বৈশাখ মাস থেকে যে গরমের তাপদাহ শুরু হয়েছে তার থেকে এখনো নিস্তার পাননি রাজ্যবাসী সেই কথা মাথায় রেখে বাড়ানো হল গরমের ছুটি বা Summer Vacation. প্রায় দু বছর ধরে বৈশাখ মাস থেকে যে হারে গরম পড়ছে তাতে নাজেহাল সাধারণ জনজীবন। এই অত্যাধিক গরমের জন্যই রাজ্যের স্কুলগুলোতে নির্দিষ্ট গরমের ছুটির দিনের অনেকদিন আগেই গরমের ছুটি দিতে বাধ্য হয়েছিলেন। কারণ এই রোদের তাপদাহে শিশু ও ছাত্র ছাত্রী সবাই অসুস্থ হয়ে পড়ছিলেন।
Summer Vacation has Been Extended Till June 28
গরমের মধ্যে কার্যত শিশুদের এক ভাবে ক্লাস ঘরে বসে পড়াশোনা করা এবং আসা যাওয়ার সময় প্রচন্ড গরমে তাদের খুবই কষ্ট হচ্ছিল। সেই সমস্ত দিক বিচার করে স্কুল শিক্ষা কমিশন গরমে ছুটি বা Summer Vacation এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২২ এপ্রিল থেকেই কার্যত গরমের ছুটি পড়েছিল রাজ্যের সমস্ত স্কুলগুলোতে এবং স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৩রা জুন।
এদিকে লোকসভা নির্বাচনে চলছিল সেই কারণেও আলাদা করে স্কুল ছুটি দেওয়ার আর প্রয়োজন পড়েনি তবে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ করার কথা ছিল ৪ঠা জুন। সেই জন্য রাজ্য সরকারি স্কুলগুলো যেহেতু ভোট নির্বাচনী কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় জওয়ানরা যেহেতু সেখানে থাকতেন তাই স্কুলগুলোকে পড়াশোনার উপযোগী করে তোলার জন্য কিছুটা সময়ের দরকার ছিল।
তাই ৩ জুন স্কুল চালু করা সম্ভবপর হয়ে ওঠেনি যদিও স্কুল শিক্ষক ও শিক্ষা কর্মীরা স্কুলে এসেছিলেন তবে পঠন পাঠন শুরু করার কথা ভাবা হয়েছিল ১০ ই জুন থেকে। মে মাস নাগাদ কিছুটা নিম্নচাপজনিত ঝড় বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমেছিল কিন্তু মে মাসের শেষের দিক থেকে আবারো পুনরায় তাপমাত্রা পারদের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
বিশেষ করে এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ 40 ডিগ্রির উপরে থাকছে তাই আবারও সেই আগের মতনই অস্বস্তিকর আদ্রতা জনিত গরমে নাজেহাল সাধারণ মানুষ। তাই ফের আবারও স্কুলগুলো বন্ধ করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে কি না ভাবা হচ্ছে। এদিকে এবারের গ্রীষ্মকালীন ছুটি বা বা Summer Vacation প্রায় এক মাসের বেশি সময় ধরে চলেছে।
তাই স্কুলের পাঠ্য পুস্তকের সিলেবাস পূরণ করা হবে কি করে সেই নিয়ে চিন্তায় রয়েছেন ওই অভিভাবক ও শিক্ষকগণ। এছাড়া এই বছরই ইলেভেনের নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তাই সে বিষয়েও ধারণা পাননি ছাত্রছাত্রীরা। অনলাইনে ক্লাসের মধ্য দিয়ে একটা নতুন পদ্ধতি সম্পর্কে এরকম ধারণা পাওয়া যায় না। যেহেতু স্কুল খোলাও বা Summer Vacation যাচ্ছে না এতটা গরমে তাই কি করে সিলেবাস কমপ্লিট হবে সেই নিয়েও চিন্তায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এদিকে প্রাইমারি টিচার্স ট্রেইনড গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের প্রাদেশিক সভাপতি বিনয় কুমার সিং বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও বুনিয়াদি শিক্ষার প্রধান সচিবকে পাঠানো এক চিঠিতে বলেছেন যে পুরো রাজ্য প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহে জ্বলছে। এই অবস্থায় কাউন্সিল স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি বা বা Summer Vacation ৩০ জুন পর্যন্ত বাড়ানো উচিত। আর সেই দাবিতেই এবার শিলমোহর পড়ল। উত্তরপ্রদেশ বিটিসি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অনিল যাদব প্রিন্সিপাল সেক্রেটারি বেসিক এডুকেশনকে পাঠানো চিঠিতে বলেছেন।
যে বর্তমানে রাজ্য জুড়ে তীব্র উত্তাপ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কাউন্সিল স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি বা বা Summer Vacation ৩০ জুন পর্যন্ত বাড়ানো হোক। যদি উত্তরপ্রদেশ রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তবে পশ্চিমবঙ্গ রাজ্যে আবারো কি স্কুল বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
যদিও অভিভাবকরা মনে করছেন যে হারে তাপমাত্রার পারদ চড়ছে তাতে ছাত্রছাত্রীদের স্কুলের যাতায়াত খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা প্রায় অসুস্থ হয়ে পড়ছে তাই স্কুল শিক্ষা কমিশন আবারও স্কুল বন্ধের নির্দেশ দিলেও দিতে পারেন। এমনই আরও নিত্য নতুন খবরের আপডেট পেতে এই পেজে ফলো করে সাথে থাকুন।
Written by Shampa Debnath.