রাজ্য সরকার বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করেছেন, তার মধ্যে এই স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) অনেক কাজে লাগে যাতে দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। আমাদের রাজ্যে এখনো অনেক নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার রয়েছে যাদের আর্থিক অবস্থা ততটা উন্নত না হওয়ার জন্য তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। অথচ এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকে।
Swami Vivekananda Scholarship New Update 2024
এই সমস্ত দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকে।
এই আর্থিক সাহায্য দেওয়া হয় স্কলারশিপ ব্যবস্থার মাধ্যমে। রাজ্য সরকারের এমন একটি উল্লেখযোগ্য স্কলারশিপ এর নাম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship. আপনিও কি এই স্কলারশিপে আবেদন করেছিলেন? এখনো টাকা ঢোকেনি?
কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বা Swami Vivekananda Scholarship টাকা ঢুকবে সে সমস্ত তথ্য পেতে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এই স্কলারশিপের মাধ্যমে বহু ছাত্রছাত্রী নিজের পড়াশোনার খরচ, টিউশন ফি, হোস্টেলের খরচ চালান। প্রত্যেক বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এই স্কলারশিপে আবেদনের জন্য ফর্ম দেওয়া হয়।
তবে, লোকসভা নির্বাচনের আগে থেকে এই স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) এর কোনোরকম আবেদনপত্র দেওয়া হয়নি কিংবা আবেদনকারীদের জন্য কোনো ফান্ড আর ছাড়া হয়নি বলেই জানা গেছে। জানা যাচ্ছে, কলেজ পড়ুয়ারা এখনো স্কলারশিপের টাকা পায়নি। যারা এই স্কলারশীপে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship এর জন্য দুটি নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। একটি হল, সকল বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের এপ্রুভালের তথ্য জমা করতে হবে বিকাশ ভবনে। অন্যটি হলো, যেসকল ছাত্রছাত্রীদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা ঢোকার মেসেজ এসেছে।
অথচ তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকেনি তাদেরকে সমস্ত ব্যাংকের নথি সহকারে ২৮শে জুনের মধ্যে বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। টাকা না ঢোকার কারণ হিসেবে ট্রানজেকশনের প্রবলেম বা অন্য কোন সমস্যার কারণে হতে পারে এমনটা জানানো হয়েছে বিকাশ ভবন থেকে আপনার কী সমস্যা রয়েছে সেটি দেখে যে ভবনে আপনার গেলে কাজ হবে সেখানে গিয়ে আপনার সমস্যা মিটিয়ে নিন।
যাদের টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে
যেহেতু লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে কিছুদিন আগে। তাই লোকসভা ভোট চলাকালীন সরকারি সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল। জুনের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে সমস্ত সরকারি কার্যকলাপ গুলো পুনরায় শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, জুলাই এর প্রথম দিকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা প্রত্যেকে আবেদনকারীর একাউন্টে ঢুকে যাবে। এছাড়া যারা এই মুহূর্তে স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের আবেদন পত্র গ্রহণ করা হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে 10,000 টাকা, কিভাবে আবেদন করবেন দেখুন
তবে জানা যাচ্ছে যাদের ফোনে টাকা ঢোকার মেসেজ অলরেডি চলে এসেছে অথচ টাকা ঢোকেনি তাদের একাউন্টে আগে টাকা ঢুকবে। আর যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপ সম্পর্কে অবগত নন তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পূর্বে এই স্কলারশিপ এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য বিষয়গুলো বিস্তারিত জেনে নেবেন। এমন আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।
Written by Shampa Debnath.