Air Ticket Booking : এবার ট্রেনের মূল্যে বিমান যাত্রা, মধ্যবিত্তের শখ পুরন

Air Ticket Booking : ট্রেনের থেকে কম দামে কাটুন বিমান টিকিট, কিভাবে জানতে হলে বিস্তারিত পড়ুন।

বিমানে যাত্রা বা ভ্রমণ মধ্যবিত্তের কাছে এক স্বপ্ন পূরণ। কারণ বিমানের ভাড়া(Air Ticket Booking) অন্যান্য যানবাহনে যাতায়াতের ভাড়ার তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ হাতে সময় কম থাকলে যাতায়াতের ক্ষেত্রে এই যান অত্যন্ত সময় সাশ্রয়ী। এর জন্য যদিও আপনাকে অনেকটা টাকা খরচা করতে হবে কিন্তু আজকে আমরা এনেছি কিছু অভিনব জিনিস যেগুলি আপনার লক্ষ্য করলে অবশ্যই অনেক কমেন্ট টিকিটের ভাড়া গুনতে পারবেন। আপনার বেড়াতে যাওয়ার খরচ আপনার বাজেটের মধ্যেই থাকবে। অবশ্যই টিকিট কাটার সময় কয়েকটি জিনিস খেয়াল রাখুন তাহলে অনেকটা কমে কাটতে পারবেন বিমানের টিকিট।

Advertisement

একটা ওয়েবসাইট থেকে কাটবেন না:
আমরা যেমন কোন দামে জিনিস অর্থাৎ পেজ মাইক্রোওভেন পাম ওয়াশিং মেশিন কিনবার সময় একটি দোকান দেখি না বরং দুচারটে আরো দোকান কম্পেয়ার করে তবেই জিনিস কেনে সেরকমই আপনি টিকিট বুক(Air Ticket Booking) করার ক্ষেত্রেও একটি ওয়েবসাইটের দাম দেখে তখন টিকিট কাটবেন না অবশ্যই তিন-চারটে ওয়েবসাইট দেখে তবে টিকিট সংগ্রহ করুন।

একবারে সিঙ্গেল টিকিট কাটুন:
যদি আপনি একা যান তবে ঠিক আছে আপনি নিজের টিকিট টি কাটতে পারেন কিন্তু যদি পরিবারের বা বন্ধু-বান্ধবেরা মিলে বেড়াতে যান সেই ক্ষেত্রে অনেকগুলি টিকিট একবারে কাটবেন না, বরং ভাগে ভাগে হাতে সময় নিয়ে টিকিট কাটুক(Air Ticket Booking) সে ক্ষেত্রে একটু দাম কম পড়বে।

ছুটির দিন বাদে টিকিট কাটুন:
বর্তমানের এই ব্যস্ত জীবনে কেউ অল্প দিনের ছুটি পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন সেক্ষেত্রে তারা বেশিরভাগ ছুটের দিন কিংবা উইকেন্ড গুলিতে টিকিট কাটেন(Air Ticket Booking)। সেই ক্ষেত্রে আপনি যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই করছেন তবে অবশ্যই ছুটির দিন কিংবা বিজ্ঞান বলেই বাদ দিয়ে কার্টুন অর্থাৎ এইসব দিনগুলিতে টিকিটের দাম যারা থাকে তার থেকে অবশ্যই একটু বেশি হয়।সেই জন্য আপনি সোম থেকে শুক্র এই দিনগুলির মধ্যে এয়ারটিকিট কাটতে পারেন।

এরপর যেই পরামর্শটি দেবো সেটি অবশ্যই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ:
যদি আপনার যাত্রার পরিকল্পনা বেশ কিছু মাস আগে থেকেই হয় তবে সেটি খুবই ভালো ব্যাপার। কারন আপনার যাত্রা তারিখের থেকে যত আগে টিকিট কাটবেন(Air Ticket Booking) অর্থাৎ তিন মাস ছ মাস আগে সেই ক্ষেত্রে টিকিটের মূল্য আপনার অনেকটাই কম পড়ে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা থেকে থাকলে আগে থেকেই এয়ার টিকিট  বুক করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button