Interest Rates: কোন ব্যাংকে বিনিয়োগ করলে বেশি সুদ? বর্তমানে এই ব্যাংকগুলি দিতে চলেছে আমানতে ৯% পর্যন্ত সুদ

বর্তমানে সকলেই নিরাপদে এবং অপেক্ষাকৃত বেশি সুদের হারে (Interest rates) নিজের সঞ্চিত টাকা বিনিয়োগ করতে চান। আর এর মধ্যে রয়েছে লসের সম্ভাবনা। তাই বর্তমানে কোন ব্যাংকে বেশি সুদ (Interest Rates) দিচ্ছে জেনে নিন।

Which Bank is Providing Highest Interest rates

চলতি মাসে ৯% সুদের সুবিধা দেওয়া হচ্ছে এই কয়েকটি ব্যাংক এর তরফে। আপনার এই ব্যাংক গুলিতে আপনার অ্যাকাউণ্ট আছে কিনা। ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুল্য বৃদ্ধি রোধ করার জন্য রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। প্রথমে জেনে নিন এই রেপো রেট সম্পর্কে, যখন আমরা কোন ব্যাংক থেকে লোনের (Bank Loan) জন্য আবেদন করি তখন ব্যাংক গুলি আমাদের একটা নির্দিষ্ট সুদে ঋণ প্রদান করে থাকে।

এই রকমই RBI র থেকে এই সকল ব্যাংক গুলিকে যেই সুদে ঋণ দেয় সেই ঋণকেই রেপো রেট বলে।
মহামারীর জন্য বিগত ২ বছর ধরে এই রেপো রেট বাড়ানো হয়নি RBI এর তরফে। কিন্তু এই মহামারী ধাক্কা কাটিয়ে উঠে সকল বস্তুর চাহিদা বেড়ে যায়। এর ফলে মুল্যবৃদ্ধি চরমে ওঠে আর এই মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রন করার জন্য আগামী সেপ্টেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫.৪০% থেকে ০.৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০% করা হয়। এছাড়াও রিভার্স রেপ রেট বেড়ে ৩.৩৫% হয়েছে।

এখনকার দিনে দেশের সকল নাগরিকরা নিজেদের আমানত জমা রাখার জন্য প্রথমেই পছন্দ করে ফিক্সড ডিপোজিট। এবার RBI এর তরফে রেপো রেট বৃদ্ধির পরে সকল ব্যাংকের পক্ষ থেকে সঞ্চয়ের ওপর সুদ বৃদ্ধি করা হয়েছে। এর অতিরিক্ত সকল ব্যাংকই নিজেদের প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ প্রদান করে থাকে। আজকে আমরা এই রকম দুটো ব্যাংকের কথা বলব যেখানে টাকা রেখে আপনি ৯% পর্যন্ত সুদ পেতে পারেন।

আরও পড়ুন, দেশের জনপ্রিয় সরকারি ব্যাংক গুলো কে বেসরকারি করার প্রক্রিয়া। তালিকায় আছে কোন কোন ব্যাংক?

সূর্যোদয় স্মল ফাইনান্স ব্যাংক

এই ব্যাংকের পক্ষ থেকে চলতি ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তারা ০.৫০% বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ২ কোটি টাকার কম সকল ধরনের এককালীন আমানতের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ১৫ থেকে ৫ বছরের মধ্যে আপনাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) নিতে হবে। দেশের সাধারণ নাগরিকরা ৯.০১% সুদ পাবে। প্রবীণ নাগরিকরা ৯.২৬% সুদ (Interest Rates) পাবেন।

ইউনিটি স্মল ফাইনান্স ব্যাংক

এই ব্যাংকের পক্ষ থেকে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে ১৮১ থেকে ৫০১ দিনের জন্য আমানতের ওপরে সাধারণ নাগরিকদের ৮.৫০% এবং তাদের প্রবীণ গ্রাহকদের জন্য এই সুদ ৯% হতে চলেছে।
এই বিষয়ে আপনাদের মত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর পাওয়ার জন্য।

Leave a Comment