Primary Tet – প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে বাকি খবর জানতে পরুন বিস্তারিত।
২০২১ সাল থেকে চলে আসছে নিয়োগ দুর্নীতি (Primary Tet) মামলা। এই বিতর্কের মাঝেই এসেছে নতুন গুরুত্বপূর্ণ আপডেট। প্রায় ১১ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে এই আপডেট। গত বছর ১১ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ঘোষণা প্রকাশ পেয়েছিল। সেই মর্মে প্রকাশ হয়েছিল বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষাবর্ষক থেকে জানা যাচ্ছে এই শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই প্রক্রিয়ার সম্পূর্ণ হলেই বেরবে চাকরিপ্রার্থীদের মেধা তালিকা।
তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা করার আগে আরও তিনটি ধাপে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখবে পর্ষদ। তারপর এই বের করা হবে চূড়ান্ত মেধা তালিকা। এবার নিয়োগ নিয়ে আর কোন বিতর্ক চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিতর্ক এড়াতেই এত নিখুঁতভাবে নিয়োগ তালিকা বের করতে চাইছে। তবে সব ঠিক থাকলে আগস্ট মাসের মধ্যেই এই ১১ হাজার শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ পাবে। গত বেশ কয়েক বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির স্পষ্ট ছাপ পাওয়া গেছে। এমনকি বেশ কয়েকজন প্রার্থীর অ্যাপ্টিটিউড স্টেজ না নিয়ে সরাসরি এসএমএস এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে বেশ কয়েকটি মামলা রুজু হয়েছে আদালতে।
ইতিমধ্যে বহু শিক্ষকের চাকরি (Primary Tet) আছে। তবে ২০১৬ সালের নিয়োগ হওয়া প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক এর ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো শুনানি হয়নি। এবার বিতর্ক এড়াতেই সব রকম সাবধানতা অবলম্বন করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিতর্কের জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী ছাটাই পর্যন্ত হয়েছে। বেশ কিছু নেতা মন্ত্রী -কে এর সাথে জড়িত পাওয়ায় বর্তমানে তাঁদের স্থান হয়েছে শ্রী ঘরে। বহু গোলযোগ ধরা পড়েছে গোটা সিস্টেমে।
আর নতুন করে কোন বিতর্ক বা মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৪ শে জুলাই অর্থাৎ আগামী সোমবার এই ১১ হাজার শিক্ষক নিয়োগের শেষ পর্যায়ের ইন্টারভিউ (Primary Tet) নেওয়া হবে। সেদিন ১৯ তম ইন্টারভিউ এর জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের একাংশ -কে। ৪০ হাজার চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করেছিলেন। চাকরিপ্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট হবে এবার শিক্ষকদের চক ডাস্টারের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে। এই সমস্ত প্রক্রিয়া মেটার পর যত দ্রুত সম্ভব চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। অবশ্য এই নিয়ে বেশি কিছু সভাপতি গৌতম পাল সাংবাদিকদের বলতে চাননি।
পশ্চিমবঙ্গের ডিএ মামলার বড় আপডেট, সুপ্রিমকোর্টের নয়া নির্দেশ।