School Holiday List : সামনের মাসে ফের ছুটি পড়ছে রাজ্যের সকল স্কুল কলেজ গুলোতে, দেখে নিন লিস্ট।

School Holiday List : কবে কবে ছুটি পড়ছে জানতে হলে পড়ুন বিস্তারিত।

গ্রীষ্মের ছুটি কাটিয়ে সবে স্কুলগুলি (School Holiday List) খুলেছে। শুরু হয়েছে স্বাভাবিক পঠন পাঠন। আবার তার মধ্যেই চলে এসেছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) বেশ কয়েক দিনের ছুটি পড়েছিল স্কুলগুলিতে। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই শুরু হয়েছে স্কুলের নিয়মিত ক্লাস। সামনেই রয়েছে দুর্গাপুজোর টানা ছুটি (Durga Puja Vacation) কিন্তু তার আগেই আগস্ট মাসে পর পর বেশ কয়েকটি ছুটি পড়ছে স্কুলগুলিতে।

Advertisement

তীব্র দাবদাহের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মের ছুটি (School Holiday List) এগিয়ে আনার কথা ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়ে যায়। সেই সময় রাজ্য জুড়ে তীব্র তাপ প্রবাহের কারণে গরমের ছুটি দীর্ঘায়িত হয়। স্কুল খুলতেই শুরু হয়ে গেছে পরীক্ষার প্রস্তুতি। বিভিন্ন ক্লাসের পরীক্ষা শুরু হবে।

Advertisement

SBI-এর নতুন স্কিম। দেখতে দেখতে টাকা হবে ডবল, জানুন কোন স্কিম এটি।

আর তাই শিক্ষা দপ্তরের তরফে শিক্ষক-শিক্ষিকাদের গরমের ছুটির (School Holiday List) পর স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস (Extra Class) নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্কুলের ছুটির বিষয়গুলো নির্ধারিত করে সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ। এবার আগস্টের শুরুতেই রাজ্যের স্কুলগুলিতে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের পর অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজো। একটানা ছুটি থাকবে সমস্ত স্কুলে। তারপরেই ফাইনাল পরীক্ষা। ফলে তার পাশাপাশি সময় মত সিলেবাস শেষ করার দিকেও নজর দিতে হবে। এবার তার আগেই আগস্ট মাসে স্কুলগুলিতে পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী বেশ কিছু ছুটি রয়েছে।

একবার দেখে নেওয়া যাক, আগস্ট মাসে স্কুলগুলিতে কবে কবে ছুটি পড়ছে:
৬ই আগস্ট- রবিবার
১৩ আগস্ট- রবিবার
15 আগস্ট- মঙ্গলবার- স্বাধীনতা দিবস (Independence Day)
২০ আগস্ট- রবিবার
২৭ আগস্ট- রবিবার
২৯ আগস্ট- মঙ্গলবার- অনাম উপলক্ষে ছুটি
৩০ আগস্ট- বুধবার- রাখি পূর্ণিমা।

মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button