সহজ 5 টি টাকা সঞ্চয়ের উপায় যা আপনাকে করে তুলবে ধনপতি।
অনেক মানুষ আছেন যাদের মাস গেলে একটা মোটা টাকা ইনকাম হয় কিন্তু টাকা সঞ্চয়ের উপায় জানা নেই। মাস শেষে একাউন্ট চেক করতে গিয়ে নিজেই বুঝে উঠতে পারছেন না এত টাকা কোথায় খরচ হচ্ছে। টাকা আয় এবং ব্যয় দুটোই করা উচিত কিন্তু অতিমাত্রায় করলে সেটি আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কারণ কোন মানুষ জানে না কার কখন ভাগ্যে কি লেখা হয়েছে কোন বিপদ চলে এলে সেই সময় আপনার অর্থের প্রয়োজন হবে। এইজন্যই আমরা নিয়ে এসেছি আজকে কিছু টাকা সঞ্চয়ের উপায় যা আপনাকে সাশ্রই হতে সাহায্য করবে।
আর বৃথা পয়সা নষ্ট নয়, টাকা সঞ্চয়ের উপায় জেনেনিন।
টাকা সঞ্চয়ের উপায়ের প্রথম ধাপটি হল আপনাকে প্রতিটি খরচের হিসাব রাখতে হবে সামান্য একটা পাঁচ টাকার জিনিস কিনলেও সেটির হিসাব রাখুন। যদি আপনি অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন সেই ক্ষেত্রে সচেতন হোন। ধূমপান বা মদ্যপান শুধু আপনার অর্থ ব্যয় করে না আপনার স্বাস্থ্য ক্ষয় করে। আপনি মনে করতে পারেন একটি সিগারেটের মূল্য এমন কিবা ছয় টাকা পাওয়া যায়। কিন্তু আপনি যদি দিনে পাঁচটি করে সিগারেট খান তবে একদিনে আপনি ৩০ টাকা খরচা করছেন শুধুমাত্র সিগারেটের পিছনে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটিকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে এটি যেমন আপনার অর্থ সঞ্চয় ও করবে আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
অতিরিক্ত বাইরের খাওয়া বন্ধ করুন। মাসে এক দুবার ঠিক আছে কিন্তু আপনি যদি প্রত্যেকদিনই কিছু না কিছু বাইরে থেকে অর্ডার করতে থাকেন তবে আপনি সেখানে অনেকটা টাকাই খরচ করছেন। আমাদের মোবাইলে থাকা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ গুলো খুব সহজেই অর্ডার করতে সাহায্য করে কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনার অ্যাকাউন্ট খালি হচ্ছে। বাইরের অতিরিক্ত খাওয়া আপনার অর্থ ব্যয় করে এবং স্বাস্থ্যের জন্য খুব একটা স্বাস্থ্যকর হয় না যদি আপনার একান্তই খেতে হয় তবে আপনি এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর ফলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো হবে এবং শরীরও ভালো থাকবে।
অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করুন আপনার মোবাইলে অনেক ধরনের অ্যাপ থাকে যেগুলি সহজে আপনার বাড়িতে আপনার পছন্দের জামাটি ডেলিভার করে কিন্তু আপনার অনেক সময় এরকমই অপ্রয়োজনীয় জামা কাপড় ও কেনা হয়ে থাকে। এখন এক ধরনের ট্রেন উঠেছে ‘ডোন্ট রিপিট আউটফিট’। তবে এই ধরনের কনসেপ্ট অত্যন্ত ক্ষতিকর আমাদের সমাজের জন্য। একটি আউটফিট আপনি বারবার রিপিট করা কোন খারাপের বিষয় নয় বরং অতিরিক্ত পরিমাণে জামা কাপড় কিনলে সেখানে অনেকটা টাকাই ব্যয় হয় ফলে বিপদের সময় সময় আপনার হাতে অর্থ থাকবে না। তাই কোন কিছু কিনবার আগে একটি পরিকল্পনা করে রাখুন এবং অফারের সময় আপনি সেই প্রয়োজনীয় জিনিস গুলি কিনে নিন ফলে দেখবেন আপনার হাতে অনেকটা টাকায় সঞ্চয় হয়েছে। এটি টাকা সঞ্চয়ের অন্যতম উপায়।
শপিং মলের বদলে মুদি দোকান থেকে জিনিসপত্র কিনুন। কারণ আপনি মুদি দোকানে যেকোন জিনিসের প্রিন্টিং প্রাইজের থেকে 1-2 টাকা হলেও ছাড় পান কিন্তু শপিংমল গুলি কি আপনাকে সেই রেটেই জিনিসপত্র কিনতে হয়। ফলে সেগুলি মিলিয়ে অনেকগুলি টাকা হয়ে যায়। শুধু তাই নয় আপনি অল্প দামে অনেকটা জিনিস পান মুদি দোকান থেকে। এই টাকা সঞ্চয়ের উপায় গুলি ভালো লাগলে আমাদের পাশে থাকুন।