SBI – 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই কাজটি নইলে কড়া শাস্তি।
SBI (State Bank of India) ভারতবর্ষের ব্যাংকিং সেক্টর গুলির মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। কোটি কোটি মানুষ বর্তমানে SBI এর গ্রাহক এই দেশে। এই ব্যাঙ্কিং সংস্থা গ্রাহকদের পরিষেবা আরও সুবিধাজনক করে তুলতে, প্রতিনিয়ত বিশেষ পদক্ষেপ গ্রহণ করে থাকে। SBI এর গ্রাহকরা কিছুদিন যাবত বিশেষ কিছু মেসেজ পাচ্ছেন ব্যাংকিং সংস্থা থেকে। এই দেখে একপ্রকার সাড়া পড়ে গেছে গ্রাহকবৃন্দের মধ্যে। আপনারও যদি SBI তে অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই সঙ্গে লকারেরও ব্যবস্থা থেকে থাকে, তবে অবশ্যই জেনেনিন এই জরুরি প্রতিবেদনটি। ব্যাংকের লকারের সুবিধাপ্রাপ্ত গ্রাহকদের ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে।
ব্যাঙ্কিং লকার সংক্রান্ত নতুন নতুন বিধি প্রকাশ করেছে আরবিআই। ফলোবশত, সকল ব্যাংকিং সেক্টর গুলি নিজেদের লকার সংক্রান্ত চুক্তিগুলো পুনরায় নতুনিকরণ করছে। ব্যাঙ্কিংসূত্রে খবর, ব্যাঙ্কের সকল গ্রাহকদের যাদের লোকারের ব্যবস্থা আছে, তাদের সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। SBI ও নিজেদের লকার সংক্রান্ত চুক্তি নিয়ে একপ্রকার নড়েচড়ে বসেছে গ্রাহকদের সতর্ক করতে।
এই বছরের 23 জানুয়ারি RBI এর তরফ থেকে নতুন বিধি প্রকাশিত হয়। নতুন কয়েকটি ধাপে ব্যাংকগুলো নিজেদের সংস্থায় নতুন প্রক্রিয়া চালু করতে পারবে। RBI এর নির্দেশঅনুসারে, 30 জুন 2023 এর মধ্যে 50 শতাংশ কাজ এবং বাকি 75 শতাংশ কাজ 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে ব্যাঙ্কিং সংস্থাগুলিকে। এই কারণে, গ্রাহকদের ক্রমাগত সতর্কমূলক বার্তা পাঠাচ্ছে SBI। সম্পূর্ণ কাজ সম্পন্ন করার শেষ সময় 30 ডিসেম্বর, 2023 অবধি নির্ধারিত করা হয়েছে।
দেশের সমস্ত ব্যাঙ্কিং সংস্থাগুলির জন্য RBI সংশোধিত লকার বিধি অনুসরণ করতে কঠোর নির্দেশ দিয়েছে। RBI এর করা লকার বিষয়ক সকল প্রকার চুক্তিগুলো চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এমতবস্থায়, সকল ব্যাঙ্ক নিজেদের গ্রাহকদের সফলভাবে এই নতুন চুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করাতে চাইছে।
ব্যাঙ্কিং স্বচ্ছতা, নিরাপত্তা এবং আমানতের দক্ষ ব্যবস্থাপনা নির্দিষ্ট করতে RBI এর এই নতুন সিদ্ধান্ত আরোপ করেছে বলে জানা গিয়েছে। এই নির্দেশিকা গুলি নতুন আমানত লকারের পাশাপাশি পুরনো আমানত লকার গুলির নিরাপত্তা ব্যবস্থা আরো সুনিশ্চিত করবে। সেই সঙ্গে লকার সংক্রান্ত যাবতীয় অন্যান্য সুবিধাগুলির ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। ২০২২ সালের ৮ই আগস্ট আর বি আই সংশোধিত নতুন লকার চুক্তির বিষয়ে জানায় যে লকারে থাকাকালীন গ্রাহকের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক কর্তৃপক্ষ সমান মূল্যের পার্থক্য মেটাতে দায়বদ্ধ থাকবে।
পূর্বে ব্যাংক গ্রাহকদের লকার চুক্তির সংশোধনের ৩১শে ডিসেম্বর ২০২২ অব্দি নির্দিষ্ট ছিল। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে সেই সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত স্থির করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মেসেজিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের প্রতিনিয়ত লকার চুক্তি সংশোধনের জন্য বার্তা দিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কিং সংস্থাগুলি।
সংশোধিত ব্যাঙ্কিং চুক্তিতে এটাও জানানো হয়েছে যে গ্রাহকদের সম্পদ ব্যাঙ্ক লকারে থাকাকালীন যদি কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে উক্ত ব্যাঙ্কিং সংস্থা। ব্যাঙ্ককর্মীদের জালিয়াতি বা অশালীন কার্যকর্মে যদি গ্রাহকদের সম্পদের কোন ক্ষতি হয়, তাহলে লকার প্রতি উক্ত ব্যাঙ্ক সংস্থাকে তার ১০০ গুন ক্ষতিপূরণ ফেরত দিতে হবে গ্রাহকদের। প্রাকৃতিক কোন কারণ বা দুর্ঘটনার জন্য লকারের সংরক্ষিত সম্পদের কোন ক্ষতি হলে একমাত্র সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং সংস্থা কোন দায় নেবে না।
বিক্রি হচ্ছে দেশের এই নামকরা সরকারি ব্যাংক। মহা চিন্তায় কোটি গ্রাহক।