Economy Meal – মাত্র ২০ টাকায় ভরপেট খাবার দেবে রেল, মেনুতে থাকছে বাহারি সব পদ, জানুন কোন কোন স্টেশনে পাবেন।

Economy Meal – মাত্র 20 টাকায় শিয়ালদা-সহ এই 8 টি স্টেশনে চালু ‘ইকোনমি মিল’, দেখেনিন কি কি খাবারে পাবেন?

ভারতের বেশিরভাগ মানুষ নিজেদের গন্তব্যের জন্য বেছে নিয়েছে রেলওয়ে (Economy Meal) পরিষেবা। রোজ প্রায় কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। যার মধ্যে থেকে বেশিরভাগ মানুষই জেনারেল কোচের যাত্রী। এই মানুষদের জন্যই ভাবনা শুরু করেছিল সরকার। সকলের পক্ষে এসি কামরা বা ফার্স্ট ক্লাস বুক করা সম্ভব হয় না। ভারতবর্ষের বহু মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাই তাঁদের কাছে জেনারেল কামরা ব্যবহার করাই সমীচীন।

Advertisement

তাই সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই জেনারেল কম্পার্টমেন্টে ‘ইকোনোমি মিল’ চালু করার পরিকল্পনা (Economy Meal) করেছে রেলওয়ে। এর ফলে খুব সস্তায় পেট ভর্তি খাবার পেয়ে যাবেন যাত্রীরা। আর খাবার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, জেনারেল কোচের যাত্রীদের। এতদিন পর্যন্ত জেনারেল কামরায় কোন ‘মিল’ সিস্টেম চালু না থাকায়, কোন স্টেশনে ট্রেন থামা মাত্রই তাড়াহুড়ো করে খাবার জোগাড় করতে হত জেনারেল কোচে সফররত যাত্রীদের। এ এক আলাদাই চিন্তার বিষয় যাত্রীদের কাছে। এতে যাত্রীদের হুজ্জুতি হত খুব।

Advertisement

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, জানুন কি জানালো আবহাওয়া দপ্তর।

এবার থেকে আর জেনারেল কোচের যাত্রীদের স্টেশনে নেমে খাবার কিনতে বা খাবার যোগাড় করতে হবে না। কারণ যেখানে জেনারেল কোচ থামবে সেখানেই ব্যবস্থা থাকবে ‘ইকোনমি মিল’ এর। এই ব্যবস্থা শিয়ালদা সহ রাজ্যের মোট ৯ টি স্টেশনের জেনারেল কামরায় করা হয়েছে। এই মর্মে রেল কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল। শিয়ালদা, আসানসোল, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, দুর্গাপুর, খড়গপুর ও হিজলি তে জেনারেল কামরার যাত্রীরা ‘ইকোনমি মিল’ পেয়ে যাবেন।

ইকোনোমি মিলের মেনু :-
ইতিমধ্যেই রেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানা যাচ্ছে মাত্র ২০ টাকায় ‘ইকোনমি মিল’ পাওয়া যাবে। এই মিলের মেনুতে রয়েছে- ৭ টি পুরি অথবা ১৭৫ গ্রাম কচুরি। সাথে পেয়ে যাবেন ১৫০ গ্রাম আলুর তরকারি আর ১২ গ্রাম আচার। অতিরিক্ত তিন টাকা দিলে পেয়ে যাবেন ২০০ মিলিলিটারের জল।

এর পাশাপাশি রয়েছে ৫০ টাকার মেনু। এতে আপনারা পেয়ে যাবেন- রাজমা, ছোলা, পাও ভাজি, ভাত, মসলা ধোসা, খিচুড়ি, ছোলে ভাটুরে। সব মিলিয়ে এগুলির ওজন হবে ৩৫০ গ্রাম। তবে এইসব পদের থেকে যেকোনো একটি পদ নিতে পারবেন যাত্রীরা। এই দাম জিএসটি মিলিয়ে নির্ধারিত করা হয়েছে।

জানা যাচ্ছে, গোটা দেশের প্রায় ৬৪ টি রেল স্টেশনে এই ইকোনমি মিলের ব্যবস্থা শুরু হয়েছে। পূর্ব রেলের আওতায় রয়েছে ২৯ টি স্টেশন। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার থেকে শিয়ালদা সহ দেশের ৫১ টি স্টেশনে এই মিল চালু হয়েছে। আর বৃহস্পতিবার থেকে বাকি ১৩ টি স্টেশনেও এই পরিষেবা চালু হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি এই ‘ইকোনমি মিল’ কিনতে কোন টিকিটের প্রয়োজন নেই।

জুলাই মাসে আরও 5 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক, গ্রাহকের টাকার কি হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button