কে কে পেলেন আবাস প্লাস যোজনার টাকা, ফাইনাল লিস্ট Download করে চেক করুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২৫ শে জুন ২০১৫ সালে “প্রধানমন্ত্রী আবাস যোজনা” শুরু করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশের সকল নাগরিককে বাড়ি প্রদান করা। মুলত BPL – Below Poverty Line অর্থাৎ আর্থিক ভাবে সবচেয়ে দুর্বল শ্রেণির নাগরিকদের মাথা প্রদান করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে ২০২২ এর শেষ পর্যন্ত।

Advertisement

আবাস প্লাস যোজনার নামের লিস্ট দেখে নিন।

২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত সারা দেশে ১ কোটির বেশি নাগরিকদের ঘর প্রদান করা হয়েছে। প্রতিব্যাক্তি কে ২ লক্ষ ৬৭ হাজার টাকা ঘর বানানোর জন্য প্রদান করা হয়। ৬০% কেন্দ্রীয় সরকার ও ৪০% রাজ্য সরকারের দ্বারা প্রদান করা হয়ে থাকে। দেশে ১ কোটি ঘর প্রদানের জন্য সরকারের এখনও পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর টাকা পাবেন কীভাবে? মানতে হবে এই নিয়ম, নইলে লিস্টে উঠবেনা নাম।

আবাস প্লাস যোজনায় প্রকল্পের জন্য কি যোগ্যতা থাকতে হবেঃ-
১. ৭০ বছরের কমে সকলে আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীর নিজস্ব জমি থাকতে হবে।
৩. আবেদনকারীর নিজের বা পরিবারের কোন লোকের নামে সম্পত্তি থাকলে হবে না।

এই প্রকল্পের অধীনে কারা আবেদন করতে পারবেঃ-
১. EWS – Economic Weaker Section শ্রেণির নাগরিকরা যাদের বার্ষিক আয় ৩ লাখ টাকা পর্যন্ত তারা আবেদনের যোগ্য।
২. LIG – Low Income Group এর ক্ষেত্রে এই আয় ৬ লক্ষ টাকা বার্ষিক।
৩. MIG – I – Middle Income Group 1 দের বার্ষিক আয় ১২ লক্ষের কম হতে হবে।
৪. MIG – II – Middle Income Group 2 শ্রেণির ক্ষেত্রে ১৮ লক্ষের কম আয় হলে তারা আবেদনের যোগ্য।

আবাস প্লাস যোজনা কীভাবে দেখবেন আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনাঃ-
১. আপনাকে Google Chrome খুলে নিতে হবে।
২. এর পরে www.pmayg.nic.in এই ওয়েবসাইটের নাম লিখে নিতে হবে।
৩. Stekholdar অপশনে ক্লিক করুন।
৪. “Awas Plus Family Member Details” এ ক্লিক করুন।
৫. নিজের রাজ্যের নাম লিখে দিন।

উৎসবের মুহূর্তে কমলো রান্নার LPG Cylinder Gas এর দাম, কত টাকা দিতে হবে?

৬. আবাস প্লাস যোজনার আই ডি লিখে দিতে হবে, Get Details এ ক্লিক করুন।
৭. এই সামান্য কাজ করলে আপনি আপনার যোজনা সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।
৮. “Awas Plus Id” পাওয়ার জন্য আপনি নিজের স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত বা BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button