Bank Privatization – দেশের জনপ্রিয় সরকারি ব্যাংক গুলো কে বেসরকারি করার প্রক্রিয়া। তালিকায় আছে কোন কোন ব্যাংক?

কেন্দ্রের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার ব্যাংকগুলিকে প্রাইভেটাইজেশান (Bank Privatization) করারা উদ্যোগ নিয়েছে। ব্যাংক প্রাইভেটাইজেশান নিয়ে জল্পনা অনেক দিন আগের থেকেই। এবার ফের একবার ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে বড় খবর। বেশ কিছু ব্যাঙ্ককেই সরকার বেসরকারিকরণের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সরকার মনে করছেন ব্যাংক প্রাইভেটাইজেশানের মাধ্যমে ব্যাংক কর্মীদের কাজের প্রতি একটি বিশেষ প্রেশার সৃষ্টি হবে তারা কাদের কাজের প্রতি সচেতন থাকবেন।

Bank Privatization News

বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। বেশিরভাগ মানুষ তাদের অ্যাকাউন্ট সরকারী ব্যাঙ্কে খুলেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাহকেরা অভিযোগ করেন যে সরকারি ব্যাংক গুলিতে ঠিক ভাবে পরিষেবা পাওয়া যায়না। এক্ষেত্রে সেই সম্ভাবাও কমবে। সরকারি কর্মচারীরা কেন্দ্রের এই বেসরকারিকরণের সিদ্ধান্তে যারপরনাই অখুশি। ব্যাংক প্রাইভেটাইজেশান সম্পর্কে আরও জানতে প্রতিবেদনটি পড়ুন বিস্তারিত।

55 তম ব্যাংক জাতীয়করণ দিবসের পূর্বদিনে আখিল ভারতীয় ব্যাংক কর্মকর্তা সংঘ এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে ব্যাংক প্রাইভেটাইজেশানের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেশের সকল সরকারি ব্যাংক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরদা, ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক সহ সকল সরকারি ব্যাংক গুলিকে বেসরকারি ব্যাংক (Bank Privatization) বানাবে কেন্দ্র।

ব্যাংক কর্মকর্তা সংঘ AIBOC এর মতে, 1969 সালে জাতীয়করণের পর থেকে সরকারী ব্যাংকগুলো অর্থনৈতিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাংকিং ব্যবস্থায় সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই PSB গুলো কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প শিক্ষা এবং অবকাঠামো-র মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে লনের মাধ্যমে অর্থ প্রদান করে সামাজিক উন্নতিতে অবতরন হয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে আবারো সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত 3 দিন ছুটি তালিকা দেখে নিন

এছাড়াও অর্থনৈতিক উন্নয়ন এবং বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং লক্ষ লক্ষ ভারতীয়কে ব্যাংকিং পরিষেবা প্রদানে PSB গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু 2019 সালের অগাস্টে সরকার 10 টি ব্যাঙ্কের মধ্যে 4টি মিশিয়ে দিয়েছিল। যার পরে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা 27 থেকে 12 -তে নেমে এসেছে। তারপরে ব্যাংক প্রিভেটাইজেশান নিয়ে উদ্যোগ থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি সরকার।

অর্থমন্ত্রী গত বছরের বাজেটে আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের (Bank Privatization) ঘোষণা করেছিলেন। ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করেছে সরকার। AIBOC-এর মহাসচিব রুপম রায় বলেছেন যে PSB গুলোর উপর নিজিকরণ বা প্রাইভেটাইজেশন এর হুমকি রয়েছ। অর্থ মন্ত্রণালয় মতামত দিয়েছে যে এই সকল ব্যাংককে নিজিকরণের বাইরে রাখা উচিত।

এর আগে সরকার ব্যাংক একত্রীকরণে (Bank Merge) সফল হলেও সরকারি ব্যাংকগুলিকে বেসয়ারকারি করতে পারেনি। আশা করা যাচ্ছে এইবার ব্যাংকগুলি বেসরকারি বাঙ্কে পরিণত হবে এবং ব্যাংক কর্মচারীরা এর বিরোধিতা করলেও সাধারন জনগন এর সুফল পাবেন। আপনিও এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমদের NEWS channel এ।

1 thought on “Bank Privatization – দেশের জনপ্রিয় সরকারি ব্যাংক গুলো কে বেসরকারি করার প্রক্রিয়া। তালিকায় আছে কোন কোন ব্যাংক?”

Leave a Comment