প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প ১ লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু করা হয়েছিল। দেশের সকল কৃষকদের নূন্যতম রোজগার সুরক্ষিত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক সরকারি পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত ২ কোটি ৫৫ লক্ষ কৃষক এই প্রকল্পের অধীনে সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কত টাকা, কবে পাবেন দেখুন।
কেন্দ্রীয় সরকারের অধীনস্ত কৃষি মন্ত্রালয় এর পক্ষ থেকে এই আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রতি কৃষককে তিন মাস অন্তত ২ হাজার টাকা নুন্যতম রোজগার দেওয়া হয়ে থাকে। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১ টি কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম বদল, আবেদনের আগে অবশ্যই সবটা জেনে নিন।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে শীঘ্রই ১২ তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে উপকৃত হতে চলেছে দেশের প্রায় ৯ কোটি ৩০ লক্ষ কৃষকেরা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে প্রতিবছর ৭৫ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দেশের কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এই নিয়ে এক দফা চর্চাও সেরে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের সকল সরকারি ব্যাংকে আবেদনের মাধ্যমে এই ঋণের সুবিধা পাওয়া যাবে।
আমাদের অন্নদাতা অর্থাৎ কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প ছাড়াও প্রধানমন্ত্রী মানধন যোজনা নিয়ে এসেছে, এই প্রকল্পের মাধ্যমেও কৃষকদের প্রতিমাসে ৩ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কৃষকদের জন্য এই ধরণের প্রকল্প শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ছাড়াও দেশের বাকি সকল রাজ্যে সরকারের তরফেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তেলেঙ্গানা সরকারের তরফে ঋতু বন্ধু, পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু, অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে অন্নদাতা সুখীভব, ওডিসা সরকারের পক্ষ থেকে কালিয়া প্রকল্প হল এর পরিচয়। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প ছাড়াও প্রধানমন্ত্রী মানধন যোজনার অধীনে প্রতিমাসে ৩ হাজার টাকা পেনশন পাওয়ার জন্য কৃষকদের ৬০ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম জমা করতে হবে।
রাজ্যে আবাস যোজনার নতুন নিয়ম। না জানলে টাকা এসেও ফেরত চলে যাবে।
যখন কৃষকদের ৬০ বছর বয়স অতিক্রান্ত হয়ে যাবে তার পর থেকে প্রতিমাসে আজীবন পেনশন পাবে কৃষকেরা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি অন্নদাতারা।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।