মে মাস নয়, এপ্রিল মাস থেকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা Dearness Allowance বৃদ্ধি পাচ্ছে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন। তারফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পরিমাণ হয়ে দাঁড়ায় ১৪ শতাংশ। এই বর্ধিত ডিএ কার্যকর করার কথা ছিল পহেলা মে থেকে।
Increase in Dearness Allowance by 10 Percent
কিন্তু ভোটের প্রচারে মেদিনীপুরের এগরায় এক জনসভায় গিয়ে মুখ্যমন্ত্রী তথা শাসক দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি একটু সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। বাজেট পেশের সময় সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হয়েছিল ‘সরকারি কর্মীদের ১ মে থেকে বর্ধিত হারে Dearness Allowance দেওয়া হবে। টাকা পাবেন ১ জুন’। কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক করেন ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে বর্ধিত হারে টাকা দেওয়া হবে।
অর্থাৎ ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন। শুধু তাই নয় আরেকটি বিশেষ ঘোষণা করেন যেটি শুনলে শিক্ষক মহলে খুশির হাওয়া বইতে শুরু করবে। শিক্ষক মহলে এক ধাক্কায় ১০ শতাংশ ডিএ বা Dearness Allowance বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার, এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের অর্থ দফতর।
যদিও এর জেরে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন সকলে। কারণ শুধুমাত্র শিক্ষক মহলের দশ শতাংশ ডিএ বা Pay Commission বৃদ্ধি করার ঘোষণা করলেও সমগ্র রাজ্য সরকারের কর্মীদের জন্য কেন ঘোষণা করা হলো না এ বিষয়ে অস্পষ্ট ধারণা থেকেই গিয়েছিল। ১৩ জুন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং ও বাজেট শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের অ্যাঙ্গলে ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মহার্ঘ ভাতা বা Dearness Allowance বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এই বর্ধিত হারে ডিএ পাবে।
আরও পড়ুন, সরকারি কর্মীদের সুখবর। বেতন পেতে দেরি হলে 6% সুদ পাবেন।
প্রসঙ্গত, আগে এই সকল কর্মীরা ১৪১ শতাংশ হারে ডিএ পেতেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ১০% বাড়িয়ে ১৫১ শতাংশ করা হচ্ছে। যা নিয়ে রীতিমতো খুশি পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। তবে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি শিক্ষকরা এই বর্ধিত হারে ডিএ বা Dearness Allowance পাবেন না। তার কারণ পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের শুধুমাত্র ডিএ বাড়ানো হচ্ছে।
এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সমস্ত সরকারি শিক্ষকরা রয়েছেন তাদের ডিএ বৃদ্ধি নিয়ে আপাতত কিছু সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন অ্যাঙ্গলে ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীমহলে খুশির হাওয়া বইছে অন্যদিকে অন্যান্য সরকারি শিক্ষকমহলে কিছুটা অসন্তোষ রয়েই যাচ্ছে। তারাও অপেক্ষারত লোকসভা ভোটের ফলাফলের পর তাদের জন্যও কোন আশানুরূপ ফল অপেক্ষা করছে কিনা!
Written by Shampa Debnath.