪০শতাংশে উন্নীত করা।
৩) কৃষকদের আয় বাড়াতে এবং কৃষি খাতে সেচ ও ডি-ডিজেলাইজেশনের উৎস প্রদান করাও এই প্রকল্পের উদ্দেশ্য।
৪) এটা চালু করা হয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক-এর নির্দেশ অনুসারে।
কি কি সুবিধা পাবে কৃষকরা
১) এই প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প স্থাপন করে দক্ষতার সঙ্গে তাদের জমিতে সেচ দিতে সক্ষম হবে।
২) পাম্পটি ডিজেল চালিত পাম্পের চেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে পারবে।
৩) এটি কৃষকদের আয়ের সুযোগ বাড়িয়ে দেয়। তারা সরাসরি সরকারের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারে।
৪) এটি ভূগর্ভস্থ জলের অতিরিক্ত শোষণ পরীক্ষা করার ক্ষমতা রাখে এবং কৃষকদের অবিরাম বিদ্যুৎ সরবরাহ করে
ভোটের আগে একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কীভাবে আবেদন করবেন দেখেনিন?
এই প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ
এই প্রকল্পের মাধ্যমে একদল কৃষক, বা ব্যক্তিগত ভাবেও কৃষক সোলার পাম্প বসানোর জন্য আবেদন করতে পারে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত মোট খরচ তিনটি বিভাগে সরকার প্রদান করবে। কৃষকদের ৬০শতাংশ ভর্তুকি দেবে এবং খরচের ৩০শতাংশ ঋণ আকারে দেবে। মোট ব্যয়ের মাত্র ১০শতাংশ কৃষকদের দিতে হবে (PM Kusum Yojana).
আবেদন করার জন্য যোগ্যতার মানদন্ড
একজন ব্যক্তিগত বা দলগতভাবে আবেদন করতে পারবেন।
১) সৌর বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ০.৫মেগাওয়াট থেকে ২মেগাওয়াটের মধ্যে হওয়া উচিত ।
২) আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে।
৩) প্রতি মেগাওয়াটের জন্য আনুমানিক ২ হেক্টর জমির প্রয়োজন হবে।
কৃষকবন্ধুদের লক্ষ লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে। নতুন ঘোষণা শুনে খুশি অন্নদাতারা।
আবেদন প্রক্রিয়া
কেন্দ্রীয় সরকারের কুসুম যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্ররয়োজনীয় নথি আপলোড করে ফ্রম ফিলাপ করতে লাগবে। যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো হলো – আধার কার্ড, জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর তথ্য এবং একটি ঘোষণাপত্র। আপনিও যদি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান যোজনায় বা PM Kusum Yojana আবেদন করে থাকেন তার সাথে অতিরিক্ত সুবিধা পেতে এই প্রকল্পটিতেও আবেদন করতে পারেন।
Written by Shampa debnath.