কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2023 এর নতুন চমক, জানেন কী?

কলকাতা আন্তর্জাতিক বইমেলা কবে,কোথায় কোন দোকান দেখে নিন।

কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এর দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড এর তরফে। ২০২৩ সালে ৩১ শে জানুয়ারি থেকে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বারের বইমেলা। ১৯৭৬ সালে প্রথমবারের জন্য এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ ৪৬ বছর ধরে চলে আসছে এই আয়োজন।

Advertisement

Air Ticket Booking : এবার ট্রেনের মূল্যে বিমান যাত্রা, মধ্যবিত্তের শখ পুরন

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতি বছর ২৫ লক্ষের বেশি বই প্রেমীরা অংশগ্রহণ করেন। ২০২৩ সালে কলকাতা বইমেলার থিম হতে চলেছে স্পেন। এবারের মূল কথা “ওলা কলকাতা”, বাংলায় এর অর্থ হ্যালো কলকাতা। বিগত দুই বছর ধরে বাংলাদেশ বইমেলার থিম ছিল। এই বারের বইমেলা সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisement

এই জায়গাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলা প্রাঙ্গন হিসাবে চিহ্নিত করেছেন ও ঘোষণা করেছেন এবার থেকে অনুষ্ঠিত সকল বইমেলা এই প্রাঙ্গনেই আয়োজন করা হবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এবারে সারা বইমেলা প্রাঙ্গন জুড়ে প্রায় ৯০০ টি স্টল বসতে চলেছে। ২০২২ সালের বইমেলাতে ৫৭০ টি স্টল খোলা হয়েছিল।

মোট ২৩ কোটি টাকার বেশি বই বিক্রি করা হয়েছিল। এবারে ৩৩০ টির বেশি স্টল খোলা হবে বলে জানানো হয়েছে গিল্ডের তরফে। গিল্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে – শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে তাই এবারে পরিবহণের কোন সমস্যা হবে না।

কিন্তু শিয়ালদা – সল্টলেক মেট্রো রবিবার বন্ধ থাকে বলে অনেকেই ধোঁয়াশার মধ্যে ছিলেন। কিন্তু গিল্ডের সচিব ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন চিন্তার কোন বিষয় নেই রবিবারেও মেট্রো চলবে।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এর জন্য গিল্ডের সচিব জানিয়েছেন বিধাননগর থেকে অটো ও বাস পরিষেবা চালু থাকবে এবং পুলিশের তরফে নির্দিষ্ট ভাড়া ধার্য করে দেওয়া হয়েছে।

আগামী 27 জানুয়ারী কি পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা? সরকারী কর্মী ও শিক্ষকেরা সঠিক তথ্য জেনে নিন।

এছাড়াও বিদ্যুৎ পরিষেবা চালু রাখার জন্য CESC – The Calcutta Electric Supply Corporation Limited এর সঙ্গেও বৈঠক সারা হয়েছে। সকল বই প্রেমিদের স্বাগত জানাতে ‘আমরা প্রস্তুত’ বলেন গিল্ড সচিব।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button